নয়াদিল্লি, 19 ডিসেম্বর: আবারও ভুয়ো আইপিএস (Fake IPS Officer) গ্রেফতার ৷ এবারের ঘটনাস্থল দিল্লি ৷ অভিযুক্তের নাম বিকাশ গৌতম ওরফে বিকাশ যাদব ৷ তিনি গোয়ালিয়রের বাসিন্দা ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিকাশ গৌতম নাম ভাঁড়িয়ে সোশাল মিডিয়া ও মাইক্রোব্লগিং সাইটে অ্য়াকাউন্ট খুলেছিলেন ৷ সেখানে নিজের পরিচয় দিয়েছিলেন বিকাশ যাদব নামে ৷ ওই ব্যক্তি আদতে অষ্টম শ্রেণি পাস ৷ কিন্তু, ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিনি নিজেকে আইআইটি কানপুরের প্রাক্তনী বলে দাবি করতেন ! তাঁর প্রোফাইল দেখে অনেক মহিলাই তাঁর 'প্রেমে পড়েন' বলে দাবি পুলিশের ৷ বিকাশ এরই সুযোগ নেন ৷ ওই মহিলাদের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠতা বাড়াতেন তিনি ৷ তারপর নানাভাবে তাঁদের সঙ্গে প্রতারণা করতেন ৷
আরও পড়ুন: 10 বছর আগে বাংলা থেকে নিখোঁজের সন্ধান মিলল গুজরাতে
এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিকাশের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ ৷ বিকাশকে গ্রেফতার করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কানপুর আইআইটি দূরে থাক, বিকাশ কোনও দিন হাইস্কুলের গণ্ডিও পেরোননি ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত ৷ অথচ, সোশাল মিডিয়ায় বিকাশ দাবি করতেন, কানপুর আইআইটি থেকে পাস করার পর তিনি আইপিএসের প্রশিক্ষণ নেন এবং সেখানেও সসম্মানে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন ! নিজেকে 2021 সালের ব্য়াচের ক্য়াডার বলে দাবি করতেন তিনি !
আসল ঘটনা হল, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি আইটিআই থেকে ঢালাইকর (Welder) হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন বিকাশ ৷ পরবর্তীতে দিল্লিতে এসে থাকতে শুরু করেন ওই যুবক ৷ স্থানীয় মুখার্জি নগর এলাকার একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি ৷ সেই রেস্তোরাঁয় এমন বহু মানুষ নিয়মিত খেতে আসতেন, যাঁরা দিল্লির খ্যাতনামা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ৷ ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ দেওয়া হয় ৷ তাঁদের দেখেই সোশাল মিডিয়া এবং মাইক্রোব্লগিং সাইটে নিজের ভুয়ো অ্য়াকাউন্ট তৈরির কথা মাথায় আসে বিকাশের ৷
বিকাশের এই ভুয়ো প্রোফাইল দেখে বহু মহিলা আকৃষ্ট হন ৷ আর তাতেই তাঁদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার পরিকল্পনা করেন বিকাশের ৷ গত 17 ডিসেম্বর দিল্লি পুলিশের কাছে প্রতারণার একটি অভিযোগ দায়ের করা হয় ৷ তারই তদন্তে নেমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ ৷