ETV Bharat / bharat

Fake Judge Arrested: পুলিশের থেকে টাকা হাতাতে এসে গ্রেফতার 'ভুয়ো' বিচারক - Five Lakh from Police Officer

হাইকোর্টের বিচারক (High Court judge) সেজে টাকা হাতানোর অভিযোগে ধৃত এক ব্যক্তি ৷ গ্রেফতার করেছে উত্তর দিল্লির সময়পুর বাদলী থানার পুলিশ (Fake Judge Arrested for Demanding Five Lakh from Police Officer) ৷

Fake Judge Arrested
পুলিশের থেকে টাকা হাতাতে এসে গ্রেফতার 'ভুয়ো' বিচারক
author img

By

Published : Dec 17, 2022, 2:03 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: হাইকোর্টের বিচারক (High Court Judge) পরিচয় দিয়ে পুলিশ আধিকারিকের থেকে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে উত্তর দিল্লির সময়পুর বাদলী থানার পুলিশ ৷ ধৃতের নাম নরেন্দ্র কুমার আগরওয়াল (Fake Judge Arrested for Demanding Five Lakh from Police Officer) ৷

জানা গিয়েছে, নিজেকে হাইকোর্টের বিচারক দাবি করে ওই ব্যক্তি একটি মামলার সমাধানের জন্য সময়পুর বাদলী থানার এসএইচওর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে । টাকা না দিলে চাকরি হারানোরও হুমকি দেন ।

আরও জানা গিয়েছে, 16 ডিসেম্বর নরেন্দ্র কুমার আগরওয়াল নামে ওই ব্যক্তি আইপিএস অনুরাগ দ্বিবেদী এবং সময়পুর বাদলী মহকুমার এসিপি-র মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন । সেখানে লেখা, তিনি হাইকোর্টের একজন বিচারক ৷ তাঁকে যেন তাড়াতাড়ি কল করা হয় । পুলিশের কর্মকর্তারা ওই নম্বরে কল করলে ওই ব্যক্তি জানান, তিনি একটি পিটিশনের বিষয়ে সময়পুর বাদলী থানায় কিছুক্ষনের মধ্যেই পৌঁছবেন । সেই সময়ে 60-65 বছর বয়সি এক ব্যক্তি গাড়ি করে বাদলী থানায় পৌঁছান । এরপর নিজেকে হাইকোর্টের বিচারক হিসেবে পরিচয় দিয়ে জানায়, সময়পুর বাদলী থানা এলাকায় কিছু অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সেই অভিযোগের আবেদনের ভিত্তিতে ব্যক্তিগত যাচাইয়ের জন্য তিনি এসেছিলেন ।

এরপরই নরেন্দ্র কুমার আগরওয়াল নামে ওই ব্যক্তি রিট পিটিশন বাতিল করতে সময়পুর বাদলী থানার এসএইচওকে 5 লক্ষ টাকা দিতে বলেন । টাকা না দিলে চাকরি হারাতে হবে বলে হুমকিও দেন । বিষয়টি এসএইচওর সন্দেহ হয় এবং পরে জানা যায় ওই ব্যক্তি ভুয়ো ৷ নকল পরিচয় দিয়ে এসব কাজ করে । এর আগেও তিনি অনেক জায়গায় নিজেকে বিচারক দাবি করে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন । পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত নরেন্দ্র কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা ৷

আরও পড়ুন: ভবানীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই তল্লাশি, খোয়া গেল নগদ 30 লক্ষ !

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: হাইকোর্টের বিচারক (High Court Judge) পরিচয় দিয়ে পুলিশ আধিকারিকের থেকে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে উত্তর দিল্লির সময়পুর বাদলী থানার পুলিশ ৷ ধৃতের নাম নরেন্দ্র কুমার আগরওয়াল (Fake Judge Arrested for Demanding Five Lakh from Police Officer) ৷

জানা গিয়েছে, নিজেকে হাইকোর্টের বিচারক দাবি করে ওই ব্যক্তি একটি মামলার সমাধানের জন্য সময়পুর বাদলী থানার এসএইচওর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে । টাকা না দিলে চাকরি হারানোরও হুমকি দেন ।

আরও জানা গিয়েছে, 16 ডিসেম্বর নরেন্দ্র কুমার আগরওয়াল নামে ওই ব্যক্তি আইপিএস অনুরাগ দ্বিবেদী এবং সময়পুর বাদলী মহকুমার এসিপি-র মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন । সেখানে লেখা, তিনি হাইকোর্টের একজন বিচারক ৷ তাঁকে যেন তাড়াতাড়ি কল করা হয় । পুলিশের কর্মকর্তারা ওই নম্বরে কল করলে ওই ব্যক্তি জানান, তিনি একটি পিটিশনের বিষয়ে সময়পুর বাদলী থানায় কিছুক্ষনের মধ্যেই পৌঁছবেন । সেই সময়ে 60-65 বছর বয়সি এক ব্যক্তি গাড়ি করে বাদলী থানায় পৌঁছান । এরপর নিজেকে হাইকোর্টের বিচারক হিসেবে পরিচয় দিয়ে জানায়, সময়পুর বাদলী থানা এলাকায় কিছু অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সেই অভিযোগের আবেদনের ভিত্তিতে ব্যক্তিগত যাচাইয়ের জন্য তিনি এসেছিলেন ।

এরপরই নরেন্দ্র কুমার আগরওয়াল নামে ওই ব্যক্তি রিট পিটিশন বাতিল করতে সময়পুর বাদলী থানার এসএইচওকে 5 লক্ষ টাকা দিতে বলেন । টাকা না দিলে চাকরি হারাতে হবে বলে হুমকিও দেন । বিষয়টি এসএইচওর সন্দেহ হয় এবং পরে জানা যায় ওই ব্যক্তি ভুয়ো ৷ নকল পরিচয় দিয়ে এসব কাজ করে । এর আগেও তিনি অনেক জায়গায় নিজেকে বিচারক দাবি করে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন । পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত নরেন্দ্র কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা ৷

আরও পড়ুন: ভবানীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই তল্লাশি, খোয়া গেল নগদ 30 লক্ষ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.