ETV Bharat / bharat

FB Deletes Post of Gandhi: গান্ধিজির ছবি যৌনতা ! পোস্ট সরিয়ে দিল ফেসবুক - মহেশ জাগদে

অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক মহেশ জাগদে-এর ফেসবুক পোস্টের পরে মহাত্মা গান্ধির ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ৷ সেই পোস্টটি সরিয়ে দিয়েছে ফেসবুক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 9:57 PM IST

মুম্বই, 9 অক্টোবর: অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের ফেসবুকে পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া ৷ আইএএস অফিসার মহেশ জাগদে সম্প্রতি মহাত্মা গান্ধির ছবি-সহ একটি পোস্ট করেন ফেসবুকে ৷ আর সেই পোস্টটি সরিয়ে দিয়েছে ফেসবুক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণত মহাত্মা গান্ধির প্রায় সব ছবিতেই পোশাক হিসাবে সাদা খদ্দরের খাটো ধুতি দেখা যায় ৷ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর একেবারেই সাধারণ জীবনধারা অনুসরণ করেছিলেন গান্ধিজি। এমনকী বিদেশ সফরকালীনও সেই একই পোশাকে দেখা গিয়েছে মহাত্মা গান্ধিকে ৷ এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মহেশ জাগদে। আর সেই ছবি দিয়ে তিনি মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে এই ছবিটিকে যৌন বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে ফেসবুক থেকে পোস্টটিই সরিয়ে ফেলা হয়। যা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রাক্তন আমলা থেকে সাধারণ মানুষ সকলেই ৷

মহেশ জাগদে ফের ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এই পোস্টে, মহেশ জাগদে লিখেছেন, "এই পোস্টটি মহাত্মা গান্ধিকে নিয়ে ৷ যাঁর সামনে জি-20 শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মহাত্মা গান্ধি বিশ্বের মান উন্নিত করেছেন ৷ তাই তাঁর ছবি সমাজের নিয়মের বিরুদ্ধে যেতে পারে না। এই ফটোতে নগ্নতা বা যৌন কার্যকলাপ ছিল না ৷ এটি লবণ সত্যাগ্রহের ছবি ছিল।"

জাগদে-এর এই পোস্টের পরে, 'ইটিভি ভারত'-এর মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেই সময়ে তিনি ফেসবুকের রেফারেন্স নিয়ে তিনি হতাশাও প্রকাশ করেন। অনেক ধরণের বিকৃতি প্রায়ই দেখা যায় সোশাল মিডিয়ায়। তা নিয়েও মুখ খুলেছেন জাগদে। অথচ সেই ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ ও দুঃখপ্রকাশও করেন তিনি। ইটিভি ভারত-কে জাগদে বলেন, "মহাত্মা গান্ধির পোস্ট মুছে ফেলা হয়েছে, এটা বিরক্তিকর বিষয়। গান্ধিকে যদি নগ্ন মনে করেন তাহলে আপনার বুদ্ধিমত্তা চেক করতে হবে।" এমন জ্বলন্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে, জাগদে বলেন, "গান্ধি গরিবের জন্য পোশাক ছেড়ে দিয়েছিলেন ৷ আপনি তাকে নগ্ন বলবেন ! এই পৃথিবী কোথায় যাচ্ছে ?"

আরও পড়ুন: জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট না হওয়ার পরামর্শ ছত্তিশগড়ের বিদায়ী উপমুখ্যমন্ত্রীর

ফিল্ম-টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত ব্যক্তিত্ব নীতিন বৈদ্যেরও একই রকম অভিজ্ঞতা ছিল। তিনিও ক্ষোভপ্রকাশ করেন। মহাত্মা গান্ধির মতো উচ্চ নেতৃত্বের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বকে যদি সোশাল মিডিয়ায় এভাবে অসম্মান করা হয়, তবে তা ঠিক নয়। যারা এসব মিডিয়ায় কাজ করছেন তারা কি মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছুই জানেন না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

মুম্বই, 9 অক্টোবর: অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের ফেসবুকে পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া ৷ আইএএস অফিসার মহেশ জাগদে সম্প্রতি মহাত্মা গান্ধির ছবি-সহ একটি পোস্ট করেন ফেসবুকে ৷ আর সেই পোস্টটি সরিয়ে দিয়েছে ফেসবুক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণত মহাত্মা গান্ধির প্রায় সব ছবিতেই পোশাক হিসাবে সাদা খদ্দরের খাটো ধুতি দেখা যায় ৷ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর একেবারেই সাধারণ জীবনধারা অনুসরণ করেছিলেন গান্ধিজি। এমনকী বিদেশ সফরকালীনও সেই একই পোশাকে দেখা গিয়েছে মহাত্মা গান্ধিকে ৷ এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মহেশ জাগদে। আর সেই ছবি দিয়ে তিনি মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে এই ছবিটিকে যৌন বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে ফেসবুক থেকে পোস্টটিই সরিয়ে ফেলা হয়। যা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রাক্তন আমলা থেকে সাধারণ মানুষ সকলেই ৷

মহেশ জাগদে ফের ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এই পোস্টে, মহেশ জাগদে লিখেছেন, "এই পোস্টটি মহাত্মা গান্ধিকে নিয়ে ৷ যাঁর সামনে জি-20 শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মহাত্মা গান্ধি বিশ্বের মান উন্নিত করেছেন ৷ তাই তাঁর ছবি সমাজের নিয়মের বিরুদ্ধে যেতে পারে না। এই ফটোতে নগ্নতা বা যৌন কার্যকলাপ ছিল না ৷ এটি লবণ সত্যাগ্রহের ছবি ছিল।"

জাগদে-এর এই পোস্টের পরে, 'ইটিভি ভারত'-এর মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সেই সময়ে তিনি ফেসবুকের রেফারেন্স নিয়ে তিনি হতাশাও প্রকাশ করেন। অনেক ধরণের বিকৃতি প্রায়ই দেখা যায় সোশাল মিডিয়ায়। তা নিয়েও মুখ খুলেছেন জাগদে। অথচ সেই ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ ও দুঃখপ্রকাশও করেন তিনি। ইটিভি ভারত-কে জাগদে বলেন, "মহাত্মা গান্ধির পোস্ট মুছে ফেলা হয়েছে, এটা বিরক্তিকর বিষয়। গান্ধিকে যদি নগ্ন মনে করেন তাহলে আপনার বুদ্ধিমত্তা চেক করতে হবে।" এমন জ্বলন্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে, জাগদে বলেন, "গান্ধি গরিবের জন্য পোশাক ছেড়ে দিয়েছিলেন ৷ আপনি তাকে নগ্ন বলবেন ! এই পৃথিবী কোথায় যাচ্ছে ?"

আরও পড়ুন: জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট না হওয়ার পরামর্শ ছত্তিশগড়ের বিদায়ী উপমুখ্যমন্ত্রীর

ফিল্ম-টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত ব্যক্তিত্ব নীতিন বৈদ্যেরও একই রকম অভিজ্ঞতা ছিল। তিনিও ক্ষোভপ্রকাশ করেন। মহাত্মা গান্ধির মতো উচ্চ নেতৃত্বের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বকে যদি সোশাল মিডিয়ায় এভাবে অসম্মান করা হয়, তবে তা ঠিক নয়। যারা এসব মিডিয়ায় কাজ করছেন তারা কি মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছুই জানেন না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.