লখনউ, 9 সেপ্টেম্বর: ফেসবুকের তৎপররতায় প্রাণ বাঁচল এক নিট পরীক্ষার্থীর (Facebook Alert Saves Life)৷ উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা ৷ লখনউয়ের ডিজিপি হেডকোয়ার্টারের সোশ্যাল মিডিয়া সেন্টারে এসওএস পাঠিয়েছিল ফেসবুক ৷ জানানো হয় যে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা (Suicide Attempt) করছেন এক নিট পরীক্ষার্থী ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সেই যুবককে রক্ষা করে পুলিশ ৷
উত্তরপ্রদেশ পুলিশ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে একটি চুক্তি হয়েছে ৷ আত্মহত্যার মতো ঘটনা রুখতে রিয়াল-টাইম অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে ৷ তার সুফল মিলল এ দিনের ঘটনায় ৷ সেই চুক্তিতে বলা আছে, কোনও ব্যক্তি আত্মহত্যার ইচ্ছেপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে, সংশ্লিষ্ট সাইট অবিলম্বে পুলিশ কন্ট্রোল রুমকে সতর্ক করবে ৷ সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সাহায্যের জন্য ছুটে যাবে পুলিশ ৷ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, আইনশৃঙ্খলা, প্রশান্ত কুমার জানিয়েছেন, খবরটি সেই মুহূর্তেই লখনউ পুলিশ কমিশনারেটে পাঠানো হয় এবং তারা অবিলম্বে ব্যবস্থা নেয় (NEET aspirant in UP)৷
তিনি জানিয়েছেন, "আমরা সব পুলিশকর্মীদের বলেছি যে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আত্মহত্যার চেষ্টার ঘটনাগুলিতে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং যে মেসেজটি করেছে তাঁকে বাঁচাতে হবে ৷ এ ব্যাপারে ফেসবুক আমাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে যাতে আমরা অবিলম্বে ব্যবস্থা নিতে পারি ৷" 29 বছরের এক যুবক তাঁর প্রাণ শেষ করে দিচ্ছে বলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছয় বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিপি চিরঞ্জীব নাথ সিনহা ৷
আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না পেয়ে পড়ুয়ার আত্মহত্যা ! আন্দোলনে এসএফআই
তিনি আরও জানান, "ওই যুবক মেনে নিয়েছেন যে, এটা তাঁর ভুল ছিল ৷ তিনি আর কখনও এমন ভুল করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ নিটে অসফল হওয়ার পর থেকে মানসিক চাপ নিতে পারছিলেন না বলেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন ৷ ওই যুবককে কাউন্সেলিং করানো হয়েছে ৷ আমরা তাঁকে পুলিশের মোবাইল নম্বর দিয়েছি এবং যখনই তিনি কোনও সমস্যায় পড়বেন, তাঁকে ফোন করতে বলেছি ৷"
যখনই কেউ আত্মহত্যার চেষ্টা করে, তখন ফেসবুক পুলিশকে এ ভাবেই সতর্ক করে বলে জানিয়েছেন শীর্ষ আর এক পুলিশকর্তা ৷ এর আগেও এ ভাবে অনেককে বাঁচানো সম্ভব হয়েছে ৷ সম্প্রতি প্রয়াগরাজেও এ ভাবেই ফেসবুকের থেকে সতর্কবার্তা পেয়ে এক ব্যক্তিকে বাঁচিয়েছিল পুলিশ ৷