নয়াদিল্লি, 15 অগস্ট: আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন ৷ তার আগে ভারতকে খুশি করতে সবরকম চেষ্টা করে যাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ ৷ কারণ, এবারের ভোটে ওই দেশের রাজনৈতিক উত্তেজনা ও প্রতিষ্ঠান বিরোধিতা বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ তাই অন্যবারের মতোও এবারও ভারতকেই ‘ত্রাতা’ হিসেবেই চাইছে বাংলাদেশের শাসক দল ৷
বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচন হাসিনার জন্য খুব সহজ হবে না বলেই অনেকে মনে করছে ৷ অন্যতম বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি ভোট বয়কট করেছে৷ মূলত, নির্বাচন পরিচালনায় সরকারের কাছ থেকে ছাড় না পেয়েই এই বয়কট ৷ তাছাড়া ব্যাপক মুদ্রাস্ফীতি নাগরিকদের দৈনন্দিন জীবনের সংগ্রামকে বাড়িয়ে তুলেছে ৷ এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শনে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ উভয়ই তাদের সমর্থকদের একত্রিত করতে সারাদেশে বিশাল সমাবেশ করছে ।
চলতি মাসের শুরুর দিকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারত সফর আসে । বিজেপিকে জানুন নামে একটি কর্মসূচিতে যোগ দিতেই প্রতিনিধি দল এসেছিল ৷ কিন্তু সেই সুযোগে তারা তাদের দেশে গম রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য নয়াদিল্লিকে অনুরোধ করেছে । সূত্রের খবর, গম রফতানি বন্ধ হলে ওই দেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হবে বলে এই দেশের সরকারকে বুঝিয়েছেন হাসিনার দলের প্রতিনিধিরা ৷
তাদের দেশে গমের চাহিদা বাড়তে থাকায় গত বছরের জুনে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে দেওয়া এক বার্তায় সে দেশের সরকারের তরফে গম আমদানির লক্ষ্যমাত্রাও ধার্য করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত বছরের নভেম্বরে ভারত গম রফতানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে । ওই সময়ের মধ্যে 2022 সালের নভেম্বরে ভারত ভুটানে 375 টন গম রফতানি করেছিল । পরের মাসে ভারত বাংলাদেশ ও ভুটানে 391 টন গম রফতানি করে ।
চিনের পর ভারত দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ । গত 20 বছরে ভারত 1.8 বিলিয়ন টন-সহ বিশ্বের মোট গমের 12.5 শতাংশ উৎপাদন করেছে ৷ এর বেশিরভাগ ভারতেই ব্যবহার করা হয়েছে ৷ তার পর বিদেশে রফতানি করা হয় ৷ সেই তালিকায় বাংলাদেশও রয়েছে ৷ ভারত ছাড়াও বাংলাদেশ গম আমদানিতে রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল । যেখানে রাশিয়া সিরিয়াল উৎপাদনে তৃতীয়, ইউক্রেন দশম । রাশিয়া গত মাসে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসার পর বিশ্বের বাজারে গমের চাহিদা বেড়েছে । ফলে বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশকে ৷
তাই আওয়ামী লিগের প্রতিনিধি দল বিজেপি নেতৃত্বকে জানিয়েছে যে গম ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রফতানি বন্ধ করা বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করছে ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি ভারত সরকারের কাছে তুলে ধরবেন । শীঘ্রই ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তিনিও সেই সময় গম রফতানির বিষয়টি উত্থাপন করবেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ডিজেল পাইপলাইনের উদ্বোধন মোদি-হাসিনার