ETV Bharat / bharat

PM Narendra Modi: মোদির জন্যই বিশ্বমঞ্চে গুরুত্ব বেড়েছে ভারতের, মন্তব্য জয়শঙ্করের - ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) ৷ রবিবার ওয়াশিংটনে ভারতীয় বংশোদ্ভুত আমেরিকানদের (Indian-Americans) এক আলোচনায় সভায় যোগ দেন ৷ সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্য ভারত সারা বিশ্বে গুরুত্ব পাচ্ছে ৷

External Affairs Minister S Jaishankar says India's voice counts in world because of PM Narendra Modi
PM Narendra Modi: মোদির জন্যই বিশ্বমঞ্চে গুরুত্ব বেড়েছে ভারতের, মন্তব্য জয়শঙ্কর
author img

By

Published : Sep 26, 2022, 2:36 PM IST

Updated : Sep 26, 2022, 3:03 PM IST

ওয়াশিংটন, 26 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্য সারা বিশ্বে এখন গুরুত্ব পাচ্ছে ভারত ৷ গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের মতামতকে ৷ রবিবার এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) ৷

তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন ৷ সেখানে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে (UN General Assembly) যোগ দিতে গিয়েছেন ৷ তাঁর ফাঁকে বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকও করেছেন ৷ সেই বৈঠকগুলি থেকে যে প্রতিক্রিয়া মিলেছে, তার ভিত্তিতেই তিনি এই মন্তব্য করছেন বলেও জয়শঙ্কর জানিয়েছেন ৷

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের ফ্রেন্ডশিপ কাউন্সিল অ্যান্ড ফেডারেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়সপোরা স্টাডিজ-এর তরফে ভারতীয় বংশোদ্ভু মার্কিন নাগরিকদের তরফে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ সেখানেই এই মন্তব্য করেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, ‘‘এখন আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় ৷ আমাদের সময়ের বড় বিষয়গুলিকে সমাধান করার ক্ষমতাও আমাদের হয়েছে ৷ গত ছ’দিনে যে আলোচনা হয়েছে, সেগুলির নির্যাস এটাই ৷’’

সেখানে তাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷ তিনি জানান, এখন বিশ্বের যা অবস্থা, তাতে যেকোনও বড় দ্বন্দ্বই মারাত্মক প্রভাব ফেলে ৷ এক্ষেত্রে যেমন খাবার ও জ্বালানি তেলের দাম বেড়েছে ৷ একই সঙ্গে তাঁর মত, এই সমস্যার সমাধান আগেই অন্যভাবে করা যেত ৷

এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে ওয়াশিংটনে ৷ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় বংশোদ্ভুত আমেরিকানরা (Indian-Americans) এসেছেন ৷ সেখানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন ৷ দুই দেশের সম্পর্ক মজবুত করতে ভারতীয় বংশদ্ভুতদের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন ৷

ভারতীয় বংশোদ্ভুত মার্কিনীদের নেতা ড. ভারত বরাই জয়শঙ্করের প্রশংসা করেছেন ৷ বিজেপির (BJP) বিদেশ বিষয়ক ইন-চার্জ ড. বিজয় চৌতাওয়ালে জানিয়েছেন, জয়শঙ্করের স্পষ্ট মত সারা বিশ্বের কাছে ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে ৷ অন্যদিকে কাশ্মিরী কলামনিট ও রাজনৈতিক ভাষ্যকর সুনন্দা বশিষ্ট আবার বিদেশমন্ত্রীকে ‘রকস্টার’ বলে উল্লেখ করেছেন ৷

অন্যদিকে ওয়াশিংটনে এই অনুষ্ঠান ছাড়াও ভারতের বিদেশমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভিয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ এছাড়া ওই দেশের কর্পোরেট জগতের সদস্য এবং থিঙ্ক-ট্যাঙ্ক কমিউনিটির সঙ্গে বৈঠক করার কথা জয়শঙ্করের ৷

আরও পড়ুন : সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে চিন-পাকিস্তানকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর

ওয়াশিংটন, 26 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্য সারা বিশ্বে এখন গুরুত্ব পাচ্ছে ভারত ৷ গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের মতামতকে ৷ রবিবার এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) ৷

তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন ৷ সেখানে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে (UN General Assembly) যোগ দিতে গিয়েছেন ৷ তাঁর ফাঁকে বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকও করেছেন ৷ সেই বৈঠকগুলি থেকে যে প্রতিক্রিয়া মিলেছে, তার ভিত্তিতেই তিনি এই মন্তব্য করছেন বলেও জয়শঙ্কর জানিয়েছেন ৷

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের ফ্রেন্ডশিপ কাউন্সিল অ্যান্ড ফেডারেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়সপোরা স্টাডিজ-এর তরফে ভারতীয় বংশোদ্ভু মার্কিন নাগরিকদের তরফে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ সেখানেই এই মন্তব্য করেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, ‘‘এখন আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় ৷ আমাদের সময়ের বড় বিষয়গুলিকে সমাধান করার ক্ষমতাও আমাদের হয়েছে ৷ গত ছ’দিনে যে আলোচনা হয়েছে, সেগুলির নির্যাস এটাই ৷’’

সেখানে তাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷ তিনি জানান, এখন বিশ্বের যা অবস্থা, তাতে যেকোনও বড় দ্বন্দ্বই মারাত্মক প্রভাব ফেলে ৷ এক্ষেত্রে যেমন খাবার ও জ্বালানি তেলের দাম বেড়েছে ৷ একই সঙ্গে তাঁর মত, এই সমস্যার সমাধান আগেই অন্যভাবে করা যেত ৷

এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে ওয়াশিংটনে ৷ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় বংশোদ্ভুত আমেরিকানরা (Indian-Americans) এসেছেন ৷ সেখানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন ৷ দুই দেশের সম্পর্ক মজবুত করতে ভারতীয় বংশদ্ভুতদের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন ৷

ভারতীয় বংশোদ্ভুত মার্কিনীদের নেতা ড. ভারত বরাই জয়শঙ্করের প্রশংসা করেছেন ৷ বিজেপির (BJP) বিদেশ বিষয়ক ইন-চার্জ ড. বিজয় চৌতাওয়ালে জানিয়েছেন, জয়শঙ্করের স্পষ্ট মত সারা বিশ্বের কাছে ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে ৷ অন্যদিকে কাশ্মিরী কলামনিট ও রাজনৈতিক ভাষ্যকর সুনন্দা বশিষ্ট আবার বিদেশমন্ত্রীকে ‘রকস্টার’ বলে উল্লেখ করেছেন ৷

অন্যদিকে ওয়াশিংটনে এই অনুষ্ঠান ছাড়াও ভারতের বিদেশমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভিয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ এছাড়া ওই দেশের কর্পোরেট জগতের সদস্য এবং থিঙ্ক-ট্যাঙ্ক কমিউনিটির সঙ্গে বৈঠক করার কথা জয়শঙ্করের ৷

আরও পড়ুন : সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে চিন-পাকিস্তানকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর

Last Updated : Sep 26, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.