ETV Bharat / bharat

S Jaishankar on Bharat: 'সংবিধান বলছে যা ইন্ডিয়া, তাই ভারত', মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের - Prime Minister of Bharat

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে লেখা 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ তাহলে কি ইন্ডিয়া নাম বদলে শুধুই ভারত হয়ে গেল ? এই বিতর্কে তোলপাড় দেশের রাজনীতি ৷ এ বিষয়ে নিজের মত স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

ETV Bharat
ভারত বিতর্কে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:21 AM IST

Updated : Sep 6, 2023, 2:31 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: "সংবিধান বলছে, যা ইন্ডিয়া, তাই ভারত ৷" ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের আবহে এমনই বললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সংবাদসংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডিয়া ও ভারত নিয়ে তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন ৷ আন্তর্জাতিক মহলে ভারত 'ইন্ডিয়া' নামেই পরিচিত ৷ সেখানে জি-20 শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে হঠাৎ 'ভারতের রাষ্ট্রপতি' লেখা নিয়ে নতুন তরজা শুরু হয়েছে ৷

জি-20 সম্মেলনের তোড়জোড় চলছে রাজধানী দিল্লিতে ৷ এর মধ্যে প্রকাশ্যে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া এক নৈশভোজের আমন্ত্রণপত্র ৷ তাতে লেখা রয়েছে, 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ স্বভাবত, এ নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ এদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলই ৷ তৈরি হয়েছে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷ 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠক হয়েছে ৷

  • #WATCH | EAM Dr S Jaishankar speaks on the row over invitation cards to the G20 Summit, mentioning 'Bharat', India/Bharat debate

    "India, that is Bharat - it is there in the Constitution. I would invite everybody to read it...When you say Bharat, in a sense, a meaning and an… pic.twitter.com/5tg6QTK86c

    — ANI (@ANI) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর 5 সেপ্টেম্বর, মাত্র 4দিনে মধ্যে মঙ্গলবার 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা আমন্ত্রণপত্রটি সামনে এসেছে ৷ এই অবস্থায় দেশের নাম 'ইন্ডিয়া' নাকি 'ভারত'- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক তথা বিভিন্ন মহলে ৷ প্রশ্ন উঠছে, 'ইন্ডিয়া' জোটের কারণেই কি এবার দেশের নাম বদলে 'ভারত' করবে বিজেপি সরকার ?

এই বিতর্কিত পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদসংস্থা এএনআইকে বলেন, "সংবিধানে বলা হয়েছে, যা ইন্ডিয়া, তা ভারত ৷ আমি সবাইকে এটা পড়তে অনুরোধ করছি ৷" তিনি আরও বলেন, "ভারত শব্দটি উচ্চারণ করলে তার সঙ্গে যে ধারণা এবং ছবি মনে উঠে আসে সেই একই প্রজ্ঞা নিহিত রয়েছে আমাদের সংবিধানে ৷"

ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিতর্কের মাঝে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই সফর নিয়ে একটি অর্থবহ পোস্ট করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷

আরও পড়ুন: দেশের নাম বদলে 'ভারত' রাখার জল্পনা, 'ইন্ডিয়া'র ব্র্যান্ডভ্যালু মনে করালেন থারুর

তিনি লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী" ৷ এর সঙ্গে একটি পোস্টে লেখা রয়েছে, "7 সেপ্টেম্বর, 2023 তারিখে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার জাকার্তায় 20তম এশিয়ান-ইন্ডিয়া সম্মেলন এবং পূর্ব এশিয়া দেশগুলির 18তম সম্মেলনে যোগ দেবেন ৷" 'ভারতের রাষ্ট্রপতি'র পর এবার 'ভারতের প্রধানমন্ত্রী' শব্দবন্ধে ইন্ডিয়া ও ভারত বিতর্ক আরও জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: "সংবিধান বলছে, যা ইন্ডিয়া, তাই ভারত ৷" ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের আবহে এমনই বললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সংবাদসংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডিয়া ও ভারত নিয়ে তাঁর মতামত স্পষ্ট করে জানিয়েছেন ৷ আন্তর্জাতিক মহলে ভারত 'ইন্ডিয়া' নামেই পরিচিত ৷ সেখানে জি-20 শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে হঠাৎ 'ভারতের রাষ্ট্রপতি' লেখা নিয়ে নতুন তরজা শুরু হয়েছে ৷

জি-20 সম্মেলনের তোড়জোড় চলছে রাজধানী দিল্লিতে ৷ এর মধ্যে প্রকাশ্যে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া এক নৈশভোজের আমন্ত্রণপত্র ৷ তাতে লেখা রয়েছে, 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ স্বভাবত, এ নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ এদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলই ৷ তৈরি হয়েছে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷ 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠক হয়েছে ৷

  • #WATCH | EAM Dr S Jaishankar speaks on the row over invitation cards to the G20 Summit, mentioning 'Bharat', India/Bharat debate

    "India, that is Bharat - it is there in the Constitution. I would invite everybody to read it...When you say Bharat, in a sense, a meaning and an… pic.twitter.com/5tg6QTK86c

    — ANI (@ANI) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর 5 সেপ্টেম্বর, মাত্র 4দিনে মধ্যে মঙ্গলবার 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা আমন্ত্রণপত্রটি সামনে এসেছে ৷ এই অবস্থায় দেশের নাম 'ইন্ডিয়া' নাকি 'ভারত'- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক তথা বিভিন্ন মহলে ৷ প্রশ্ন উঠছে, 'ইন্ডিয়া' জোটের কারণেই কি এবার দেশের নাম বদলে 'ভারত' করবে বিজেপি সরকার ?

এই বিতর্কিত পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদসংস্থা এএনআইকে বলেন, "সংবিধানে বলা হয়েছে, যা ইন্ডিয়া, তা ভারত ৷ আমি সবাইকে এটা পড়তে অনুরোধ করছি ৷" তিনি আরও বলেন, "ভারত শব্দটি উচ্চারণ করলে তার সঙ্গে যে ধারণা এবং ছবি মনে উঠে আসে সেই একই প্রজ্ঞা নিহিত রয়েছে আমাদের সংবিধানে ৷"

ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিতর্কের মাঝে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই সফর নিয়ে একটি অর্থবহ পোস্ট করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷

আরও পড়ুন: দেশের নাম বদলে 'ভারত' রাখার জল্পনা, 'ইন্ডিয়া'র ব্র্যান্ডভ্যালু মনে করালেন থারুর

তিনি লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী" ৷ এর সঙ্গে একটি পোস্টে লেখা রয়েছে, "7 সেপ্টেম্বর, 2023 তারিখে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার জাকার্তায় 20তম এশিয়ান-ইন্ডিয়া সম্মেলন এবং পূর্ব এশিয়া দেশগুলির 18তম সম্মেলনে যোগ দেবেন ৷" 'ভারতের রাষ্ট্রপতি'র পর এবার 'ভারতের প্রধানমন্ত্রী' শব্দবন্ধে ইন্ডিয়া ও ভারত বিতর্ক আরও জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

Last Updated : Sep 6, 2023, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.