সমস্তীপুর, 15 নভেম্বর: বিহারের সমস্তিপুরে ট্রেনের মধ্যে বিস্ফোরণ ৷ জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে ভাগলপুর-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেসে ৷ প্রথমে ট্রেনটির মধ্যে একটি বিস্ফোরণ হয় ও তার পরেই আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন 3 জন ৷ ৷ রেল পুলিশ সূত্রে খবর, এদিন বিস্ফোরণের পরেই ওই ট্রেনটি থেকে ধোঁয়া ওঠতে ও আগুনের শিখা দেখা যায় ৷ আহতদের মধ্যে এক মহিলা ও তাঁর ছেলে রয়েছেন বলেও জানা গিয়েছে ৷ ট্রেনটির জেনারেল কামরায় ওই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে ৷
-
#WATCH | Samastipur, Bihar: A minor explosion was reported in the Bhagalpur-Jaynagar Intercity Express, three people are injured.
— ANI (@ANI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Samastipur Railway Division DSP Naveen Kumar says, "Today at 1:30 pm, the Bhagalpur-Jaynagar Intercity Express arrived here on platform no. 5. After… pic.twitter.com/mgQWprbCRV
">#WATCH | Samastipur, Bihar: A minor explosion was reported in the Bhagalpur-Jaynagar Intercity Express, three people are injured.
— ANI (@ANI) November 15, 2023
Samastipur Railway Division DSP Naveen Kumar says, "Today at 1:30 pm, the Bhagalpur-Jaynagar Intercity Express arrived here on platform no. 5. After… pic.twitter.com/mgQWprbCRV#WATCH | Samastipur, Bihar: A minor explosion was reported in the Bhagalpur-Jaynagar Intercity Express, three people are injured.
— ANI (@ANI) November 15, 2023
Samastipur Railway Division DSP Naveen Kumar says, "Today at 1:30 pm, the Bhagalpur-Jaynagar Intercity Express arrived here on platform no. 5. After… pic.twitter.com/mgQWprbCRV
ঘটনায় পরেই যাত্রীদের মধ্যে হুলস্থুল পড়ে যায় ৷ এই ট্রেন দুর্ঘটনায় আহতের মধ্যে রয়েছেন রীনা দেবি নামে এক মহিলা ৷ বাকি দুই আহতের নাম হল গৌরব ঝা ও কামতা প্রসাদ ৷ পুলিশ জানিয়েছে, দ্বারভাঙা জেলার সিংহবাড়া থানা এলাকার মনিকৌর গ্রামের বাসিন্দা রীনা দেবী ৷ তিনি সুলতানগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন ৷ আহত গৌরভ ঝা সম্পর্কে তাঁর ভাইপো হন ৷
জানা গিয়েছে, ওই মহিলার সিটের নীচে থাকা একটি ব্যাগে বিস্ফোরণ হয় ৷ রেল পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু যাত্রী ট্রেনে কীভাবে বিস্ফোরক নিয়ে কেউ উঠতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এই বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই বিস্ফোরণের পরেই বিস্ফোরক ভরতি আরও কয়েকটি ব্যাগ রেললাইনে ফেলে দেয় ওই অভিযুক্তরা ৷ সেখানেও পরে বিস্ফোরণ হয় ৷ পরে তাদের গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: