ETV Bharat / bharat

PM GatiShakti : একুশ শতকের ভারতকে গতিশক্তি দেবে এই মাস্টার প্ল্যান, বার্তা মোদির - পিএম গতিশক্তি পোর্টাল

গতকাল 'পিএম গতিশক্তি পোর্টাল'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজনৈতিক সদিচ্ছার অভাব দেশের পরিকাঠামো উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ৷ তাই সরকার সমগ্র দেশকে নিয়ে কাজ করার লক্ষ্যে এই পোর্টাল চালু করল, জানালেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই পোর্টাল আসলে কী ? রইল তার সংক্ষিপ্ত বিবরণ ৷

প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Oct 14, 2021, 6:04 PM IST

নয়া দিল্লি, 14 অক্টোবর : আমরা প্রায়ই শুনি কাজ চলছে ৷ যেটা লাল-ফিতের ফাঁস, দেরি আর অকেজো প্রশাসনের সঙ্গে সমার্থক ৷ এবার এগিয়ে যাওয়ার ইচ্ছে, কাজ, সম্পদ, পরিকল্পনা, নির্বাচনের অগ্রগতির সময় এসেছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গতকাল 'পিএম গতিশক্তি পোর্টাল'-এর (PM GatiShakti portal) উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন তিনি ৷ সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক সময় কাজগুলি যথাসময়ে সম্পূর্ণ হয় না ৷ সরকারকে এই দোষমুক্ত করতে বিভিন্ন দফতরগুলিকে ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিশেষত পরিবহণ, জাতীয় সড়ক, রেল, অভ্যন্তরীণ জলপরিবহণ ব্যবস্থা, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং গুদামঘরগুলিকে আরও সক্রিয় করা হবে এই পোর্টালের মাধ্যমে ৷

নতুন পদক্ষেপ

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনও পরিকল্পনা নিলে, তা সংশ্লিষ্ট সব সংস্থাগুলিকে জানানো হবে ৷ ওই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া পর্যন্ত একটি সংস্থা যেন অন্য সংস্থার ভূমিকা সম্পর্কে পুরোপুরি অবহিত থাকে ৷ সব সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করেই পরিকল্পনা রূপায়িত হবে ৷

পিএম গতিশক্তি কী ?

সরকারি সূত্র অনুযায়ী, এটা একটা তথ্য রূপান্তরধর্মী, বিশ্লেষণাত্মক এবং সিদ্ধান্ত সমর্থনকারী সরকারি টুল, যা সামগ্রিক ভাবে প্রজেক্ট বাস্তবায়নে সাহায্য করবে ৷ 'ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিওইনফরমেটিকস' (Bhaskaracharya National Institute for Space Applications and Geoinformatics, BISAG-N) একটি মানচিত্র তৈরি করেছে ৷ এতে কোনও প্রজেক্টের প্রাথমিক পরিকল্পনার জন্য পরিকাঠামো এবং উৎস সংক্রান্ত 200টি স্তরের মানচিত্র রয়েছে ৷ এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ পরিকল্পনা কার্যকর করতে রেল আর সড়ক-সহ 16টি মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে এখানে ৷

  • We always heard - Work in Progress. This became synonymous with red-tapism, delays and ineffective governance.

    Now is the time for:

    Will for progress.

    Work for progress.

    Wealth for progress.

    Plan for progress.

    Preference for progress. pic.twitter.com/DE62yoZGqd

    — Narendra Modi (@narendramodi) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক আইটি টুলের ব্যবহার

বিভিন্ন মন্ত্রকের মধ্যে সংযোগ সাধনে কেন্দ্রীয় সরকার আধুনিক প্রযুক্তি এবং সাম্প্রতিক আইটি টুল ব্যবহারের পরিকল্পনা করেছে ৷ যেমন জিআইএস-নির্ভর (GIS-based) 'এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম' ৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য এতে 200টিরও বেশি প্রমাণ-নির্ভর ধাপ রয়েছে ৷

রুট প্ল্যানিংয়ের জন্য এতে প্ল্যানিং টুল, জমি অধিগ্রহণ, অনুমতি, 'রাইট অফ ওয়ে' এবং যানজট কমানোর টুল রয়েছে ৷ এতে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র (satellite imagery) ব্যবহারের মাধ্যমে সময়ে সময়ে কাজকর্ম কী ভাবে এগোচ্ছে, তা দেখা যাবে একটি ড্যাশবোর্ডে (dashboard) ৷

পরিকাঠামোগত প্রজেক্টগুলির সাম্প্রতিক ম্যাপিং পাওয়ার ব্যবস্থাটি তৈরি করেছে 'বিআইএসএজি-এন' (BISAG-N)৷ এছাড়া ইসরো (ISRO) থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র ও 'সার্ভে অফ ইন্ডিয়া'র (Survey of India) দেওয়া মানচিত্র ব্যবহার করা হবে ৷ 'বিআইএসএজি-এন'-এর মানচিত্রগুলি জনসাধারণও ব্যবহার করতে পারবে, যাতে কোনও প্রজেক্টের পরিকল্পনা এবং তার বাস্তবায়নে তারা অংশগ্রহণ করতে পারে ৷

সাধারণ পরিকল্পনা (Common Planning)

সকলের সাধারণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কোনও প্রজেক্টের ডিজাইন এবং তাকে বাস্তবায়িত করা সম্ভব হবে এই পোর্টালের মাধ্যমে ৷ খরচ বাঁচিয়ে বাধাগুলি দূর করে দ্রুত কাজ শেষ করাই এই জাতীয় মাস্টার প্ল্যানের (National Master Plan) উদ্দেশ্য ৷

কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি শিল্পসংস্থার একযোগে

কোনও পরিকল্পনা রূপায়নে জাতীয়, রাজ্য এবং আঞ্চলিক, তিনটি স্তরে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে তা রূপায়িত হয় ৷ তিনটি স্তরের মধ্যে নিয়মিত যোগাযোগকে সুনিশ্চিত করবে এই পোর্টাল ৷ সরকার জানিয়েছে, এতে একদিকে দেশে জীবনযাপন সহজ সরল হবে, অন্যদিকে বিশ্বের বাজারে ভারতে উৎপাদিত পণ্যের ব্যবসা ও প্রতিযোগিতার বিস্তার ঘটবে ৷

3 টি সময়-পর্ব

সরকার প্রজেক্টগুলিকে 3টি ধরনে ভাগ করেছে ৷ একটা প্ল্যাটফর্মে 2014-15 সময়কালে সম্পূর্ণ হওয়া প্রজেক্টগুলির পুরো তথ্য দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ৷ এর সঙ্গে চলতে থাকা প্রজেক্টগুলির বর্তমান পরিস্থিতিও সেখানে পাওয়া যাবে ৷ দ্বিতীয় সময়কালে 2014-15 থেকে 2020-21-এর মধ্যে সম্পূর্ণ হওয়া প্রজেক্টগুলি বিষয়ে উল্লেখ থাকবে ৷ তৃতীয় সময়কালে, সরকার 2025-26-এর মধ্যে যে প্রজেক্টগুলি শেষ করার লক্ষ্য রেখেছে, সেগুলির উল্লেখ থাকলে ৷

পরিবর্তনের পরামর্শ

প্রয়োজন অনুযায়ী মাস্টার প্ল্যানে কোনও বদল আনতে হলে, তাকে ছাড়পত্র দিতে 'এমপাওয়ার গ্রুপ অফ সেক্রেটারিজ' (Empowered Group of Secretaries, EGoS) তৈরি করবে সরকার ৷ এর চেয়ারম্যান হবেন ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary) ৷

ইজিও-কে সাহায্য করতে 'নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ' ( Network Planning Group, NPG) থাকবে ৷ সব সংশ্লিষ্ট মন্ত্রক এবং দফতরগুলি নিয়ে তৈরি 'নেটওয়ার্ক প্ল্যানিং ডিভিশন'-এর (Network Planning Division) প্রধানরা কোনও পরিকল্পনা, প্রস্তাবের দায়িত্বে থাকবেন ৷

সমগ্র দেশের অংশগ্রহণ

কোনও পরিকাঠামো উন্নয়নে সমগ্র দেশের পদক্ষেপই সরকারের লক্ষ্য৷ এতে সব সংস্থা, কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি একসঙ্গে কাজ করবে, যাতে উন্নয়ন দ্রুত হয় এবং উন্নত মানের হয় ৷ 2 লক্ষ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের মধ্যে নেটওয়ার্ক তৈরি, বন্দরগুলির পণ্য পরিবহণ ক্ষমতা, বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতার বৃদ্ধি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন সরকারের অন্যতম উদ্দেশ্যে ৷

দারিদ্র্য দূরীকরণ

দেশ থেকে দারিদ্র্যতা এবং রোজগারের ক্ষেত্রে বৈষম্যতা দূর করা দেশের পরিকাঠামো উন্নয়নের প্রধান লক্ষ্য ৷ বিশেষত গ্রামাঞ্চলে রাস্তাগুলির মধ্যে সংযোগ সাধন করে কৃষিকে উজ্জীবিত করা ৷ একই ভাবে, আরও ভাল বিদ্যুৎ বণ্টনের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি মানের শিল্পকে সাহায্য করা ৷

নয়া দিল্লি, 14 অক্টোবর : আমরা প্রায়ই শুনি কাজ চলছে ৷ যেটা লাল-ফিতের ফাঁস, দেরি আর অকেজো প্রশাসনের সঙ্গে সমার্থক ৷ এবার এগিয়ে যাওয়ার ইচ্ছে, কাজ, সম্পদ, পরিকল্পনা, নির্বাচনের অগ্রগতির সময় এসেছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গতকাল 'পিএম গতিশক্তি পোর্টাল'-এর (PM GatiShakti portal) উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন তিনি ৷ সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক সময় কাজগুলি যথাসময়ে সম্পূর্ণ হয় না ৷ সরকারকে এই দোষমুক্ত করতে বিভিন্ন দফতরগুলিকে ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিশেষত পরিবহণ, জাতীয় সড়ক, রেল, অভ্যন্তরীণ জলপরিবহণ ব্যবস্থা, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং গুদামঘরগুলিকে আরও সক্রিয় করা হবে এই পোর্টালের মাধ্যমে ৷

নতুন পদক্ষেপ

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনও পরিকল্পনা নিলে, তা সংশ্লিষ্ট সব সংস্থাগুলিকে জানানো হবে ৷ ওই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া পর্যন্ত একটি সংস্থা যেন অন্য সংস্থার ভূমিকা সম্পর্কে পুরোপুরি অবহিত থাকে ৷ সব সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করেই পরিকল্পনা রূপায়িত হবে ৷

পিএম গতিশক্তি কী ?

সরকারি সূত্র অনুযায়ী, এটা একটা তথ্য রূপান্তরধর্মী, বিশ্লেষণাত্মক এবং সিদ্ধান্ত সমর্থনকারী সরকারি টুল, যা সামগ্রিক ভাবে প্রজেক্ট বাস্তবায়নে সাহায্য করবে ৷ 'ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিওইনফরমেটিকস' (Bhaskaracharya National Institute for Space Applications and Geoinformatics, BISAG-N) একটি মানচিত্র তৈরি করেছে ৷ এতে কোনও প্রজেক্টের প্রাথমিক পরিকল্পনার জন্য পরিকাঠামো এবং উৎস সংক্রান্ত 200টি স্তরের মানচিত্র রয়েছে ৷ এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ পরিকল্পনা কার্যকর করতে রেল আর সড়ক-সহ 16টি মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে এখানে ৷

  • We always heard - Work in Progress. This became synonymous with red-tapism, delays and ineffective governance.

    Now is the time for:

    Will for progress.

    Work for progress.

    Wealth for progress.

    Plan for progress.

    Preference for progress. pic.twitter.com/DE62yoZGqd

    — Narendra Modi (@narendramodi) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক আইটি টুলের ব্যবহার

বিভিন্ন মন্ত্রকের মধ্যে সংযোগ সাধনে কেন্দ্রীয় সরকার আধুনিক প্রযুক্তি এবং সাম্প্রতিক আইটি টুল ব্যবহারের পরিকল্পনা করেছে ৷ যেমন জিআইএস-নির্ভর (GIS-based) 'এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম' ৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য এতে 200টিরও বেশি প্রমাণ-নির্ভর ধাপ রয়েছে ৷

রুট প্ল্যানিংয়ের জন্য এতে প্ল্যানিং টুল, জমি অধিগ্রহণ, অনুমতি, 'রাইট অফ ওয়ে' এবং যানজট কমানোর টুল রয়েছে ৷ এতে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র (satellite imagery) ব্যবহারের মাধ্যমে সময়ে সময়ে কাজকর্ম কী ভাবে এগোচ্ছে, তা দেখা যাবে একটি ড্যাশবোর্ডে (dashboard) ৷

পরিকাঠামোগত প্রজেক্টগুলির সাম্প্রতিক ম্যাপিং পাওয়ার ব্যবস্থাটি তৈরি করেছে 'বিআইএসএজি-এন' (BISAG-N)৷ এছাড়া ইসরো (ISRO) থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র ও 'সার্ভে অফ ইন্ডিয়া'র (Survey of India) দেওয়া মানচিত্র ব্যবহার করা হবে ৷ 'বিআইএসএজি-এন'-এর মানচিত্রগুলি জনসাধারণও ব্যবহার করতে পারবে, যাতে কোনও প্রজেক্টের পরিকল্পনা এবং তার বাস্তবায়নে তারা অংশগ্রহণ করতে পারে ৷

সাধারণ পরিকল্পনা (Common Planning)

সকলের সাধারণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কোনও প্রজেক্টের ডিজাইন এবং তাকে বাস্তবায়িত করা সম্ভব হবে এই পোর্টালের মাধ্যমে ৷ খরচ বাঁচিয়ে বাধাগুলি দূর করে দ্রুত কাজ শেষ করাই এই জাতীয় মাস্টার প্ল্যানের (National Master Plan) উদ্দেশ্য ৷

কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি শিল্পসংস্থার একযোগে

কোনও পরিকল্পনা রূপায়নে জাতীয়, রাজ্য এবং আঞ্চলিক, তিনটি স্তরে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে তা রূপায়িত হয় ৷ তিনটি স্তরের মধ্যে নিয়মিত যোগাযোগকে সুনিশ্চিত করবে এই পোর্টাল ৷ সরকার জানিয়েছে, এতে একদিকে দেশে জীবনযাপন সহজ সরল হবে, অন্যদিকে বিশ্বের বাজারে ভারতে উৎপাদিত পণ্যের ব্যবসা ও প্রতিযোগিতার বিস্তার ঘটবে ৷

3 টি সময়-পর্ব

সরকার প্রজেক্টগুলিকে 3টি ধরনে ভাগ করেছে ৷ একটা প্ল্যাটফর্মে 2014-15 সময়কালে সম্পূর্ণ হওয়া প্রজেক্টগুলির পুরো তথ্য দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ৷ এর সঙ্গে চলতে থাকা প্রজেক্টগুলির বর্তমান পরিস্থিতিও সেখানে পাওয়া যাবে ৷ দ্বিতীয় সময়কালে 2014-15 থেকে 2020-21-এর মধ্যে সম্পূর্ণ হওয়া প্রজেক্টগুলি বিষয়ে উল্লেখ থাকবে ৷ তৃতীয় সময়কালে, সরকার 2025-26-এর মধ্যে যে প্রজেক্টগুলি শেষ করার লক্ষ্য রেখেছে, সেগুলির উল্লেখ থাকলে ৷

পরিবর্তনের পরামর্শ

প্রয়োজন অনুযায়ী মাস্টার প্ল্যানে কোনও বদল আনতে হলে, তাকে ছাড়পত্র দিতে 'এমপাওয়ার গ্রুপ অফ সেক্রেটারিজ' (Empowered Group of Secretaries, EGoS) তৈরি করবে সরকার ৷ এর চেয়ারম্যান হবেন ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary) ৷

ইজিও-কে সাহায্য করতে 'নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ' ( Network Planning Group, NPG) থাকবে ৷ সব সংশ্লিষ্ট মন্ত্রক এবং দফতরগুলি নিয়ে তৈরি 'নেটওয়ার্ক প্ল্যানিং ডিভিশন'-এর (Network Planning Division) প্রধানরা কোনও পরিকল্পনা, প্রস্তাবের দায়িত্বে থাকবেন ৷

সমগ্র দেশের অংশগ্রহণ

কোনও পরিকাঠামো উন্নয়নে সমগ্র দেশের পদক্ষেপই সরকারের লক্ষ্য৷ এতে সব সংস্থা, কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি একসঙ্গে কাজ করবে, যাতে উন্নয়ন দ্রুত হয় এবং উন্নত মানের হয় ৷ 2 লক্ষ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের মধ্যে নেটওয়ার্ক তৈরি, বন্দরগুলির পণ্য পরিবহণ ক্ষমতা, বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতার বৃদ্ধি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন সরকারের অন্যতম উদ্দেশ্যে ৷

দারিদ্র্য দূরীকরণ

দেশ থেকে দারিদ্র্যতা এবং রোজগারের ক্ষেত্রে বৈষম্যতা দূর করা দেশের পরিকাঠামো উন্নয়নের প্রধান লক্ষ্য ৷ বিশেষত গ্রামাঞ্চলে রাস্তাগুলির মধ্যে সংযোগ সাধন করে কৃষিকে উজ্জীবিত করা ৷ একই ভাবে, আরও ভাল বিদ্যুৎ বণ্টনের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি মানের শিল্পকে সাহায্য করা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.