ETV Bharat / bharat

Micro Earthquakes in India: ঘন ঘন মৃদু কম্পনই বাঁচাচ্ছে ভারতকে ! - ভূমিকম্প

ভারতে মাঝেমধ্য়েই মৃদু ভূমিকম্প হয় (Micro Earthquakes in India) ৷ বিশেষজ্ঞরা বলছেন, এর জন্যই একাধিক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে আমাদের দেশ ৷

Experts say Micro Earthquakes preventing Large Scale Disasters in India
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 12, 2023, 4:43 PM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ভূপৃষ্ঠের নীচে বিভিন্ন গভীরতায় ঘটে চলা ছোট ছোট কম্পনই ভারতকে (Micro Earthquakes in India) বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে চলেছে ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলছেন, মহাদেশ গঠনকারী টেকটনিক প্লেটগুলির স্থানস্খলনের জেরেই ভূমিকম্প ঘটে ৷ কোনও অংশের প্লেটে আকস্মিক বিরাট পরিবর্তন ঘটলে উঁচু মাত্রার কম্পন ঘটে ৷ যেমনটা ঘটেছে তুরস্কের ক্ষেত্রে ৷ যার জেরে শুধুমাত্র তুরস্ক নয়, পড়শি সিরিয়াকেও ভয়াবহ ধ্বংসের কবলে পড়তে হয়েছে ৷ ভারতেও অতীতে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে ৷ কিন্তু, বিশ্বের এমন বহু দেশ রয়েছে, যেখানে মাঝেমধ্যেই উচ্চ মাত্রার ভূমিকম্প ঘটে ৷ বদলে ভারতের বিভিন্ন অংশে থেকে থেকেই মৃদু কম্পন অনুভূত হয় ৷ ভূবিজ্ঞানী এবং ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই মৃদু কম্পনগুলিই ভারতকে একাধিক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে ৷ আসলে ঘন ঘন মৃদু কম্পনের জেরে টেকটনিক প্লেটগুলি তার উপর পড়া চাপ ধীরে ধীরে বের করে দেয় ৷ এতে সেগুলি তাদের বর্তমান স্থানে ক্রমশ স্থিতিশীল হয়ে পড়ে ৷ ফলে স্থানস্খলনের সম্ভাবনা কমে ৷

কিন্তু, এরপরও যদি আবার ঘটে গুজরাতের ভুজের মতো বিপর্যয় ? বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতি দুর্যোগ আটকানো এককথায় অসম্ভব ৷ তবে, ভারত এই ধরনের বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম ৷ কারণ, ভারতের হাতে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত বাহিনী রয়েছে ৷ সেনাবাহিনী ছাড়াও ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যথেষ্ট দক্ষ ৷ তাছাড়া, ভারতের হাতে পর্যাপ্ত প্রযুক্তি রয়েছে এই ধরনের বিপর্যয় সামাল দেওয়ার জন্য ৷

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল দিল্লি, রিখটার স্কেলে মাত্রা 5.8

তবে, এই বিষয়ে জনতারও অনেক কিছু করার থাকে ৷ বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি তৈরির সময় অবশ্যই ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থাপনা এবং নকশা মেনে চলা উচিত ৷ ভূমিকম্প হলে কী কী করণীয়, সেই বিষয়েও আম-আদমির স্বচ্ছ ধারণা থাকা দরকার ৷ তাতে হতাহতের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় ৷

ভারতের জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্রের ডিরেক্টর ও পি মিশ্র এই প্রসঙ্গে বলেন, "ভারতের পশ্চিমাংশে পাকিস্তান লাগোয়া যে ট্রিপল জংশন রয়েছে, সেই অংশ দিয়ে প্রতিনিয়ত টেকটনিক চাপ নিঃসৃত হয় ৷ অত্যন্ত মৃদু ভূমিকম্পের জন্যই এমনটা ঘটে ৷ যদিও তার মধ্যে কয়েকটির মাত্রা 4 থেকে 5 পর্যন্তও হয় ৷" এই ধরনের কম্পনগুলিই ভারতকে সুরক্ষিত রেখেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা ৷

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ভূপৃষ্ঠের নীচে বিভিন্ন গভীরতায় ঘটে চলা ছোট ছোট কম্পনই ভারতকে (Micro Earthquakes in India) বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে চলেছে ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলছেন, মহাদেশ গঠনকারী টেকটনিক প্লেটগুলির স্থানস্খলনের জেরেই ভূমিকম্প ঘটে ৷ কোনও অংশের প্লেটে আকস্মিক বিরাট পরিবর্তন ঘটলে উঁচু মাত্রার কম্পন ঘটে ৷ যেমনটা ঘটেছে তুরস্কের ক্ষেত্রে ৷ যার জেরে শুধুমাত্র তুরস্ক নয়, পড়শি সিরিয়াকেও ভয়াবহ ধ্বংসের কবলে পড়তে হয়েছে ৷ ভারতেও অতীতে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে ৷ কিন্তু, বিশ্বের এমন বহু দেশ রয়েছে, যেখানে মাঝেমধ্যেই উচ্চ মাত্রার ভূমিকম্প ঘটে ৷ বদলে ভারতের বিভিন্ন অংশে থেকে থেকেই মৃদু কম্পন অনুভূত হয় ৷ ভূবিজ্ঞানী এবং ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই মৃদু কম্পনগুলিই ভারতকে একাধিক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে ৷ আসলে ঘন ঘন মৃদু কম্পনের জেরে টেকটনিক প্লেটগুলি তার উপর পড়া চাপ ধীরে ধীরে বের করে দেয় ৷ এতে সেগুলি তাদের বর্তমান স্থানে ক্রমশ স্থিতিশীল হয়ে পড়ে ৷ ফলে স্থানস্খলনের সম্ভাবনা কমে ৷

কিন্তু, এরপরও যদি আবার ঘটে গুজরাতের ভুজের মতো বিপর্যয় ? বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতি দুর্যোগ আটকানো এককথায় অসম্ভব ৷ তবে, ভারত এই ধরনের বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম ৷ কারণ, ভারতের হাতে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত বাহিনী রয়েছে ৷ সেনাবাহিনী ছাড়াও ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যথেষ্ট দক্ষ ৷ তাছাড়া, ভারতের হাতে পর্যাপ্ত প্রযুক্তি রয়েছে এই ধরনের বিপর্যয় সামাল দেওয়ার জন্য ৷

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল দিল্লি, রিখটার স্কেলে মাত্রা 5.8

তবে, এই বিষয়ে জনতারও অনেক কিছু করার থাকে ৷ বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি তৈরির সময় অবশ্যই ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থাপনা এবং নকশা মেনে চলা উচিত ৷ ভূমিকম্প হলে কী কী করণীয়, সেই বিষয়েও আম-আদমির স্বচ্ছ ধারণা থাকা দরকার ৷ তাতে হতাহতের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় ৷

ভারতের জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্রের ডিরেক্টর ও পি মিশ্র এই প্রসঙ্গে বলেন, "ভারতের পশ্চিমাংশে পাকিস্তান লাগোয়া যে ট্রিপল জংশন রয়েছে, সেই অংশ দিয়ে প্রতিনিয়ত টেকটনিক চাপ নিঃসৃত হয় ৷ অত্যন্ত মৃদু ভূমিকম্পের জন্যই এমনটা ঘটে ৷ যদিও তার মধ্যে কয়েকটির মাত্রা 4 থেকে 5 পর্যন্তও হয় ৷" এই ধরনের কম্পনগুলিই ভারতকে সুরক্ষিত রেখেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.