ETV Bharat / bharat

এবারও 'হাত'ছাড়া মধ্যপ্রদেশ, পদ্ম ফুটছে পুষ্করে ! পাঁচ রাজ্যে এক্সিট পোলে বড় চমক - বিজেপি

Exit polls 5 Assembly Elections: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের এক্সিট পোলে কার্যত একের পর এক চমক ৷ লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের অন্তত বুথ ফেরৎ সমীক্ষা দেখে কিছুটা হলেও চিন্তিত কংগ্রেস-বিজেপি দুই দলই ৷ সমীক্ষায় প্রকাশ দেশের অন্যতম দুই বড় রাজ্য হাতছাড়া হচ্ছে কংগ্রেসের ৷ তেমনই দক্ষিণ ভারতে শক্ত জমিও পেতে চলেছে হাত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:35 PM IST

Updated : Dec 1, 2023, 9:28 AM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর: বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কংগ্রেস-বিজেপি যুযুধান দুই শিবিরের কাছেই ছিল অ্য়াসিড টেস্টের সমান ৷ বৃহস্পতিবারই তেলেঙ্গানা দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ৷ আর সেই ভোট মিটতেই সামনে এসেছে একের পর এক এক্সিট পোল ৷ যদিও অধিকাংশ এক্সিট পোলেই যে ছবিটা ধরা পড়ছে তাতে কোনও দলের নেতারাই সম্পূর্ণভাবে খুশি হতে পারছে না ৷ এক্সিট পোলে ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পূর্বাভাস রয়েছে ৷ একইভাবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পূর্বাভাস বিজেপির পক্ষেই গিয়েছে ৷

সাধারণত উত্তর ভারতের একমাত্র রাজ্য হিসাবে রাজস্থানকেই রাজনৈতিক বিশ্লেষকরা বেছে নেয়, যেখানে পাঁচ বছর অন্তর রায় বদল করে মানুষ ৷ সেই ধারা এবারও অব্যাহত থাকছে বলেই একাধিক সমীক্ষায় উঠে আসছে ৷ একইভাবে এবারও কংগ্রেসের হাতছাড়া হচ্ছে মধ্যপ্রদেশ ৷ ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে পারলেও সমীক্ষা বলছে, এখানেও কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি ৷ তবে কর্ণাটকের পর দক্ষিণ ভারতে জমি আরও শক্তপোক্ত করতে চলেছে কংগ্রেস ৷ পোলস্টাররা ইঙ্গিত দিয়েছেন মিজোরামে, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) কার্যত মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করছে ৷

উল্লেখ্য, এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র 230 সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভাতেই একমাত্র বিজেপির সংখ্য়াগরিষ্ঠতা রয়েছে ৷ কংগ্রেস 200 আসনের রাজস্থান এবং 90 আসনের ছত্তিশগড়ে শাসন করছে। তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং মিজোরামে সরকারে রয়েছে বিজেপি-এমএনএফ। 7 নভেম্বর থেকে শুরু করে আজ 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হযল পাঁচটি রাজ্যের নির্বাচন ৷ ভোট গণনা হবে আগামী 3 ডিসেম্বর।

মধ্যপ্রদেশে 'জন কি বাত' বুথ ফেরৎ সমীক্ষা জানিয়েছে, বিজেপি 100 থেকে 123 আসন এবং কংগ্রেস 102 থেকে 125টি আসন পাবে ৷ রিপাবলিক টিভি-ম্যাট্রিজ বিজেপির ক্ষেত্রে 118 থেকে 130 আসন এবং কংগ্রেসের জন্য 97 থেকে 107 আসনের পূর্বাভাস দিয়েছে। পোলস্ট্রেট জানিয়েছে, এ রাজ্যে বিজেপি 106 থেকে 116 এবং কংগ্রেস 111 থেকে 121টি আসন পাবে। টুডে'স চাণক্য' অবশ্য মধ্যপ্রদেশে বিজেপির বিশাল জয়ের ভবিষ্যদ্বাণী করেছে ৷ তাদের দাবি, এরাজ্যে বিজেপি 151 (প্লাস মাইনাস 12 আসন) এবং কংগ্রেস 74 (প্লাস মাইনাস 12 আসন) পাবে।

রাজস্থানের ক্ষেত্রে ইন্ডিয়া টুডে-মাই ইন্ডিয়া কঠিন প্রতিযোগিতারই পূর্বাভাস দিয়েছে ৷ তাদের দাবি, এরাজ্যে কংগ্রেস 86 থেকে 106 আসন, বিজেপি 80 থেকে 100 আসন এবং অন্যদের 9 থেকে 18 আসন পেতে পারে ৷ 'জন কি বাত পোলস্টার'-এর পূর্বাভাস বিজেপি 100 থেকে 122 এবং কংগ্রেস 62 থেকে 85 আসন পাবে ৷ পোলস্ট্রেট বিজেপির ক্ষেত্রে 100 থেকে 110 এবং কংগ্রেসের জন্য 90 থেকে 100টি আসনের ভবিষ্যদ্বাণী করেছে ৷ টাইমস নাও-ইটিজি পোল রাজস্থানে বিজেপির জন্য 108 থেকে 128 আসন এবং কংগ্রেসের জন্য 56 থেকে 72 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে।

ছত্তিশগড়ের ক্ষেত্রে 'সি ভোটার' বিজেপির ক্ষেত্রে 36 থেকে 48 আসন এবং কংগ্রেসের জন্য 41 থেকে 53 আসন লাভের কথা জানিয়েছে ৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে 36 থেকে 46 আসন এবং কংগ্রেসের জন্য 40 থেকে 50 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, সিএনএক্স বিজেপির জন্য 30 থেকে 40 আসন এবং কংগ্রেসের জন্য 46 থেকে 56 আসন লাভের পূর্বাভাস দিয়েছে। 'জন কি বাত' অনুসারে এ রাজ্যে বিজেপি পাবে 34 থেকে 45 এবং কংগ্রেস পাবে 42 থেকে 53টি আসন।

তেলেঙ্গানার ক্ষেত্রে ইন্ডিয়া টিভি-সিএনএক্স কংগ্রেসের জন্য 63 থেকে 79 আসন, বিআরএস-এর জন্য 31 থেকে 47, বিজেপির জন্য 2 থেকে 4 এবং এমআইএম-এর জন্য 5 জন্য 7 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে ৷ 'জন কি বাত'-এর পূর্বাভাস অনুযায়ী কংগ্রেস 48 থেকে 64 আসন, বিআরএস 40 থেকে 55, বিজেপি 7 থেকে 13 এবং মিম 4 থেকে 7টি আসন পাবে। অন্যদিকে, মিজোরামে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী এমএনএফ 14 থেকে 18, জেএমপি 12 থেকে 16, কংগ্রেস 8 থেকে 10 এবং বিজেপি 2টি আসন পাবে ৷ (পিটিআই)

আরও পড়ুন

  1. কেসিআরের তৃতীয়বার তেলেঙ্গানা জয়! নাকি পরিবর্তন আনবে 3 কোটিরও বেশি ভোটার ?
  2. ওয়ারাঙ্গলগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে স্টেশনে ছোটাছুটি যাত্রীদের
  3. বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'

নয়াদিল্লি, 30 নভেম্বর: বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কংগ্রেস-বিজেপি যুযুধান দুই শিবিরের কাছেই ছিল অ্য়াসিড টেস্টের সমান ৷ বৃহস্পতিবারই তেলেঙ্গানা দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ৷ আর সেই ভোট মিটতেই সামনে এসেছে একের পর এক এক্সিট পোল ৷ যদিও অধিকাংশ এক্সিট পোলেই যে ছবিটা ধরা পড়ছে তাতে কোনও দলের নেতারাই সম্পূর্ণভাবে খুশি হতে পারছে না ৷ এক্সিট পোলে ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পূর্বাভাস রয়েছে ৷ একইভাবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পূর্বাভাস বিজেপির পক্ষেই গিয়েছে ৷

সাধারণত উত্তর ভারতের একমাত্র রাজ্য হিসাবে রাজস্থানকেই রাজনৈতিক বিশ্লেষকরা বেছে নেয়, যেখানে পাঁচ বছর অন্তর রায় বদল করে মানুষ ৷ সেই ধারা এবারও অব্যাহত থাকছে বলেই একাধিক সমীক্ষায় উঠে আসছে ৷ একইভাবে এবারও কংগ্রেসের হাতছাড়া হচ্ছে মধ্যপ্রদেশ ৷ ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে পারলেও সমীক্ষা বলছে, এখানেও কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি ৷ তবে কর্ণাটকের পর দক্ষিণ ভারতে জমি আরও শক্তপোক্ত করতে চলেছে কংগ্রেস ৷ পোলস্টাররা ইঙ্গিত দিয়েছেন মিজোরামে, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) কার্যত মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করছে ৷

উল্লেখ্য, এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র 230 সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভাতেই একমাত্র বিজেপির সংখ্য়াগরিষ্ঠতা রয়েছে ৷ কংগ্রেস 200 আসনের রাজস্থান এবং 90 আসনের ছত্তিশগড়ে শাসন করছে। তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং মিজোরামে সরকারে রয়েছে বিজেপি-এমএনএফ। 7 নভেম্বর থেকে শুরু করে আজ 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হযল পাঁচটি রাজ্যের নির্বাচন ৷ ভোট গণনা হবে আগামী 3 ডিসেম্বর।

মধ্যপ্রদেশে 'জন কি বাত' বুথ ফেরৎ সমীক্ষা জানিয়েছে, বিজেপি 100 থেকে 123 আসন এবং কংগ্রেস 102 থেকে 125টি আসন পাবে ৷ রিপাবলিক টিভি-ম্যাট্রিজ বিজেপির ক্ষেত্রে 118 থেকে 130 আসন এবং কংগ্রেসের জন্য 97 থেকে 107 আসনের পূর্বাভাস দিয়েছে। পোলস্ট্রেট জানিয়েছে, এ রাজ্যে বিজেপি 106 থেকে 116 এবং কংগ্রেস 111 থেকে 121টি আসন পাবে। টুডে'স চাণক্য' অবশ্য মধ্যপ্রদেশে বিজেপির বিশাল জয়ের ভবিষ্যদ্বাণী করেছে ৷ তাদের দাবি, এরাজ্যে বিজেপি 151 (প্লাস মাইনাস 12 আসন) এবং কংগ্রেস 74 (প্লাস মাইনাস 12 আসন) পাবে।

রাজস্থানের ক্ষেত্রে ইন্ডিয়া টুডে-মাই ইন্ডিয়া কঠিন প্রতিযোগিতারই পূর্বাভাস দিয়েছে ৷ তাদের দাবি, এরাজ্যে কংগ্রেস 86 থেকে 106 আসন, বিজেপি 80 থেকে 100 আসন এবং অন্যদের 9 থেকে 18 আসন পেতে পারে ৷ 'জন কি বাত পোলস্টার'-এর পূর্বাভাস বিজেপি 100 থেকে 122 এবং কংগ্রেস 62 থেকে 85 আসন পাবে ৷ পোলস্ট্রেট বিজেপির ক্ষেত্রে 100 থেকে 110 এবং কংগ্রেসের জন্য 90 থেকে 100টি আসনের ভবিষ্যদ্বাণী করেছে ৷ টাইমস নাও-ইটিজি পোল রাজস্থানে বিজেপির জন্য 108 থেকে 128 আসন এবং কংগ্রেসের জন্য 56 থেকে 72 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে।

ছত্তিশগড়ের ক্ষেত্রে 'সি ভোটার' বিজেপির ক্ষেত্রে 36 থেকে 48 আসন এবং কংগ্রেসের জন্য 41 থেকে 53 আসন লাভের কথা জানিয়েছে ৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে 36 থেকে 46 আসন এবং কংগ্রেসের জন্য 40 থেকে 50 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, সিএনএক্স বিজেপির জন্য 30 থেকে 40 আসন এবং কংগ্রেসের জন্য 46 থেকে 56 আসন লাভের পূর্বাভাস দিয়েছে। 'জন কি বাত' অনুসারে এ রাজ্যে বিজেপি পাবে 34 থেকে 45 এবং কংগ্রেস পাবে 42 থেকে 53টি আসন।

তেলেঙ্গানার ক্ষেত্রে ইন্ডিয়া টিভি-সিএনএক্স কংগ্রেসের জন্য 63 থেকে 79 আসন, বিআরএস-এর জন্য 31 থেকে 47, বিজেপির জন্য 2 থেকে 4 এবং এমআইএম-এর জন্য 5 জন্য 7 আসন জয়ের পূর্বাভাস দিয়েছে ৷ 'জন কি বাত'-এর পূর্বাভাস অনুযায়ী কংগ্রেস 48 থেকে 64 আসন, বিআরএস 40 থেকে 55, বিজেপি 7 থেকে 13 এবং মিম 4 থেকে 7টি আসন পাবে। অন্যদিকে, মিজোরামে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী এমএনএফ 14 থেকে 18, জেএমপি 12 থেকে 16, কংগ্রেস 8 থেকে 10 এবং বিজেপি 2টি আসন পাবে ৷ (পিটিআই)

আরও পড়ুন

  1. কেসিআরের তৃতীয়বার তেলেঙ্গানা জয়! নাকি পরিবর্তন আনবে 3 কোটিরও বেশি ভোটার ?
  2. ওয়ারাঙ্গলগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কে স্টেশনে ছোটাছুটি যাত্রীদের
  3. বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'
Last Updated : Dec 1, 2023, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.