চণ্ডীগড়, 28 নভেম্বর: 10 বছর বয়সের একটি শিশুর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার জন্য পঞ্জাব আপ সরকারকে একহাত নিলেন অকালি দলের নেতা (Akali Dal leader) তথা প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া (Former minister Bikram Singh Majithia ) ৷ জানা গিয়েছে, ওই শিশু বন্দুক নিয়ে ছবি পোস্ট করে ৷ আর তাই তার বিরুদ্ধে বন্ধুক সংস্কৃতি প্রচারের অভিযোগ ওঠে ৷
এরপরেই এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Punjab CM Bhagwant Singh Mann) বন্দুক হাতে একটি পুরানো ছবি টুইট করে মাজিথিয়া শিশুটির গ্রেফতারের তীব্র কটাক্ষ করেন ৷ উল্লেখ্য, ইতিমধ্যে পঞ্জাবে বন্দুক সংস্কৃতির বিরুদ্ধে কঠোর আইন চালু হয়েছে ৷ আর তারপরেই শিশুটির বন্ধুক সংস্কৃতি প্রচারের ছবিটি সামনে আসে ।
মাজিথিয়ার শেয়ার করা ছবিতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে একটি ডাবল ব্যারেল বন্দুক ধরে এবং ট্রিগারে আঙুল দিয়ে কিছু লক্ষ্য করতে দেখা গিয়েছে (Ex Minister Majithia tweets pic of CM Mann holding gun)। মাজিথিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, "বন্ধু বন্দুক পছন্দ করেন কিন্তু শিশুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।"
প্রসঙ্গত, কয়েকদিন আগে হালকা মাজিথার কাঠুনাঙ্গল থানার সীমানায় বন্দুক সংস্কৃতি প্রচারের জন্য 10 বছরের এক শিশুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল । পরে জানা গিয়েছে, ছবিটি পুরানো এবং শিশুটির বয়স তখন চার বছর ছিল । শুধু তাই নয়, এই ছবিটি শিশুটি তার কোনও সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেননি ৷ শিশুটির বাবা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, তাও ছয় বছর আগে শেয়ার করেছিলেন ।
আরও পড়ুন: 'খাওয়ানোর টাকা নেই', দু'বছরের শিশুকে খুন বাবার !
বিভ্রান্তি তৈরি হওয়ায় পরে পঞ্জাব সরকারকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হয় । শনিবার সন্ধ্যায় আদেশ জারি করা হয়েছে যে পঞ্জাব পুলিশ আগামী তিনদিনের জন্য অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্ত্র সম্পর্কিত সামাজিক পোস্ট সম্পর্কিত কোনও এফআইআর নথিভুক্ত করবে না । অস্ত্র সংস্কৃতির প্রচার করে এমন ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ার জন্য পঞ্জাবের নারগিকদের তিনদিন সময় দেওয়া হয়েছে ৷ এরমধ্যে তাদের ছবিগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ৷