ETV Bharat / bharat

Qutb Minar Controversy : সূর্য দেখতে কুতুব মিনার গড়েন রাজা বিক্রমাদিত্য, চাঞ্চল্যকর দাবি এএসআই অধিকর্তার

কুতুবউদ্দীন আইবক কিংবা ইলতুতমিস নন, কুতুব মিনার গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য (Qutb Minar was built by Raja Vikramaditya to observe the Sun) ৷ এএসআই-য়ের প্রাক্তন আঞ্চলিক অধিকর্তার এহেন দাবিতে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে ৷

Qutb Minar Controversy News
কুতুবউদ্দীন আইবক কিংবা ইলতুতমিস নন, কুতুব মিনার গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য
author img

By

Published : May 18, 2022, 6:06 PM IST

নয়াদিল্লি, 18 মে : জ্ঞানবাপী মসজিদ বিতর্কের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ তারমধ্যেই ফের চাঞ্চল্যকর দাবি করে বসলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক ৷ এএসআই-য়ের প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মার দাবি, কুতুব মিনার গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য ৷ আর তা বানানোর একমাত্র উদ্দেশ্য, মিনারের চূড়া থেকে সূর্য পর্যবেক্ষণ (Qutb Minar was built by Raja Vikramaditya to observe the Sun) ৷

দিনকয়েক আগেই বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশাল জানিয়েছিলেন, কুতুব মিনার আসলে বিষ্ণুস্তম্ভ ৷ এবার ফের কুতুব মিনারের মাথা থেকে ‘ইসলামীয় স্থাপত্য’-এর তাজ কেড়ে নিলেন আরেকজন ৷ " ধরমববীর বলেন, ‘‘এটা কোনওভাবেই কুতুব মিনার নয়, বরং সূর্যমিনার বলা যেতে পারে ৷ পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য এটির নির্মাণ করেন ৷ আমার কাছে এই সম্পর্কে বেশ কিছু তথ্যপ্রমাণও রয়েছে ৷’’ প্রসঙ্গত, প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে তিনি বেশ কয়েকবার কুতুব মিনার পরিদর্শন করেছেন ।

তাঁর কথায়, ‘‘কুতুব মিনারের চূড়ায় একটি 25 ইঞ্চির স্লোপ (Slop) রয়েছে । কারণ এটি সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল ৷ 21 জুন অয়নকালের সময় অন্তত আধঘণ্টা এই অংশে ছায়া পড়ে না । এটা বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিকভাবে এর ব্যাখ্যাও রয়েছে ৷’’

আরও পড়ুন : ‘শিবলিঙ্গকে সুরক্ষা, নমাজও চলুক’, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট

ইতিহাস বলে, 1198 খ্রীস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দীন আইবক ৷ 1215 খ্রীস্টাব্দে নির্মাণকার্য শেষ করেন তাঁর উত্তরসূরি ইলতুতমিস ৷ শুধু তাই নয়, কুতুব মিনার একটি স্বাধীন কাঠামো ৷ কাছাকাছি কোনও মসজিদও নেই ৷ এমনকী কুতুব মিনারের দরজাও উত্তরমুখী । যা দিয়ে রাতের আকাশে ধ্রুবতারা দেখা যায় ।

প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু পক্ষ সোমবার দাবি করেছে, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ তারপরেই শুরু হয়েছে বিতর্ক ৷ মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শিবলিঙ্গকে সুরক্ষা দিতে হবে ৷ কিন্তু তাতে যেন মুসলিমদের নমাজ পাঠের অধিকারে কোনও বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে ৷ নমাজ যেরকম চলছে, সেভাবেই চলবে ৷

নয়াদিল্লি, 18 মে : জ্ঞানবাপী মসজিদ বিতর্কের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ তারমধ্যেই ফের চাঞ্চল্যকর দাবি করে বসলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক ৷ এএসআই-য়ের প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মার দাবি, কুতুব মিনার গড়েছিলেন রাজা বিক্রমাদিত্য ৷ আর তা বানানোর একমাত্র উদ্দেশ্য, মিনারের চূড়া থেকে সূর্য পর্যবেক্ষণ (Qutb Minar was built by Raja Vikramaditya to observe the Sun) ৷

দিনকয়েক আগেই বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশাল জানিয়েছিলেন, কুতুব মিনার আসলে বিষ্ণুস্তম্ভ ৷ এবার ফের কুতুব মিনারের মাথা থেকে ‘ইসলামীয় স্থাপত্য’-এর তাজ কেড়ে নিলেন আরেকজন ৷ " ধরমববীর বলেন, ‘‘এটা কোনওভাবেই কুতুব মিনার নয়, বরং সূর্যমিনার বলা যেতে পারে ৷ পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য এটির নির্মাণ করেন ৷ আমার কাছে এই সম্পর্কে বেশ কিছু তথ্যপ্রমাণও রয়েছে ৷’’ প্রসঙ্গত, প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে তিনি বেশ কয়েকবার কুতুব মিনার পরিদর্শন করেছেন ।

তাঁর কথায়, ‘‘কুতুব মিনারের চূড়ায় একটি 25 ইঞ্চির স্লোপ (Slop) রয়েছে । কারণ এটি সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল ৷ 21 জুন অয়নকালের সময় অন্তত আধঘণ্টা এই অংশে ছায়া পড়ে না । এটা বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিকভাবে এর ব্যাখ্যাও রয়েছে ৷’’

আরও পড়ুন : ‘শিবলিঙ্গকে সুরক্ষা, নমাজও চলুক’, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট

ইতিহাস বলে, 1198 খ্রীস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দীন আইবক ৷ 1215 খ্রীস্টাব্দে নির্মাণকার্য শেষ করেন তাঁর উত্তরসূরি ইলতুতমিস ৷ শুধু তাই নয়, কুতুব মিনার একটি স্বাধীন কাঠামো ৷ কাছাকাছি কোনও মসজিদও নেই ৷ এমনকী কুতুব মিনারের দরজাও উত্তরমুখী । যা দিয়ে রাতের আকাশে ধ্রুবতারা দেখা যায় ।

প্রসঙ্গত, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু পক্ষ সোমবার দাবি করেছে, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ তারপরেই শুরু হয়েছে বিতর্ক ৷ মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শিবলিঙ্গকে সুরক্ষা দিতে হবে ৷ কিন্তু তাতে যেন মুসলিমদের নমাজ পাঠের অধিকারে কোনও বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে ৷ নমাজ যেরকম চলছে, সেভাবেই চলবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.