ETV Bharat / bharat

যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা - হাথরস

উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যোগী আদিত্য়নাথকে তীব্র আক্রমণ করলেন প্রিয়ঙ্কা গান্ধি। পাশাপাশি সেখানে প্রতিদিন কোনও না কোনও পরিবার বিচারের আশায় থাকেন বলে মন্তব্য় তাঁর।

everyday-one-family-or-the-other-screaming-for-justice-in-up-priyanka-gandhi
প্রিয়ঙ্কা
author img

By

Published : Mar 3, 2021, 5:21 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ : এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। আজ তিনি বলেন, যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচারের জন্য় প্রার্থনা করছে।

হাথরসে কয়েকদিন আগে গুলি করে খুন করা হয় অত্য়াচারিত এক নাবালিকার বাবাকে। অভিযুক্ত ব্য়ক্তি 10 বছর আগে ওই ব্য়ক্তির মেয়েকে শ্লীলতাহানি করেছিল। ঘটনায় 10 বছর জেল খাটে সে। কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে আভিযোগকারিণীর বাবাকে খুন করে।

আরও পড়ুন- বাংলায় প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হাথরসের ঘটনাকে সামনে রেখে তাঁকে একযোগে আক্রমণ তৃণমূলের

এবিষয়ে আজ একটি টুইট করেন প্রিয়ঙ্কা গান্ধি। তিনি লেখেন, "শুধুমাত্র কেস না তোলার জন্য় অভিযোগকারিণীর বাবাকে খুন হতে হয়েছে। প্রতিদিন কোনও না কোনও পরিবার বিচারের জন্য় আর্তি জানাচ্ছে।"

  • हाथरस में छेड़छाड़ के खिलाफ मुक़दमा वापस न लेने वाली एक लड़की के पिता की हत्या कर दी गई। बुलंदशहर में कई दिनों से गायब एक बच्ची का शव एक घर में गड़ा हुआ मिला।

    अपराध को लेकर यूपी भाजपा सरकार के झूठे प्रचार के ठीक विपरीत जमीन पर हर रोज कोई न कोई परिवार न्याय के लिए चीख रहा है।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু প্রিয়ঙ্কা নন, পুরো উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার বিষয়ে আদিত্য়নাথকে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।

নয়াদিল্লি, 3 মার্চ : এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি। আজ তিনি বলেন, যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচারের জন্য় প্রার্থনা করছে।

হাথরসে কয়েকদিন আগে গুলি করে খুন করা হয় অত্য়াচারিত এক নাবালিকার বাবাকে। অভিযুক্ত ব্য়ক্তি 10 বছর আগে ওই ব্য়ক্তির মেয়েকে শ্লীলতাহানি করেছিল। ঘটনায় 10 বছর জেল খাটে সে। কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে আভিযোগকারিণীর বাবাকে খুন করে।

আরও পড়ুন- বাংলায় প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হাথরসের ঘটনাকে সামনে রেখে তাঁকে একযোগে আক্রমণ তৃণমূলের

এবিষয়ে আজ একটি টুইট করেন প্রিয়ঙ্কা গান্ধি। তিনি লেখেন, "শুধুমাত্র কেস না তোলার জন্য় অভিযোগকারিণীর বাবাকে খুন হতে হয়েছে। প্রতিদিন কোনও না কোনও পরিবার বিচারের জন্য় আর্তি জানাচ্ছে।"

  • हाथरस में छेड़छाड़ के खिलाफ मुक़दमा वापस न लेने वाली एक लड़की के पिता की हत्या कर दी गई। बुलंदशहर में कई दिनों से गायब एक बच्ची का शव एक घर में गड़ा हुआ मिला।

    अपराध को लेकर यूपी भाजपा सरकार के झूठे प्रचार के ठीक विपरीत जमीन पर हर रोज कोई न कोई परिवार न्याय के लिए चीख रहा है।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু প্রিয়ঙ্কা নন, পুরো উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার বিষয়ে আদিত্য়নাথকে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.