হায়দরাবাদ, 4 মার্চ : ইটিভি ভারতের মুকুটে আরও একটা পালক যুক্ত হল ৷ ডিজিটাল ডিভাইডের ক্ষেত্রে ভালো খবর পরিবেশন করা নিয়ে ইটিভি ভারত একটি পুরস্কার জিতে নিয়েছে ৷ ওই পুরস্কারটি হল ‘ডাব্লুএএন-ইএফআরএ সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2020’ ৷ নিউজ লিটারেসি বিভাগে সেরা প্রজেক্ট করার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে ৷
অবহেলিত, গরিব, গ্রামীণ অংশের মানুষের সঙ্গে শহরের সম্পদশালী ও মধ্যবিত্তদের মধ্যে যে ফারাক তৈরি হয়, তার তুলনাকেই বলা হচ্ছে ডিজিটাল ডিভাইড ৷
তথ্যের আদানপ্রদানের ক্ষেত্রে অনলাইন শিক্ষা এখন প্রধান উৎস হয়ে উঠেছে ৷ কোভিড-19 এর জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার জেরে সম্পদের হিসেবে যাঁরা একেবারে নিচের দিকে থাকেন, তাঁরা সুযোগ হারিয়েছেন ৷ ইউনেস্কো-র 2020 সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে কোভিড-19 60 শতাংশ পড়ুয়ার উপর প্রভাব ফেলেছে ৷ আর সরকারি শিক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়েছেন অনেকেই ৷
সারা দেশে ছাত্রছাত্রীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, সেটাই তুলে ধরা হয়েছিল ৷ অবহেলিত শিশুরা অনলাইন শিক্ষার অভাবে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছিল অনেক বিস্তৃত ভাবে ৷ ইটিভি ভারত তুলে ধরেছিল যে পর্যাপ্ত ও কার্যকরী কানেক্টিভিটি তৈরি করে প্রযুক্তিগত সমস্যা দূর করার জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলিকে এগিয়ে আসতে হবে ৷ যার ফলে দেশের বিভিন্ন অংশে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল ৷ এই পরিস্থিতি সংশোধন করার জন্য রাজনৈতিক প্রশাসন ও বেসরকারি ক্ষেত্রগুলি এগিয়ে এসেছিল ৷
আরও পড়ুন : নয়া সংসদ থেকে সুড়ঙ্গ পথে বাড়িতে যাতায়াত প্রধানমন্ত্রী-উপরাষ্ট্রপতির
ইটিভি ভারত দেশের সবচেয়ে বড় ডিজিটাল নেটওয়ার্ক হওয়ার সুবাদে ভারতের প্রতিটি কোনা থেকে খবর তুলে এনেছিল এবং যাঁদের জন্য বলার কেউ নেই, তাঁদের কথা প্রকাশ করেছিল ৷ এই পুরস্কার এমন সংবাদ প্রকাশকদের স্বীকৃতি দেয়, যারা আজকের দিনে মানুষ কীভাবে তথ্য ও খবর সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়ে, তা নিয়ে তাদের মোট খবরের একটি অংশকে ডিজিটাল মিডিয়া এবং মোবাইল স্ট্রাটেজি হিসেবে ব্যবহার করে ৷