ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 8th DEC: লক্ষ্মীবারে অর্থবিনিয়োগ শুভ কোন কোন রাশির, জানুন রাশিফলে - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 8th DEC) ৷

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 8, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আপনি আজ নিজের জিনিস সম্পর্কে সচেতন থাকবেন ৷ অন্যদের সঙ্গে ভাগ করার বিষয়ে কম উৎসাহী হবেন । ভালোবাসার ক্ষেত্রে আপনার সময় ভালো কাটবে, আপনার বিবাহিত জীবনও বিকশিত হবে । ভালোবাসার মানুষের যত্ন নিন । আজ দিনটি আপনাকে বাস্তব ও কল্পনাতীত পুরস্কারে পুরস্কৃত করতে পারে । আজ আপনার মনে অস্থিরতা কম থাকবে ৷ আজ সারাদিন আনন্দে কাটবে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: টাকা নিয়ে আজ আপনি বেশি চিন্তিত থাকবেন । আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন, কাজেই অর্থের শক্তি উপভোগ করুন । আপনার দরদাম করার দক্ষতা আপনাকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে পারে । আপনি আজ কল্পনাপ্রবণ হবেন আর প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার চেষ্টা করবেন । স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়ামও করতে পারেন ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ দিনটি আপনার জন্যে খুব অর্থবহ এবং ফলপ্রসূ নাও হতে পারে ৷ যদিও আপনি দিনের শেষে নিজের সঙ্গে ভালো সময় কাটাবেন, সেটি আপনার পছন্দ অনুযায়ী নাও হতে পারে । বিকেলের দিকে আপনার নিজেকে অতিরিক্ত সংবেদনশীল মনে হতে পারে । আপনি অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ করতে পারেন । কাজের জায়গায় আজ আপনার দিনটি কঠিন হতে পারে । ঠান্ডা মাথায় সেই কঠিন পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি আপনার উদ্ভাবনী শক্তিতে ভরপুর থাকবেন । সাফল্যের স্বাদ পাবেন এবং সেটি আপনার সহকর্মী আর পরিবারের লোকজনের কাছে আনন্দের কারণ হবে । অভিজ্ঞতার মূল্য অনেক এবং আপনি যদি কোনও কাজ নতুন করে শুরু করেন, তাবে সেখানে আপনাকে বাধার সামনে পড়তে হতে পারে । আজ আপনি আবেগের দ্বারা চালিত হয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য দামি উপহার কিনতে পারেন ৷ যার কারণে আপনার টাকাপয়সার টানাটানি হতে পারে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আপনি সকলের কাছে উদাহরণ স্বরূপ । আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে । আপনি ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকবেন । আপনি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন কাজে । আপনি দক্ষতার সঙ্গে নানা কাজ সম্পন্ন করবেন । কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে ৷

Etv Bharat Horoscope
মিথুন

কন্যা: আপনার ব্যবসায়িক বিচারবুদ্ধির পরীক্ষা হবে সেরকম কাজ করুন ৷ বিশেষত যারা মূলধন ও আর্থিক ব্যবসার সঙ্গে জড়িত । সমস্যার সমাধানের জন্য আপনি প্রচলিত কোনও উপায় খুঁজে বার করবেন ৷ নিশ্চিন্ত থাকুন, তা খুবই ভালো কাজ করবে । আপনি হয়ত জটিলতা, চিন্তা ও উদ্বেগে থাকবেন আজ। বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো দিন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: কাজের ক্ষেত্রে আজ আপনি নানা মিটিং, আলাপ-আলোচনায় ব্যস্ত থাকবেন ৷ যা কিনা আপনার জন্য ভালোই হবে । এর ফলে আপনার চিন্তা কমবে ও মানসিক ভাবে নিজেকে মুক্ত মনে হবে । আজ আপনি বেশি সক্রিয় ও প্রাণবন্তও থাকবেন ৷ ফলে অনেক বেশি কাজ করতে পারবেন । আজ আপনার মেজাজ খুবই ভালো থাকবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার অনুকূলে যাবে না । আজ অর্থ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ব্যবসা ও যৌথ উদ্যোগের ব্যাপারে আপনাকে হয়ত একটু বেশি অপেক্ষা করতে হবে । যদিও নিরাশ হয়ে পড়বেন না, কেননা সবুরে মেওয়া ফলে । কোনওরকম বিবাদে জড়িয়ে পড়বেন না । আপনার সঙ্গীর উপদেশ শুনুন ৷ যে কোনও সমস্যা অবিলম্বে মিটিয়ে ফেলতে পারবেন । ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য নিয়ে আসুন । কর্মক্ষেত্রে জরুরি কোনও মিটিং ভালো ভাবেই শেষ হবে । সময়সূচির পরিকল্পনা করুন ও তা ভালোভাবে পরিমার্জনা করুন ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার সহনশীলতা বাড়ান ৷ কাছের মানুষদের নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হবে । যদিও আশেপাশের সকলকে খুশি করা সম্ভব না । আপনার প্রিয় মানুষদের সাহায্য করেই আপনি খুশি থাকতে পারেন । আজ আপনি অলস হয়ে বসে থাকবেন না । আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে কাজ করতে চান, তবে জমা-খরচের হিসাব করুন, এর ফলে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন ।

Etv Bharat Horoscope
মকর

মকর: আজ আপনি ভাগ্যবান । স্টক ও শেয়ারে লেনদেন করা ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক ৷ কিন্তু জীবনসঙ্গীকে কৃতিত্ব দিতে ভুলবেন না ৷ কেননা তাদের ভাগ্যের কারণেই আপনার সময় এত ভালো যাবে । ভালোবাসার মানুষের প্রতি আপনার বিশ্বাস বাড়বে । সীমাবদ্ধতা আপনি ভালোই বোঝেন ৷ ফলে সবকিছু নিয়ে আপনি বাস্তববাদী এবং নিজের সাধ্যের বাইরে যাবেন না ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: রুটিনে সহজ একটি পরিবর্তন আনতে বলা হচ্ছে এবং তাতেই সব ঠিক হয়ে যাবে । অতীতের কৃতিত্বের জন্য আপনি পরিচিতি ও পুরস্কার পাবেন । যদিও সেই কারণে আত্মতুষ্ট হয়ে পড়বেন না । পরিশ্রমই মোক্ষলাভের নিশ্চিত পথ ৷ সাংসারিক জীবনে সমস্যায় জড়িয়ে থাকবেন । প্রিয়তমের সঙ্গে হওয়া সমস্যাগুলির সমাধান করলে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হবে । জীবনে সঠিক ভারসাম্য নিয়ে আসতে হবে ।

Etv Bharat Horoscope
মীন

মীন: প্রশান্তি আপনার সহজাত ৷ আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খুবই আবেগপ্রবণ এবং আপনি দায়িত্ব নিয়ে তা রক্ষা করেন । আপনি হয়ত আপনার প্রিয়তমকে যথেষ্ট সময়ে দেবেন না । অনমনীয় হবেন না, কাছের লোকজনরা দুঃখ পেতে পারেন । আপনার প্রিয়তমের কথা শুনুন, তাতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে । আজ আপনি শুধু হৃদয়ের কথাই শুনবেন না, মাথা ও যুক্তিও ব্যবহার করবেন।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আপনি আজ নিজের জিনিস সম্পর্কে সচেতন থাকবেন ৷ অন্যদের সঙ্গে ভাগ করার বিষয়ে কম উৎসাহী হবেন । ভালোবাসার ক্ষেত্রে আপনার সময় ভালো কাটবে, আপনার বিবাহিত জীবনও বিকশিত হবে । ভালোবাসার মানুষের যত্ন নিন । আজ দিনটি আপনাকে বাস্তব ও কল্পনাতীত পুরস্কারে পুরস্কৃত করতে পারে । আজ আপনার মনে অস্থিরতা কম থাকবে ৷ আজ সারাদিন আনন্দে কাটবে ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: টাকা নিয়ে আজ আপনি বেশি চিন্তিত থাকবেন । আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন, কাজেই অর্থের শক্তি উপভোগ করুন । আপনার দরদাম করার দক্ষতা আপনাকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে পারে । আপনি আজ কল্পনাপ্রবণ হবেন আর প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার চেষ্টা করবেন । স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়ামও করতে পারেন ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ দিনটি আপনার জন্যে খুব অর্থবহ এবং ফলপ্রসূ নাও হতে পারে ৷ যদিও আপনি দিনের শেষে নিজের সঙ্গে ভালো সময় কাটাবেন, সেটি আপনার পছন্দ অনুযায়ী নাও হতে পারে । বিকেলের দিকে আপনার নিজেকে অতিরিক্ত সংবেদনশীল মনে হতে পারে । আপনি অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ করতে পারেন । কাজের জায়গায় আজ আপনার দিনটি কঠিন হতে পারে । ঠান্ডা মাথায় সেই কঠিন পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি আপনার উদ্ভাবনী শক্তিতে ভরপুর থাকবেন । সাফল্যের স্বাদ পাবেন এবং সেটি আপনার সহকর্মী আর পরিবারের লোকজনের কাছে আনন্দের কারণ হবে । অভিজ্ঞতার মূল্য অনেক এবং আপনি যদি কোনও কাজ নতুন করে শুরু করেন, তাবে সেখানে আপনাকে বাধার সামনে পড়তে হতে পারে । আজ আপনি আবেগের দ্বারা চালিত হয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য দামি উপহার কিনতে পারেন ৷ যার কারণে আপনার টাকাপয়সার টানাটানি হতে পারে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আপনি সকলের কাছে উদাহরণ স্বরূপ । আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে । আপনি ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকবেন । আপনি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন কাজে । আপনি দক্ষতার সঙ্গে নানা কাজ সম্পন্ন করবেন । কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে ৷

Etv Bharat Horoscope
মিথুন

কন্যা: আপনার ব্যবসায়িক বিচারবুদ্ধির পরীক্ষা হবে সেরকম কাজ করুন ৷ বিশেষত যারা মূলধন ও আর্থিক ব্যবসার সঙ্গে জড়িত । সমস্যার সমাধানের জন্য আপনি প্রচলিত কোনও উপায় খুঁজে বার করবেন ৷ নিশ্চিন্ত থাকুন, তা খুবই ভালো কাজ করবে । আপনি হয়ত জটিলতা, চিন্তা ও উদ্বেগে থাকবেন আজ। বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো দিন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: কাজের ক্ষেত্রে আজ আপনি নানা মিটিং, আলাপ-আলোচনায় ব্যস্ত থাকবেন ৷ যা কিনা আপনার জন্য ভালোই হবে । এর ফলে আপনার চিন্তা কমবে ও মানসিক ভাবে নিজেকে মুক্ত মনে হবে । আজ আপনি বেশি সক্রিয় ও প্রাণবন্তও থাকবেন ৷ ফলে অনেক বেশি কাজ করতে পারবেন । আজ আপনার মেজাজ খুবই ভালো থাকবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার অনুকূলে যাবে না । আজ অর্থ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ব্যবসা ও যৌথ উদ্যোগের ব্যাপারে আপনাকে হয়ত একটু বেশি অপেক্ষা করতে হবে । যদিও নিরাশ হয়ে পড়বেন না, কেননা সবুরে মেওয়া ফলে । কোনওরকম বিবাদে জড়িয়ে পড়বেন না । আপনার সঙ্গীর উপদেশ শুনুন ৷ যে কোনও সমস্যা অবিলম্বে মিটিয়ে ফেলতে পারবেন । ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য নিয়ে আসুন । কর্মক্ষেত্রে জরুরি কোনও মিটিং ভালো ভাবেই শেষ হবে । সময়সূচির পরিকল্পনা করুন ও তা ভালোভাবে পরিমার্জনা করুন ।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার সহনশীলতা বাড়ান ৷ কাছের মানুষদের নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হবে । যদিও আশেপাশের সকলকে খুশি করা সম্ভব না । আপনার প্রিয় মানুষদের সাহায্য করেই আপনি খুশি থাকতে পারেন । আজ আপনি অলস হয়ে বসে থাকবেন না । আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে কাজ করতে চান, তবে জমা-খরচের হিসাব করুন, এর ফলে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন ।

Etv Bharat Horoscope
মকর

মকর: আজ আপনি ভাগ্যবান । স্টক ও শেয়ারে লেনদেন করা ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক ৷ কিন্তু জীবনসঙ্গীকে কৃতিত্ব দিতে ভুলবেন না ৷ কেননা তাদের ভাগ্যের কারণেই আপনার সময় এত ভালো যাবে । ভালোবাসার মানুষের প্রতি আপনার বিশ্বাস বাড়বে । সীমাবদ্ধতা আপনি ভালোই বোঝেন ৷ ফলে সবকিছু নিয়ে আপনি বাস্তববাদী এবং নিজের সাধ্যের বাইরে যাবেন না ।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: রুটিনে সহজ একটি পরিবর্তন আনতে বলা হচ্ছে এবং তাতেই সব ঠিক হয়ে যাবে । অতীতের কৃতিত্বের জন্য আপনি পরিচিতি ও পুরস্কার পাবেন । যদিও সেই কারণে আত্মতুষ্ট হয়ে পড়বেন না । পরিশ্রমই মোক্ষলাভের নিশ্চিত পথ ৷ সাংসারিক জীবনে সমস্যায় জড়িয়ে থাকবেন । প্রিয়তমের সঙ্গে হওয়া সমস্যাগুলির সমাধান করলে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হবে । জীবনে সঠিক ভারসাম্য নিয়ে আসতে হবে ।

Etv Bharat Horoscope
মীন

মীন: প্রশান্তি আপনার সহজাত ৷ আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খুবই আবেগপ্রবণ এবং আপনি দায়িত্ব নিয়ে তা রক্ষা করেন । আপনি হয়ত আপনার প্রিয়তমকে যথেষ্ট সময়ে দেবেন না । অনমনীয় হবেন না, কাছের লোকজনরা দুঃখ পেতে পারেন । আপনার প্রিয়তমের কথা শুনুন, তাতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে । আজ আপনি শুধু হৃদয়ের কথাই শুনবেন না, মাথা ও যুক্তিও ব্যবহার করবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.