ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 3rd Jan: জীবন সঙ্গীর ভাগ্য়ে সাফল্য কোন রাশির, জানুন রাশিফলে - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 3rd Jan ) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jan 3, 2023, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি যে কাজই করবেন, তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন । যে কাজ আপনি করতে চান, তাতে বেশি মনোযোগ দিন এবং দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে । আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে । এই পর্যায়ে, আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবেন । আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে, স্থিতিশীল আর্থিক গ্রাফ পাওয়ার ইচ্ছা বাড়বে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনি প্রত্যয়ী ও নিশ্চিত মনোভাব নিয়ে ঘুম থেকে উঠবেন । সতর্ক থাকুন, কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে । আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব হয়ে দাঁড়াবে । কর্মক্ষেত্রের চাপের কারণে আজ অনেকটা সময় ব্যয় হবে । স্বাস্থ্য ও সুস্থতা আজ সব থেকে প্রাধান্য পাবে । খুবই স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন । একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে । আপনার চেপে রাখা আবেগ ও আকাঙ্ক্ষা, বুদ্ধিগত শিক্ষাও সামনে বেরিয়ে আসবে । এই চ্যালেঞ্জিং দিনে আপনাকে হয়ত পরিশ্রম করতে হবে । দ্রুত ফল চাইলে, আপনাকে হতাশ হতে হবে । আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু গ্রহগুলি ততটা অনুকূলে নেই । ভালো কাজ করে যান আগামিকাল ভালো হবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: অন্য লোকজন সম্ভবত আপনাকে খিটখিটে ও কপট মনে হবে । নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন । যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তাহলে অন্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না । ওপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন । যখনই মনে হবে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখনই লম্বা শ্বাস নিন ও দেখবেন তা থেকেও বেরিয়ে আসছেন ৷ আজ কাজের চাপ বেশি থাকবে ঠিকই, কিন্তু আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: ঘর সাজিয়ে বা সংস্কারের কাজ হাতে নিয়ে, আপনি নিজের বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন । আপনি ফেলে জিনিস থেকে অসাধারণ কাজে লাগাবেন ও আপনার বাড়ির পরিবেশ উন্নত করার জন্য দারুণ কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন । আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন । আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকার ফলে ৷ আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন । আজ আপনি সৃজনশীল বোধ করবেন ৷ আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন । ভাগ্য আপনার সহায় থাকবে ৷ আপনি ঝুঁকি নিয়েছিলেন, এরকম কিছু কিছু বিষয়ে ফল পাবেন । যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী থাকবেন । আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে । খরচ সম্বন্ধে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে । কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনি ব্যস্ত থাকবেন ও কাজের ক্ষেত্রে লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন । আপনার উদ্যমের মাত্রা উচ্চতার শিখরে থাকবে । সামাজিক ও ব্যক্তিগত জীবনেও আপনি সঠিক ভারসাম্য নিয়ে আসতে পারবেন । যদিও শারীরিকভাবে ক্লান্তিকর কাজ করার জন্য আজ দিনটি ভালো নয় । আর্থিক বিষয়ের ক্ষেত্রেও আজ দিনটি শুভ নয় । অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে আপনাকে বারণ করা হচ্ছে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার সঙ্গীর প্রভাবশালী ও কর্তৃত্ব ফলানো স্বভাব আজ আপনার বিরক্তির কারণ হতে পারে । সে ক্ষেত্রে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন । যদিও আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে বৃহত্তর বিষয়ের দিকে নজর রেখে, একসঙ্গে বসে ব্যক্তিত্বের কারণে হওয়া দ্বন্দ্ব ও ঝগড়াগুলিকে মিটিয়ে ফেলুন । কর্মক্ষেত্র চাপ সৃষ্টি হতে পারে ৷ ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক ভারসাম্য আপনাকে চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আপনার মনে আজ ধর্মীয় ভাব জাগতে পারে । নিজেকে সময় দিন এবং নির্জনতায় কিছু মুহূর্ত ব্যয় করুন । ঝামেলা দূরে সরিয়ে রাখুন ৷ যা যেভাবে ঘটছে ঘটতে দিন । নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি আদর্শ দিন । শান্ত মন, ভালো স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে । আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: ঈশ্বর তাদেরই সাহায্য করেন, যারা নিজেদের সাহায্য করে ৷ আপনার আন্তরিক প্রচেষ্টার আজ ভালো ফল পাবেন । আপনি যদি শেয়ার এবং স্টক নিয়ে কাজ করেন, তাহলে আজ আপনার দিনটি ভালো যাবে । জীবনসঙ্গীর ভাগ্যেই আপনার সাফল্য আসবে , সুতরাং তাকে তার কৃতিত্ব দিন । দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবার জন্য ভালো, যদিও জমিজমায় বিনিয়োগ না করাই ভালো । অবসরের কার্যকলাপের পিছনে অর্থ ব্যয় হতে পারে ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার মাথায় নানা নতুন ধারণা আসে, আপনি চাইবেন সেগুলি দিয়ে পৃথিবীকে আরও ভালো করে তুলতে । দলে কাজ করার সময়ে আপনি নিজেকে নিঙড়ে দেবেন ৷ অসাধারণ পরিকল্পনা এবং সমাধান নিয়ে আসবেন । বেশ কিছু সময় ধরে, বিভিন্ন কাজের কারণে আপনি অনেক পরিশ্রম করেছেন, তাই এখন নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সময় এসেছে । প্রযুক্তিগত কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন । আজ দিনটি সিস্টেম এবং সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যাগুলি সংশোধন বা সমাধানের জন্য ভালো ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার বাড়ি এবং পরিবার আপনার কাছে খুবই মূল্যবান ৷ বেশ কিছু সমস্যা ধিকিধিকি জ্বলছে ৷ যার মুখোমুখি আজ আপনাকে হতে হবে । আপনি সমস্যা থেকে পালিয়ে যেতে পারবেন না ৷ সামান্য ঘটনাকে বিশাল ঘটনায় পরিণত করবেন না । টাকাপয়সা সংক্রান্ত বা যুক্তি দিয়ে ভাবতে হয় এমন বিষয় সম্বন্ধে কোনও সিদ্ধান্ত নেওয়ার এটিই আদর্শ সময় ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ আপনি যে কাজই করবেন, তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন । যে কাজ আপনি করতে চান, তাতে বেশি মনোযোগ দিন এবং দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে । আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে । এই পর্যায়ে, আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবেন । আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে, স্থিতিশীল আর্থিক গ্রাফ পাওয়ার ইচ্ছা বাড়বে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনি প্রত্যয়ী ও নিশ্চিত মনোভাব নিয়ে ঘুম থেকে উঠবেন । সতর্ক থাকুন, কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে । আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব হয়ে দাঁড়াবে । কর্মক্ষেত্রের চাপের কারণে আজ অনেকটা সময় ব্যয় হবে । স্বাস্থ্য ও সুস্থতা আজ সব থেকে প্রাধান্য পাবে । খুবই স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন । একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে । আপনার চেপে রাখা আবেগ ও আকাঙ্ক্ষা, বুদ্ধিগত শিক্ষাও সামনে বেরিয়ে আসবে । এই চ্যালেঞ্জিং দিনে আপনাকে হয়ত পরিশ্রম করতে হবে । দ্রুত ফল চাইলে, আপনাকে হতাশ হতে হবে । আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু গ্রহগুলি ততটা অনুকূলে নেই । ভালো কাজ করে যান আগামিকাল ভালো হবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: অন্য লোকজন সম্ভবত আপনাকে খিটখিটে ও কপট মনে হবে । নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন । যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তাহলে অন্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না । ওপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন । যখনই মনে হবে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখনই লম্বা শ্বাস নিন ও দেখবেন তা থেকেও বেরিয়ে আসছেন ৷ আজ কাজের চাপ বেশি থাকবে ঠিকই, কিন্তু আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: ঘর সাজিয়ে বা সংস্কারের কাজ হাতে নিয়ে, আপনি নিজের বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন । আপনি ফেলে জিনিস থেকে অসাধারণ কাজে লাগাবেন ও আপনার বাড়ির পরিবেশ উন্নত করার জন্য দারুণ কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন । আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন । আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকার ফলে ৷ আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন । আজ আপনি সৃজনশীল বোধ করবেন ৷ আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন । ভাগ্য আপনার সহায় থাকবে ৷ আপনি ঝুঁকি নিয়েছিলেন, এরকম কিছু কিছু বিষয়ে ফল পাবেন । যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী থাকবেন । আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে । খরচ সম্বন্ধে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে । কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনি ব্যস্ত থাকবেন ও কাজের ক্ষেত্রে লক্ষ্যগুলি অর্জন করতে পারবেন । আপনার উদ্যমের মাত্রা উচ্চতার শিখরে থাকবে । সামাজিক ও ব্যক্তিগত জীবনেও আপনি সঠিক ভারসাম্য নিয়ে আসতে পারবেন । যদিও শারীরিকভাবে ক্লান্তিকর কাজ করার জন্য আজ দিনটি ভালো নয় । আর্থিক বিষয়ের ক্ষেত্রেও আজ দিনটি শুভ নয় । অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে আপনাকে বারণ করা হচ্ছে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার সঙ্গীর প্রভাবশালী ও কর্তৃত্ব ফলানো স্বভাব আজ আপনার বিরক্তির কারণ হতে পারে । সে ক্ষেত্রে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন । যদিও আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে বৃহত্তর বিষয়ের দিকে নজর রেখে, একসঙ্গে বসে ব্যক্তিত্বের কারণে হওয়া দ্বন্দ্ব ও ঝগড়াগুলিকে মিটিয়ে ফেলুন । কর্মক্ষেত্র চাপ সৃষ্টি হতে পারে ৷ ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক ভারসাম্য আপনাকে চাপের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আপনার মনে আজ ধর্মীয় ভাব জাগতে পারে । নিজেকে সময় দিন এবং নির্জনতায় কিছু মুহূর্ত ব্যয় করুন । ঝামেলা দূরে সরিয়ে রাখুন ৷ যা যেভাবে ঘটছে ঘটতে দিন । নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য এটি একটি আদর্শ দিন । শান্ত মন, ভালো স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে । আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: ঈশ্বর তাদেরই সাহায্য করেন, যারা নিজেদের সাহায্য করে ৷ আপনার আন্তরিক প্রচেষ্টার আজ ভালো ফল পাবেন । আপনি যদি শেয়ার এবং স্টক নিয়ে কাজ করেন, তাহলে আজ আপনার দিনটি ভালো যাবে । জীবনসঙ্গীর ভাগ্যেই আপনার সাফল্য আসবে , সুতরাং তাকে তার কৃতিত্ব দিন । দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবার জন্য ভালো, যদিও জমিজমায় বিনিয়োগ না করাই ভালো । অবসরের কার্যকলাপের পিছনে অর্থ ব্যয় হতে পারে ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার মাথায় নানা নতুন ধারণা আসে, আপনি চাইবেন সেগুলি দিয়ে পৃথিবীকে আরও ভালো করে তুলতে । দলে কাজ করার সময়ে আপনি নিজেকে নিঙড়ে দেবেন ৷ অসাধারণ পরিকল্পনা এবং সমাধান নিয়ে আসবেন । বেশ কিছু সময় ধরে, বিভিন্ন কাজের কারণে আপনি অনেক পরিশ্রম করেছেন, তাই এখন নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সময় এসেছে । প্রযুক্তিগত কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন । আজ দিনটি সিস্টেম এবং সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যাগুলি সংশোধন বা সমাধানের জন্য ভালো ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার বাড়ি এবং পরিবার আপনার কাছে খুবই মূল্যবান ৷ বেশ কিছু সমস্যা ধিকিধিকি জ্বলছে ৷ যার মুখোমুখি আজ আপনাকে হতে হবে । আপনি সমস্যা থেকে পালিয়ে যেতে পারবেন না ৷ সামান্য ঘটনাকে বিশাল ঘটনায় পরিণত করবেন না । টাকাপয়সা সংক্রান্ত বা যুক্তি দিয়ে ভাবতে হয় এমন বিষয় সম্বন্ধে কোনও সিদ্ধান্ত নেওয়ার এটিই আদর্শ সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.