ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 30th Nov: আজ প্রেমের জেয়ারে ভাসবেন কারা, জানুন রাশিফলে - ETV Bharat Horoscope for 30th November

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 30th Nov) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Nov 30, 2022, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন ৷ আপনার সঙ্গীও বন্ধুত্বপূর্ণ মেজাজে থাকবেন ৷ আজই আপনার সব ঋণ শোধ করে দেওয়ার সঠিক সময়। বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ভালো সময়। টাকা-পয়সার ব্যাপারে আপনি বেশি বিচার-বিবেচনা করতে পারবেন না ৷ তবে বিচারবুদ্ধি একেবারে হারিয়েও ফেলবেন না। আপনি একসঙ্গে অনেক বেশি জিনিসের প্রতি মনোযোগ দিচ্ছেন। বাকি পড়ে থাকা কাজগুলি শেষ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার সঙ্গীও আপনার পেশাগত জীবনের উন্নতিতে খুশি। প্রিয় মানুষকে খুশি করতে কিছু কোয়ালিটি টাইম কাটালে আপনারা দু’জন একে অপরের আরও কাছাকাছি আসতে পারবেন। আর্থিক বিষয় সামলানোর ক্ষেত্রে আপনি নিজের দক্ষতা দেখাবেন। আপনাকে কেউ ঠকাতে পারবে না। তবে, কোনওরকম আকর্ষণীয় লাভজনক প্রস্তাব গ্রহণ করার আগে তা নিয়ে দু’বার ভাবুন। সৃজনশীল চিন্তা-ভাবনার জন্য পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বাকি থাকা কাজ শেষ করা এবং সমস্ত বাধা-বিপত্তি দক্ষ হাতে মোকাবিলা করার সম্ভাবনা আছে।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রিয়জনের সঙ্গে আজ আপনার কোনও ঝগড়া করার মানসিকতা থাকবে না ৷ অশান্তি হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন। অফিসের নতুন কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার কেনার জন্য এটাই আদর্শ সময়। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন কাজের জগতে কুশলী ব্যক্তিদের সান্নিধ্যে এসে। আপনার মস্তিষ্ক আজ অত্যন্ত সক্রিয় থাকবে। আপনি বেশ মজার কথা বলবেন। আপনার কঠোর প্রচেষ্টা আপনাকে সফল করে তুলবে।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি গুরুগম্ভীর ৷ আপনার মেজাজ খারাপ এমনকী নিজের প্রেমের ক্ষেত্রেও আপনি চুপচাপ থাকবেন। যাইহোক, আপনার বুদ্ধিমান সঙ্গী আপনার মনোভাব বুঝতে পারবে ৷ কর্মক্ষেত্রে আজ বেশ ঝামেলার দিন। কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আজ আপনাকে বেশ জেরবার থাকতে হবে। কিছু সহজ কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও অনেক বেশি পরিশ্রম করতে হবে। নিজেকে সংযত রাখুন, আপনার গ্রহের অবস্থান শীঘই পরিবর্তন হবে ৷

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার সঙ্গী আজ আপনার চিন্তাভাবনার উপর কর্তৃত্ব করবে। অন্যদিকে, আজ আপনার শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখা দরকার। আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়তো কিছু বিষয়ে আপনাকে সম্মতি জানাতে হবে। যাইহোক, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। সবথেকে ভালো হয় যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। নিজের শারীরিক সুস্থতা বজায় রাখুন ৷ অতিরিক্ত পরিশ্রমের কাজ না করাই ভালো। এখনকার ফেলে রাখা কাজ শেষ করার দিকে বেশি মনোযোগ দিন।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আজ আপনার খুব একটা আগ্রহ থাকবে না ৷ আপনার মনে হবে যে সম্পর্ক ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর মূহূর্ত কাটাতে ইচ্ছুক হবেন। আপনার প্রিয়তম-র সঙ্গে এই মূহূর্তটা বিচ্ছেদের নয়। কিছু উন্নতমানের প্রোজেক্টের চিন্তাভাবনা করা হবে। আপনি বুঝতে পারবেন কিভাবে জটিল পরিস্থিতির সমাধান করতে হয় ৷ বুদ্ধিবলে সমস্যা সমাধানের উপায় বার করতে পারবেন। আপনি মিটিংয়ে খোলামেলা থাকবেন।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনার অভিন্নহৃদয় বন্ধুকে আপনি কৃতজ্ঞতা জানাতে চাইবেন। আপনার আজ খুব রোম্যান্টিক মনে হবে নিজেকে ৷ চাইবেন দু’জনে একটি মনোরম মধুময় সময় কাটাতে। কাজ সহজ করার জন্য আপনি নতুন নতুন ধারণা বাস্তবায়িত করার কথা ভাববেন। এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনার আগামিদিনের কেরিয়ারে উন্নতিতেও সাহায্য করবে। নতুন করে কোনও কাজ হাতে নিলেও আপনার প্রতিদিনের দায়িত্ব অবহেলা করা উচিত নয়। সব মিলিয়ে দিনটি মোটের উপর ভালো।

ETV Bharat Horoscope
বৃ্শ্চিক

বৃশ্চিক: গৃহকর্মের দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকেও আরও মনোযোগী হতে হবে। খুব তুচ্ছ বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতানৈক্য সৃষ্টি হতে পারে। গৃহে ও কর্মক্ষেত্রে আজ আপনার সমতা বজায় রাখাতে হবে। আজ চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হবেন আপনি। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ৷ আপনার নিজেকে বিশৃঙ্খল মনে হবে। আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজের কার্যক্ষমতা প্রমাণ করতে হবে।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: রোমান্স্যের ব্যাপারে আপনি হয়ত অসাধারণ কোনও আইডিয়া ভেবে বার করবেন। সঙ্গীর উৎসাহে আপনি প্রেমের খেলায় মাতবেন ৷ যা আপনাদের মধ্যে মজবুত সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। আজ আপনি কোনও সফরের পরিকল্পনা করবেন, যার থেকে লাভজনক ফল পাবেন। মাথা খাটানোর ফলে মানসিক চাপে পড়তে পারেন ৷ কর্মক্ষেত্রে আপনি পেশাদারী সমর্থন পাবেন। এছাড়াও আপনি প্রাসঙ্গিক তথ্য ও জ্ঞান সংগ্রহ করবেন যা আপনার হাতে থাকা কাজ সামলাতে সাহায্য করবে।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার জীবনসঙ্গীকে ভালো রাখার জন্য আপনাকে অতিরিক্ত যত্ন নিতে হবে। যদি আপনি টেকনিক্যাল কাজে যুক্ত থাকেন তবে আপনাকে ভবিষ্যতের কার্যকারিতা সুনিশ্চিত করতে চেষ্টা করতে হবে। আপনি মিটিংয়ের পর লাঞ্চের পরিকল্পনা করতে পারেন ৷ একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে চাপ আরও বাড়তে পারে। শারীরিকভাবে আপনি ফিট থাকবেন। নতুন নতুন প্রোজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহী। যদি আপনি ইতিবাচক মনোভাবাপন্ন হন তাহলে দিনটি খুব চাপযুক্ত হবে না।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: একটা রোম্যান্টিক সন্ধ্যে দুই প্রেমিক হৃদয়কে কাছাকাছি এনে দেবে। বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করা আপনার আজ মূল লক্ষ্য। আপনার মনোমুগ্ধকর স্বভাব আপনার সঙ্গীকে আকৃষ্ট করবে। উচ্চ কর্মশক্তির স্ফূরণ আনন্দপূর্ণ কাজের পরিবেশ সুনিশ্চিত করবে। আপনার ইতিবাচক ব্যক্তিত্বের কারণে মিটিংয়ে অন্যান্য কর্মীদের মধ্যে একটা সৃজনশীল চিন্তাধারার স্ফূরণ ঘটবে। আপনার চারপাশে থাকা মানুষজনের উপর আপনি যথেষ্ট রেখাপাত করবেন।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার স্বজ্ঞাত কর্মশক্তি আপনার সঙ্গীকে সম্মোহিত করবে আপনার কাছে তাকে টেনে আনতে এবং তার অনুভূতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে। আপনার সহজাত প্রবৃত্তি সব বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পেশাগত জীবনে আপনি আজ সৌভাগ্যশালী হতে পারবেন না। আ্রপনাকে কিছু গভীর প্রচেষ্টা চালাতে হতে পারে। তবুও, টার্গেটগুলো হয়তো পূরণ হবে না। আপনার আবেগ সংযত করতে হবে যাতে সম্পর্কটা সহজ হয়ে উঠতে পারে।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন ৷ আপনার সঙ্গীও বন্ধুত্বপূর্ণ মেজাজে থাকবেন ৷ আজই আপনার সব ঋণ শোধ করে দেওয়ার সঠিক সময়। বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ভালো সময়। টাকা-পয়সার ব্যাপারে আপনি বেশি বিচার-বিবেচনা করতে পারবেন না ৷ তবে বিচারবুদ্ধি একেবারে হারিয়েও ফেলবেন না। আপনি একসঙ্গে অনেক বেশি জিনিসের প্রতি মনোযোগ দিচ্ছেন। বাকি পড়ে থাকা কাজগুলি শেষ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার সঙ্গীও আপনার পেশাগত জীবনের উন্নতিতে খুশি। প্রিয় মানুষকে খুশি করতে কিছু কোয়ালিটি টাইম কাটালে আপনারা দু’জন একে অপরের আরও কাছাকাছি আসতে পারবেন। আর্থিক বিষয় সামলানোর ক্ষেত্রে আপনি নিজের দক্ষতা দেখাবেন। আপনাকে কেউ ঠকাতে পারবে না। তবে, কোনওরকম আকর্ষণীয় লাভজনক প্রস্তাব গ্রহণ করার আগে তা নিয়ে দু’বার ভাবুন। সৃজনশীল চিন্তা-ভাবনার জন্য পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বাকি থাকা কাজ শেষ করা এবং সমস্ত বাধা-বিপত্তি দক্ষ হাতে মোকাবিলা করার সম্ভাবনা আছে।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার প্রিয়জনের সঙ্গে আজ আপনার কোনও ঝগড়া করার মানসিকতা থাকবে না ৷ অশান্তি হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন। অফিসের নতুন কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার কেনার জন্য এটাই আদর্শ সময়। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন কাজের জগতে কুশলী ব্যক্তিদের সান্নিধ্যে এসে। আপনার মস্তিষ্ক আজ অত্যন্ত সক্রিয় থাকবে। আপনি বেশ মজার কথা বলবেন। আপনার কঠোর প্রচেষ্টা আপনাকে সফল করে তুলবে।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনি গুরুগম্ভীর ৷ আপনার মেজাজ খারাপ এমনকী নিজের প্রেমের ক্ষেত্রেও আপনি চুপচাপ থাকবেন। যাইহোক, আপনার বুদ্ধিমান সঙ্গী আপনার মনোভাব বুঝতে পারবে ৷ কর্মক্ষেত্রে আজ বেশ ঝামেলার দিন। কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আজ আপনাকে বেশ জেরবার থাকতে হবে। কিছু সহজ কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও অনেক বেশি পরিশ্রম করতে হবে। নিজেকে সংযত রাখুন, আপনার গ্রহের অবস্থান শীঘই পরিবর্তন হবে ৷

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার সঙ্গী আজ আপনার চিন্তাভাবনার উপর কর্তৃত্ব করবে। অন্যদিকে, আজ আপনার শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখা দরকার। আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়তো কিছু বিষয়ে আপনাকে সম্মতি জানাতে হবে। যাইহোক, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। সবথেকে ভালো হয় যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। নিজের শারীরিক সুস্থতা বজায় রাখুন ৷ অতিরিক্ত পরিশ্রমের কাজ না করাই ভালো। এখনকার ফেলে রাখা কাজ শেষ করার দিকে বেশি মনোযোগ দিন।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আজ আপনার খুব একটা আগ্রহ থাকবে না ৷ আপনার মনে হবে যে সম্পর্ক ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর মূহূর্ত কাটাতে ইচ্ছুক হবেন। আপনার প্রিয়তম-র সঙ্গে এই মূহূর্তটা বিচ্ছেদের নয়। কিছু উন্নতমানের প্রোজেক্টের চিন্তাভাবনা করা হবে। আপনি বুঝতে পারবেন কিভাবে জটিল পরিস্থিতির সমাধান করতে হয় ৷ বুদ্ধিবলে সমস্যা সমাধানের উপায় বার করতে পারবেন। আপনি মিটিংয়ে খোলামেলা থাকবেন।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনার অভিন্নহৃদয় বন্ধুকে আপনি কৃতজ্ঞতা জানাতে চাইবেন। আপনার আজ খুব রোম্যান্টিক মনে হবে নিজেকে ৷ চাইবেন দু’জনে একটি মনোরম মধুময় সময় কাটাতে। কাজ সহজ করার জন্য আপনি নতুন নতুন ধারণা বাস্তবায়িত করার কথা ভাববেন। এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনার আগামিদিনের কেরিয়ারে উন্নতিতেও সাহায্য করবে। নতুন করে কোনও কাজ হাতে নিলেও আপনার প্রতিদিনের দায়িত্ব অবহেলা করা উচিত নয়। সব মিলিয়ে দিনটি মোটের উপর ভালো।

ETV Bharat Horoscope
বৃ্শ্চিক

বৃশ্চিক: গৃহকর্মের দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকেও আরও মনোযোগী হতে হবে। খুব তুচ্ছ বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতানৈক্য সৃষ্টি হতে পারে। গৃহে ও কর্মক্ষেত্রে আজ আপনার সমতা বজায় রাখাতে হবে। আজ চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হবেন আপনি। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ৷ আপনার নিজেকে বিশৃঙ্খল মনে হবে। আপনাকে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজের কার্যক্ষমতা প্রমাণ করতে হবে।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: রোমান্স্যের ব্যাপারে আপনি হয়ত অসাধারণ কোনও আইডিয়া ভেবে বার করবেন। সঙ্গীর উৎসাহে আপনি প্রেমের খেলায় মাতবেন ৷ যা আপনাদের মধ্যে মজবুত সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। আজ আপনি কোনও সফরের পরিকল্পনা করবেন, যার থেকে লাভজনক ফল পাবেন। মাথা খাটানোর ফলে মানসিক চাপে পড়তে পারেন ৷ কর্মক্ষেত্রে আপনি পেশাদারী সমর্থন পাবেন। এছাড়াও আপনি প্রাসঙ্গিক তথ্য ও জ্ঞান সংগ্রহ করবেন যা আপনার হাতে থাকা কাজ সামলাতে সাহায্য করবে।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার জীবনসঙ্গীকে ভালো রাখার জন্য আপনাকে অতিরিক্ত যত্ন নিতে হবে। যদি আপনি টেকনিক্যাল কাজে যুক্ত থাকেন তবে আপনাকে ভবিষ্যতের কার্যকারিতা সুনিশ্চিত করতে চেষ্টা করতে হবে। আপনি মিটিংয়ের পর লাঞ্চের পরিকল্পনা করতে পারেন ৷ একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে চাপ আরও বাড়তে পারে। শারীরিকভাবে আপনি ফিট থাকবেন। নতুন নতুন প্রোজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহী। যদি আপনি ইতিবাচক মনোভাবাপন্ন হন তাহলে দিনটি খুব চাপযুক্ত হবে না।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: একটা রোম্যান্টিক সন্ধ্যে দুই প্রেমিক হৃদয়কে কাছাকাছি এনে দেবে। বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করা আপনার আজ মূল লক্ষ্য। আপনার মনোমুগ্ধকর স্বভাব আপনার সঙ্গীকে আকৃষ্ট করবে। উচ্চ কর্মশক্তির স্ফূরণ আনন্দপূর্ণ কাজের পরিবেশ সুনিশ্চিত করবে। আপনার ইতিবাচক ব্যক্তিত্বের কারণে মিটিংয়ে অন্যান্য কর্মীদের মধ্যে একটা সৃজনশীল চিন্তাধারার স্ফূরণ ঘটবে। আপনার চারপাশে থাকা মানুষজনের উপর আপনি যথেষ্ট রেখাপাত করবেন।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার স্বজ্ঞাত কর্মশক্তি আপনার সঙ্গীকে সম্মোহিত করবে আপনার কাছে তাকে টেনে আনতে এবং তার অনুভূতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে। আপনার সহজাত প্রবৃত্তি সব বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পেশাগত জীবনে আপনি আজ সৌভাগ্যশালী হতে পারবেন না। আ্রপনাকে কিছু গভীর প্রচেষ্টা চালাতে হতে পারে। তবুও, টার্গেটগুলো হয়তো পূরণ হবে না। আপনার আবেগ সংযত করতে হবে যাতে সম্পর্কটা সহজ হয়ে উঠতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.