ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 26th Dec: সরকারি চাকুরিজীবীদের উন্নতির যোগ, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 26th DEC) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 26, 2022, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ কাল আপনি কাজ আর সামাজিক জীবন নিয়ে খুবই ব্যস্ত থাকেন । এবার নিজের ভালোর জন্য কিছু করতে শুরু করুন । আপনার স্বাস্থ্য চিন্তার বিষয় হয়ে উঠবে । আপনি ক্লান্তবোধ করলে সবকিছু থেকে একটু বিরতি নিন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনার অর্থ অপচয়ের সম্ভবনা আছে । আপনি আজ বেহিসাবী ও বেপরোয়া হয়ে উঠতে পারেন । আপনার ব্যয় আপনার আয়কে অতিক্রম করে যাবে । বুঝে শুনে খরচ করুন । অপ্রয়োজনীয় বা খুব ব্যয়বহুল কিছু না কেনা, লোকসান নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করতে পারে । তবে কর্মক্ষেত্রে সুসংবাদ আজ আপনার মনকে আনন্দিত করতে পারে । ব্যক্তিগত জীবনে কোনও বিবাদের সমাধান হওয়ার সম্ভাবনা আছে । দুঃখের বিষয়, স্বাস্থ্য আপনাকে আজ উদ্বিগ্ন করতে পারে ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: সম্পর্কের বিচারে বলা যায়, আপনি কোনও তুচ্ছ বিষয়ে আজ তর্ক করতে চাইবেন না এবং অনেক বেশি ক্ষমাশিল হয়ে উঠবেন । আপনি আপনার জীবনের রোম্যান্স বজায় রাখতে বদ্ধপরিকর ৷ আপনার সঙ্গীও আজ অত্যন্ত খুশি থাকবেন । কিছু অর্থনৈতিক চাপে থাকতে পারেন ৷ আপনি কাজের ক্ষেত্রেও খুব একটা পারদর্শিতা দেখাতে পারবেন না । আগামিকালের জন্য আপনি নতুন কিছু আশা রাখতে পারেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার জীবনসঙ্গী ঘরে আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন ৷ প্রচুর কাজের চাপ সত্ত্বেও, আপনি দিনের শেষটা একটু আনন্দে কাটাতে পারেন । আপনাকে টাকার জন্য বেশি কোনও সংকোচ করতে হবে না, আজ আপনি অনেক বেশি বাস্তববাদী । হিসেবের ক্ষেত্রে আপনার বাস্তববাদী মনোভাব আপনাকে টাকা জমাতে সাহায্য করবে । আপনার স্বাস্থ্যকল্যাণের ক্ষেত্রে দিনটি গড়পড়তা যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: কিছু কিছু প্রতিশ্রুতি হাওয়ার ফিসফিসের মতো, কখনোই তা পূরণ হয় না । মনে রাখবেন প্রতিদিন যেমন রবিবার নয়, আপনিও সেরকম প্রতিবার জিততে পারবেন না । জীবনকে চাপ-মুক্ত রাখার উপায় হল ধৈর্য ও বোধশক্তি । আজ সারাদিন আপনি কাজে ব্যস্ত থাকেবন।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: যদি কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার সঠিক সময়ের জন্য আপনি অপেক্ষা করে থাকেন, তাহলে আজ আপনি ভালোভাবে নিজের মনভাব জানাতে পারেন । পুরনো লগ্নিতেও আজ ভালো রিটার্ন আসবে। কারণ গ্রহনক্ষত্রগত অবস্থানের কারণে আজ আপনার কাছে অনেক সুযোগ আসবে । আপনার সহজাত দক্ষতা আপনাকে আরও রোজগার করতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: সরকারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আজ দিনটি আপনার জন্য লাভজনক হবে । খুব সম্ভবত সরকারি চাকরিজীবীরা তাদের কাজের জন্য উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক কিছু পাবেন । সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ আপনাকে বিব্রত করতে পারে । আজ মানসিক চাপ সামলানো খুব কঠিন হয়ে যাবে । আপনাকে শুধু বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে । আর্থিক বিষয় নিয়ে আজ আপনি খুবই সতর্ক থাকবেন । স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও বড় সমস্যার সম্ভাবনা নেই ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ব্যবসায়িক সঙ্গীরা আজ আপনার জীবনে সম্পদ হয়ে দেখা দেবেন । কোনও রকম দ্বিধা বা দোটানা ছাড়াই, আপনি যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করবেন । পরিশ্রম ও উৎসাহ সাফল্য অর্জনের খুব ভালো উপায় । আপনার দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধি ওপরওয়ালাদের প্রশংসা পাবে । আপনি হয়ত বাড়ি সংস্কারের জন্য অর্থ খরচ করবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আজ মেজাজ খুবই খারাপ থাকবে । রাগের ওপর লাগাম পরান ও নিয়ন্ত্রণে রাখুন । যাই হোক, এটি কোথাও না কোথাও গিয়ে থামবে । তখন, শক্ত হয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করুন । আজ ব্যক্তিগত ঋণ দিতে আপনার আপত্তি থাকবে না ৷ তবে পরিশোধ করতে বা ঋণ ফেরত দিতে আপনি চিন্তিত হবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনার অভিমত মানুষের কাছে শ্রদ্ধার বিষয় হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার অসাধারণ বুদ্ধিমত্তা যে শুধু অসাধারণ ফল দেবে তাই নয়, আপনার মূল্যবান উপদেশ আপনার কাছের সঙ্গীদেরও তাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে । আপনার নানা সমস্যা আসতে পারে, কিন্তু তাতে আপনার চিন্তার কোনও কারণ নেই । আপনি প্রিয়তমকে সময় দিতে না পারলেও তার সঙ্গে আপনার মানসিক সম্পর্ক একইরকম মজবুত থাকবে । স্বাস্থ্যের দিক থেকে আজ খুবই ভালো দিন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার প্রেমের সম্পর্কের মধ্যে আপনি চাপ অনুভব করবেন, কাজেই অতীতের ভুল থেকে শেখার এটা সঠিক সময় । আপনার মানসিকতায় পরিবর্তন আনলে তা সম্পর্কে সঙ্গতি বজায় রাখতে সাহায্য করবে । আজ কিছু আর্থিক সমস্যা দেখা দিতে পারে । যদিও আপনি আর্থিক বিষয়গুলিকে গুরুত্ব দেবেন, তাও খরচ কমানো আপনার জন্য সমস্যা হতে পারে । পেশার ক্ষেত্রে আপনার সমস্যাগুলি অন্যদের তুচ্ছ মনে হবে । রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন ও ব্যক্তিগত সমস্যাগুলি ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলার চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ দিনটি অন্তত একঘেয়ে কাটবে না ৷ আজ বিবাহের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবেন ভালোবাসার মানুষকে । আপনার অর্থনৈতিক কৃতিত্বকে মানুষ তারিফ করবে । যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এটাই তাহলে নেটওয়ার্কিং বিস্তারের সেরা সময় । বন্ধুরা এবং সহকর্মীরা আপনার প্রশংসা করবে ৷ যেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে লাভবান করতে পারে । অফিসে আপনার কাজ প্রশংসা লাভ করবে ৷ এটা আপনার কর্মস্বীকৃতিকে অনুপ্রাণিত করবে ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আজ কাল আপনি কাজ আর সামাজিক জীবন নিয়ে খুবই ব্যস্ত থাকেন । এবার নিজের ভালোর জন্য কিছু করতে শুরু করুন । আপনার স্বাস্থ্য চিন্তার বিষয় হয়ে উঠবে । আপনি ক্লান্তবোধ করলে সবকিছু থেকে একটু বিরতি নিন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আজ আপনার অর্থ অপচয়ের সম্ভবনা আছে । আপনি আজ বেহিসাবী ও বেপরোয়া হয়ে উঠতে পারেন । আপনার ব্যয় আপনার আয়কে অতিক্রম করে যাবে । বুঝে শুনে খরচ করুন । অপ্রয়োজনীয় বা খুব ব্যয়বহুল কিছু না কেনা, লোকসান নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করতে পারে । তবে কর্মক্ষেত্রে সুসংবাদ আজ আপনার মনকে আনন্দিত করতে পারে । ব্যক্তিগত জীবনে কোনও বিবাদের সমাধান হওয়ার সম্ভাবনা আছে । দুঃখের বিষয়, স্বাস্থ্য আপনাকে আজ উদ্বিগ্ন করতে পারে ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: সম্পর্কের বিচারে বলা যায়, আপনি কোনও তুচ্ছ বিষয়ে আজ তর্ক করতে চাইবেন না এবং অনেক বেশি ক্ষমাশিল হয়ে উঠবেন । আপনি আপনার জীবনের রোম্যান্স বজায় রাখতে বদ্ধপরিকর ৷ আপনার সঙ্গীও আজ অত্যন্ত খুশি থাকবেন । কিছু অর্থনৈতিক চাপে থাকতে পারেন ৷ আপনি কাজের ক্ষেত্রেও খুব একটা পারদর্শিতা দেখাতে পারবেন না । আগামিকালের জন্য আপনি নতুন কিছু আশা রাখতে পারেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার জীবনসঙ্গী ঘরে আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন ৷ প্রচুর কাজের চাপ সত্ত্বেও, আপনি দিনের শেষটা একটু আনন্দে কাটাতে পারেন । আপনাকে টাকার জন্য বেশি কোনও সংকোচ করতে হবে না, আজ আপনি অনেক বেশি বাস্তববাদী । হিসেবের ক্ষেত্রে আপনার বাস্তববাদী মনোভাব আপনাকে টাকা জমাতে সাহায্য করবে । আপনার স্বাস্থ্যকল্যাণের ক্ষেত্রে দিনটি গড়পড়তা যাবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: কিছু কিছু প্রতিশ্রুতি হাওয়ার ফিসফিসের মতো, কখনোই তা পূরণ হয় না । মনে রাখবেন প্রতিদিন যেমন রবিবার নয়, আপনিও সেরকম প্রতিবার জিততে পারবেন না । জীবনকে চাপ-মুক্ত রাখার উপায় হল ধৈর্য ও বোধশক্তি । আজ সারাদিন আপনি কাজে ব্যস্ত থাকেবন।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: যদি কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার সঠিক সময়ের জন্য আপনি অপেক্ষা করে থাকেন, তাহলে আজ আপনি ভালোভাবে নিজের মনভাব জানাতে পারেন । পুরনো লগ্নিতেও আজ ভালো রিটার্ন আসবে। কারণ গ্রহনক্ষত্রগত অবস্থানের কারণে আজ আপনার কাছে অনেক সুযোগ আসবে । আপনার সহজাত দক্ষতা আপনাকে আরও রোজগার করতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: সরকারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আজ দিনটি আপনার জন্য লাভজনক হবে । খুব সম্ভবত সরকারি চাকরিজীবীরা তাদের কাজের জন্য উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক কিছু পাবেন । সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ আপনাকে বিব্রত করতে পারে । আজ মানসিক চাপ সামলানো খুব কঠিন হয়ে যাবে । আপনাকে শুধু বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে । আর্থিক বিষয় নিয়ে আজ আপনি খুবই সতর্ক থাকবেন । স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও বড় সমস্যার সম্ভাবনা নেই ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ব্যবসায়িক সঙ্গীরা আজ আপনার জীবনে সম্পদ হয়ে দেখা দেবেন । কোনও রকম দ্বিধা বা দোটানা ছাড়াই, আপনি যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করবেন । পরিশ্রম ও উৎসাহ সাফল্য অর্জনের খুব ভালো উপায় । আপনার দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধি ওপরওয়ালাদের প্রশংসা পাবে । আপনি হয়ত বাড়ি সংস্কারের জন্য অর্থ খরচ করবেন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আজ মেজাজ খুবই খারাপ থাকবে । রাগের ওপর লাগাম পরান ও নিয়ন্ত্রণে রাখুন । যাই হোক, এটি কোথাও না কোথাও গিয়ে থামবে । তখন, শক্ত হয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করুন । আজ ব্যক্তিগত ঋণ দিতে আপনার আপত্তি থাকবে না ৷ তবে পরিশোধ করতে বা ঋণ ফেরত দিতে আপনি চিন্তিত হবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনার অভিমত মানুষের কাছে শ্রদ্ধার বিষয় হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার অসাধারণ বুদ্ধিমত্তা যে শুধু অসাধারণ ফল দেবে তাই নয়, আপনার মূল্যবান উপদেশ আপনার কাছের সঙ্গীদেরও তাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে । আপনার নানা সমস্যা আসতে পারে, কিন্তু তাতে আপনার চিন্তার কোনও কারণ নেই । আপনি প্রিয়তমকে সময় দিতে না পারলেও তার সঙ্গে আপনার মানসিক সম্পর্ক একইরকম মজবুত থাকবে । স্বাস্থ্যের দিক থেকে আজ খুবই ভালো দিন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনার প্রেমের সম্পর্কের মধ্যে আপনি চাপ অনুভব করবেন, কাজেই অতীতের ভুল থেকে শেখার এটা সঠিক সময় । আপনার মানসিকতায় পরিবর্তন আনলে তা সম্পর্কে সঙ্গতি বজায় রাখতে সাহায্য করবে । আজ কিছু আর্থিক সমস্যা দেখা দিতে পারে । যদিও আপনি আর্থিক বিষয়গুলিকে গুরুত্ব দেবেন, তাও খরচ কমানো আপনার জন্য সমস্যা হতে পারে । পেশার ক্ষেত্রে আপনার সমস্যাগুলি অন্যদের তুচ্ছ মনে হবে । রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন ও ব্যক্তিগত সমস্যাগুলি ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলার চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ দিনটি অন্তত একঘেয়ে কাটবে না ৷ আজ বিবাহের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবেন ভালোবাসার মানুষকে । আপনার অর্থনৈতিক কৃতিত্বকে মানুষ তারিফ করবে । যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এটাই তাহলে নেটওয়ার্কিং বিস্তারের সেরা সময় । বন্ধুরা এবং সহকর্মীরা আপনার প্রশংসা করবে ৷ যেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে লাভবান করতে পারে । অফিসে আপনার কাজ প্রশংসা লাভ করবে ৷ এটা আপনার কর্মস্বীকৃতিকে অনুপ্রাণিত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.