ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 25th July: কোন কোন রাশির গ্রহ-নক্ষত্রের অবস্থান শুভ, জানুন রাশিফলে - রাশিফল

সপ্তাহের শুরুতেই কাদের জন্য সাফল্যের শুভ যোগ অপেক্ষা করছে ৷ আর কারা আবার নতুন উদ্যমে শুরু করবেন ? জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল (Etv Bharat Horoscope for 25th July) ৷

Etv Bharat Horoscope for 25th July
রাশিফল
author img

By

Published : Jul 25, 2022, 12:01 AM IST

Updated : Jul 25, 2022, 7:48 AM IST

Etv Bharat Horoscope for 25th July
মেষ

মেষ : প্রিয়তমের কাছে অনুভূতির কথা প্রকাশ করুন আজ । রোম্যান্টিক কিছু প্রকাশ করার সময়ে সৃজনশীল হন । আর্থিক পরিস্থিতি নিয়ে আপনি খুশি থাকবেন । আজ হয়ত দীর্ঘমেয়াদী আর্থিক সম্ভাবনার কথাও চিন্তাভাবনা করতে পারেন । আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো দিন । আজকের নাক্ষত্রিক শক্তি আপনাকে মনোযোগী থাকতে ও কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে ।

Etv Bharat Horoscope for 25th July
বৃষ

বৃষ : আজকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে । ভালোবাসার মানুষের সঙ্গে বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে ৷ আপনার ব্যক্তিত্ব বিকশিত করার দিকে মন দিন ৷ আপনি আজ সৃজনশীল জিনিস, সৌন্দর্যায়ন ও সাজগোজের পিছনে খরচ করবেন । আপনার মন আজ খারাপ ভালো মিশিয়ে কাটবে ৷

Etv Bharat Horoscope for 25th July
মিথুন

মিথুন : আজ আপনি বিপুল পরিমাণ অর্থ খরচের সম্মুখীন হতে পারেন । আপনি এমন জিনিসের জন্য অর্থ ব্যয় করবেন যা খুব একটা প্রয়োজনীয় নয় । অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ এড়িয়ে চলুন আজ । সকালের দিকে কোনও সিদ্ধান্ত দ্রুত নিতে ও কাজে মনোনিবেশ করতে পারবেন না ৷ তবে বিকালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে ৷

Etv Bharat Horoscope for 25th July
কর্কট

কর্কট : আজ দিনটি বেশ চ্যালেঞ্জের ৷ আপনি চ্য়ালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকবেন ৷ আপনার বুদ্ধি প্রখর ৷ সমস্ত পরিস্থিতি বুদ্ধি দিয়ে সহজেই নিজের দিকে আনতে পারবেন ৷ বাড়ির অন্দরসজ্জা নিয়ে আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন । আজকের নক্ষত্রের অবস্থান ভাগ্যপরীক্ষা করতে উৎসাহিত করবে ।

Etv Bharat Horoscope for 25th July
সিংহ

সিংহ : আজ সহজ ও আরামদায়কভাবে দিন কাটান । মন যা চায় তাই করুন ৷ ভালো চিন্তা করুন ৷ আজকের এই অসাধারণ দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করার সবথেকে ভালো উপায় হলো মাথা ও শরীরকে ঠিক দিকে চালিত করা ।

Etv Bharat Horoscope for 25th July
কন্যা

কন্যা : আজ আপনি সবাইকে সুরক্ষা দিতে চাইবেন ও সবার থেকে সরে সরে থাকবেন ৷ গভীর হৃদয়ঘটিত বিষয় খুব দ্রুত বাস্তবে পরিণত হবে । আজ খুবই ঘটনাবহুল দিন ৷ প্রিয়তমকে পাত্তা না দিলে তিনি রেগে যেতে পারেন আজ । দুপুরের পর থেকে মন চঞ্চল হয়ে উঠবে ৷ কাজেই ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ।

Etv Bharat Horoscope for 25th July
তুলা

তুলা : আপনি যে যৌথ অ্যাকাউন্টটি খোলার কথা ভাবছিলেন, আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা দিন । শুভ দিনের সদ্ব্যবহার করুন ৷ আপনার পেশার ভবিষ্যৎ সম্পর্কে জেনে বুঝে পরিকল্পনা করুন । জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয়পূর্ণ সন্ধ্যা কাটার সম্ভাবনা আছে । দিনের দ্বিতীয়ার্ধে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না । যদি আর্থিক অবস্থার উন্নতি করার জন্য নতুন কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবেন তবে আজ তা না করাই ভালো ৷

Etv Bharat Horoscope for 25th July
বৃশ্চিক

বৃশ্চিক : আজকে আপনি কাজের প্রতি আপনার অঙ্গীকার ও পরিবারের প্রতি একনিষ্ঠ থাকবেন । আপনাকে সেইসব রুটিন কাজগুলি সেরে ফেলতে বলা হচ্ছে যাতে বেশি বুদ্ধি খরচ হয় না । নতুন নতুন আপডেটের খবর রাখুন । কঠিন কাজ বুঝতে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে আজ । প্রেমের ক্ষেত্রে আজ চ্যালেঞ্জিং দিন ৷

Etv Bharat Horoscope for 25th July
ধনু

ধনু : লুকানো কোনও কিছু প্রকাশ্যে আসবে আজ ৷ যে রহস্য আপনাকে বিগত কিছুদিন ধরে হতবাক ও বিব্রত করে রেখেছিল তা উন্মোচিত হবে ৷ আজ যে সব যোগাযোগ আপনার হবে তা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে । দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ কাজ করে নিন ।

Etv Bharat Horoscope for 25th July
মকর

মকর : আজ সব কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন ৷ কাজের চাপে আজ চিন্তিত ও ক্লান্ত থাকবেন ৷ ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার আশা আপনাকে কাজ করে যেতে অনুপ্রাণিত করবে আজ ৷ প্রেম জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন । আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কোনও নেতিবাচক দিক সম্বন্ধে সচেতন করেন তবে রেগে যাবেন না । কাজের জায়গায় ও বাড়িতে সবার প্রতি সহানুভূতিশীল থাকুন ।

Etv Bharat Horoscope for 25th July
কুম্ভ

কুম্ভ : নিজেকে সাজিয়েগুছিয়ে নিন ৷ বুদ্ধি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আজ । তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো ৷ দুপুর পর্যন্ত আপনি উদ্যম প্রাণশক্তিতে ভরপুর থাকবেন । যদিও দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনার মনে হবে সৃজনশীল কিছু করলে ভালো হতো । সন্ধ্যার দিকে হাঁটতে যান বা বাড়িতে হালকা কিছু ব্যায়াম করে নিজেকে চনমনে করে তুলুন ।

Etv Bharat Horoscope for 25th July
মীন

মীন : আজ আপনি শুধুই কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের দিকে মন দেবেন । ব্যবসায়িক কারণে সফরের সম্ভাবনা আছে । সাংসারিক ক্ষেত্র আজ ভালো কাটবে । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ৷ ফলহীন কাজের জন্য শক্তি খরচ করবেন না । কর্মক্ষেত্রে কিছু লোকজন আপনার সঙ্গে সহমত হবে না আজ । তবে তাতে বিব্রত হবেন না, তাদের উপেক্ষা করুন ।

Etv Bharat Horoscope for 25th July
মেষ

মেষ : প্রিয়তমের কাছে অনুভূতির কথা প্রকাশ করুন আজ । রোম্যান্টিক কিছু প্রকাশ করার সময়ে সৃজনশীল হন । আর্থিক পরিস্থিতি নিয়ে আপনি খুশি থাকবেন । আজ হয়ত দীর্ঘমেয়াদী আর্থিক সম্ভাবনার কথাও চিন্তাভাবনা করতে পারেন । আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো দিন । আজকের নাক্ষত্রিক শক্তি আপনাকে মনোযোগী থাকতে ও কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে ।

Etv Bharat Horoscope for 25th July
বৃষ

বৃষ : আজকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে । ভালোবাসার মানুষের সঙ্গে বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে ৷ আপনার ব্যক্তিত্ব বিকশিত করার দিকে মন দিন ৷ আপনি আজ সৃজনশীল জিনিস, সৌন্দর্যায়ন ও সাজগোজের পিছনে খরচ করবেন । আপনার মন আজ খারাপ ভালো মিশিয়ে কাটবে ৷

Etv Bharat Horoscope for 25th July
মিথুন

মিথুন : আজ আপনি বিপুল পরিমাণ অর্থ খরচের সম্মুখীন হতে পারেন । আপনি এমন জিনিসের জন্য অর্থ ব্যয় করবেন যা খুব একটা প্রয়োজনীয় নয় । অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ এড়িয়ে চলুন আজ । সকালের দিকে কোনও সিদ্ধান্ত দ্রুত নিতে ও কাজে মনোনিবেশ করতে পারবেন না ৷ তবে বিকালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে ৷

Etv Bharat Horoscope for 25th July
কর্কট

কর্কট : আজ দিনটি বেশ চ্যালেঞ্জের ৷ আপনি চ্য়ালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকবেন ৷ আপনার বুদ্ধি প্রখর ৷ সমস্ত পরিস্থিতি বুদ্ধি দিয়ে সহজেই নিজের দিকে আনতে পারবেন ৷ বাড়ির অন্দরসজ্জা নিয়ে আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন । আজকের নক্ষত্রের অবস্থান ভাগ্যপরীক্ষা করতে উৎসাহিত করবে ।

Etv Bharat Horoscope for 25th July
সিংহ

সিংহ : আজ সহজ ও আরামদায়কভাবে দিন কাটান । মন যা চায় তাই করুন ৷ ভালো চিন্তা করুন ৷ আজকের এই অসাধারণ দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করার সবথেকে ভালো উপায় হলো মাথা ও শরীরকে ঠিক দিকে চালিত করা ।

Etv Bharat Horoscope for 25th July
কন্যা

কন্যা : আজ আপনি সবাইকে সুরক্ষা দিতে চাইবেন ও সবার থেকে সরে সরে থাকবেন ৷ গভীর হৃদয়ঘটিত বিষয় খুব দ্রুত বাস্তবে পরিণত হবে । আজ খুবই ঘটনাবহুল দিন ৷ প্রিয়তমকে পাত্তা না দিলে তিনি রেগে যেতে পারেন আজ । দুপুরের পর থেকে মন চঞ্চল হয়ে উঠবে ৷ কাজেই ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ।

Etv Bharat Horoscope for 25th July
তুলা

তুলা : আপনি যে যৌথ অ্যাকাউন্টটি খোলার কথা ভাবছিলেন, আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা দিন । শুভ দিনের সদ্ব্যবহার করুন ৷ আপনার পেশার ভবিষ্যৎ সম্পর্কে জেনে বুঝে পরিকল্পনা করুন । জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয়পূর্ণ সন্ধ্যা কাটার সম্ভাবনা আছে । দিনের দ্বিতীয়ার্ধে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না । যদি আর্থিক অবস্থার উন্নতি করার জন্য নতুন কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবেন তবে আজ তা না করাই ভালো ৷

Etv Bharat Horoscope for 25th July
বৃশ্চিক

বৃশ্চিক : আজকে আপনি কাজের প্রতি আপনার অঙ্গীকার ও পরিবারের প্রতি একনিষ্ঠ থাকবেন । আপনাকে সেইসব রুটিন কাজগুলি সেরে ফেলতে বলা হচ্ছে যাতে বেশি বুদ্ধি খরচ হয় না । নতুন নতুন আপডেটের খবর রাখুন । কঠিন কাজ বুঝতে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে আজ । প্রেমের ক্ষেত্রে আজ চ্যালেঞ্জিং দিন ৷

Etv Bharat Horoscope for 25th July
ধনু

ধনু : লুকানো কোনও কিছু প্রকাশ্যে আসবে আজ ৷ যে রহস্য আপনাকে বিগত কিছুদিন ধরে হতবাক ও বিব্রত করে রেখেছিল তা উন্মোচিত হবে ৷ আজ যে সব যোগাযোগ আপনার হবে তা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে । দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ কাজ করে নিন ।

Etv Bharat Horoscope for 25th July
মকর

মকর : আজ সব কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন ৷ কাজের চাপে আজ চিন্তিত ও ক্লান্ত থাকবেন ৷ ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার আশা আপনাকে কাজ করে যেতে অনুপ্রাণিত করবে আজ ৷ প্রেম জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন । আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কোনও নেতিবাচক দিক সম্বন্ধে সচেতন করেন তবে রেগে যাবেন না । কাজের জায়গায় ও বাড়িতে সবার প্রতি সহানুভূতিশীল থাকুন ।

Etv Bharat Horoscope for 25th July
কুম্ভ

কুম্ভ : নিজেকে সাজিয়েগুছিয়ে নিন ৷ বুদ্ধি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আজ । তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো ৷ দুপুর পর্যন্ত আপনি উদ্যম প্রাণশক্তিতে ভরপুর থাকবেন । যদিও দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনার মনে হবে সৃজনশীল কিছু করলে ভালো হতো । সন্ধ্যার দিকে হাঁটতে যান বা বাড়িতে হালকা কিছু ব্যায়াম করে নিজেকে চনমনে করে তুলুন ।

Etv Bharat Horoscope for 25th July
মীন

মীন : আজ আপনি শুধুই কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের দিকে মন দেবেন । ব্যবসায়িক কারণে সফরের সম্ভাবনা আছে । সাংসারিক ক্ষেত্র আজ ভালো কাটবে । আপনার স্বাস্থ্য ভালো থাকবে ৷ ফলহীন কাজের জন্য শক্তি খরচ করবেন না । কর্মক্ষেত্রে কিছু লোকজন আপনার সঙ্গে সহমত হবে না আজ । তবে তাতে বিব্রত হবেন না, তাদের উপেক্ষা করুন ।

Last Updated : Jul 25, 2022, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.