ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 16th July: সপ্তাহান্তে আর্থিক পরিস্থিতি কি রকম জানুন রাশিফলে ? - ETV Bharat Horoscope

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jul 16, 2023, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রিয়তমের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন আপনাদের সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ ও গভীর স্তরে নিয়ে যাবে । আপনার মানসিক অবস্থা সামলানোর ফলে আপনার অভ্যন্তরীণ ভারসাম্য ও শান্তি খুঁজে পেতে সাহায্য হবে । আজ কাজের থেকে পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দেবেন, যা একদিক থেকে ভালো কেননা তাতে আপনি কোনও কিছুতে পয়সা খরচ করার কথা ভাবার সময় পাবেন না । আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কোড ক্র্যাক করতে পারবেন ও অনেক অসাধ্য কাজ সহজেই সম্পন্ন করবেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি বিভ্রান্ত থাকবেন এবং উপার্জন সংক্রান্ত নানা বিষয়ে ভাবনাচিন্তা করা শুরু করবেন । অনুমানমূলক ভাবনাচিন্তার জন্য আজ দিনটি ভালো নয়, বাস্তববাদী হন। আজ আপনার বাকপটুত্ব লক্ষণীয় হবে । সাম্প্রতিক কাজগুলি হয়ত আপনি পিছিয়ে দেবেন । আপনি নিজের মতামত এমনভাবে লোকের সামনে রাখবেন, যাতে তা সহজেই গ্রহণযোগ্য হয় । আপনি সহকর্মীদের সঙ্গে নম্র ব্যবহার করবেন ও কাজে খুবই সক্রিয় থাকবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার দক্ষ পদক্ষেপ আপনার ভালোবাসার মানুষের মনে সীমাহীন প্রেম জাগিয়ে তুলবে । আজ সন্ধ্যায় আপনি সঙ্গীর ক্যান্ডেল লাইট রোম্যান্টিক সান্ধ্যভোজ উপভোগ করবেন । আপনি হয়ত কোনও রোমান্টিক উপন্যাস থেকে সুন্দর উদ্ধৃতি পড়ে শোনাবেন । আপনার লেখা বা বক্তৃতা থেকে উপার্জন শুরু করার এটি আদর্শ সময় । আপনার কর্মতৎপর স্বভাবের কারণে আজ একসঙ্গে একাধিক কাজ সামলাবেন । একসঙ্গে অনেক কাজ করার অভিজ্ঞতা আজ খুব কাজের নাও হতে পারে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি দীর্ঘ মেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকবেন ৷ আপনি টাকা দিয়ে কেনা যায় এরকম ক্ষণস্থায়ী আনন্দে মজে থাকতে পারেন । আর্থিক বিষয়েও আপনি উদাসীন থাকবেন । গুরুত্বহীন কাজের জন্য সময় নষ্ট করা আপনার পেশার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে ৷ আপনার উন্নতি রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে । এর ফলে নিরাশা বা মেজাজ ওঠানামার সমস্যা দেখা দিতে পারে । পরিকল্পনা করা ও কাজ গুছিয়ে নেওয়াকে প্রাধান্য দিন । বাড়তে থাকা কাজের চাপ আপনি হয়ত সহ্য করতে পারবেন না ৷ সন্ধ্যার মধ্যে ক্লান্ত হয়ে পড়বেন।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আজ আপনার দৃষ্টিভঙ্গি সতেজ ও প্রফুল্ল । আপনার প্রিয়তম এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করবেন । আপনি যদি বন্ধুর থেকে ব্যক্তিগত কোনও ঋণ নিতে চান, অকপট হন ও সবকিছু খোলাখুলি জানান । আপনার প্রয়োজনীয় বিষয়গুলির মেটানোর ক্ষেত্রে নক্ষত্রেরা আপনার অনুকূলে রয়েছে । যদিও কর্মক্ষেত্রে হয়ত কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হবে । পিছিয়ে আসবেন না, হালও ছেড়ে দেবেন না । আপনার ধৈর্য ও মনোযোগের পরীক্ষা হচ্ছে । আপনি হয়ত এই চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করে আসবেন ।

ETV Bharat Horoscope
কন্য়া

কন্যা: যেহেতু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কথা বলার সময় সতর্ক থাকলে সুবিধা হবে ৷ এমনকী ভালোবাসার মানুষের সঙ্গে ৷ আজ আপনাকে বন্ধু, সহকর্মী, ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে । কাজের সূত্রে যে যে লোকের সঙ্গে আপনার সম্পর্ক –তার প্রত্যেকের থেকেই আপনি উপকার পেতে পারেন । শুধুমাত্র কর্মজীবন ও পেশা সংক্রান্ত বিষয় নিয়ে আজ আপনি চিন্তা করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনার মনে শুধু রোম্যান্টিক চিন্তাই ঘুরবে । সুন্দর পরিবেশ, মৃদু সঙ্গীত, সুস্বাদু খাবার ও প্রিয়তমের সঙ্গে কাটানো সময় আপনার মন ভালো করে তুলবে । আজ হয়ত আপনার কাছে অন্যতম সেরা দিন, কেননা সঠিক বেতন কত হবে তা বলা পুরোপুরি আপনার হাতেই । বেতন না বাড়লেও নিরাপদ চাকরি থেকে পাওয়া সন্তুষ্টির কারণে আপনি হাসিখুশি থাকবেন । ফলে আপনি আপনার কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নেবেন ৷ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার বর্তমান সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইবেন । এই সম্পর্ক এগিয়ে চলার মূল চাবিকাঠি হলো আপনার প্রিয়তমের প্রতি আপনার অঙ্গীকার । টাকাপয়সা নিয়ে ইতিবাচক চিন্তা করুন ও আশার আলো দেখতে পান । অফিসে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকুন । জমে থাকা কাজে দেরি করবেন না । ইতিবাচক ফল পাওয়ার কয়েকটি উপায় হল নিষ্ঠা, অঙ্গীকার ও ধৈর্য ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: সামাজিক বা পেশাগত যোগাযোগ তৈরি করা ও ভবিষ্যতে সেই যোগাযোগগুলির মাধ্যমে রোজগার করার সুযোগ তৈরি করার এটিই আদর্শ সময়। আজ দিনটি খুবই চ্যালেঞ্জিং। আপনি তন্দ্রাচ্ছন্ন ও ক্লান্ত বোধ করলেও কর্মিব্যস্ত দিন আপনার জন্য অপেক্ষা করছে । আপনার আত্মবিশ্বাস কম থাকবে ও ভালো ফল নাও পেতে পারেন । অফিসে আজ নতুন কিছু শুরু করবেন না । নতুন কাজ অন্য দিনের জন্য রেখে দিন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: 'প্রেম অন্ধ' এই প্রবাদটি প্রচলিত উদ্ধৃতি বইয়ের জন্যই ভালো ৷ বাস্তব জীবনের জন্য নয় । ব্যক্তিগত জীবনে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে । অর্থ সংগ্রহ করার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে । কর্মক্ষেত্রে প্রতিযোগিতাও আজ কঠিন হবে ৷ সরাসরি বিরোধিতা এড়িয়ে চলুন, কেননা আপনার কাজে বাধা পড়তে পারে ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: প্রিয়তমের সঙ্গে সময় কাটানোর সময় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন । শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন । আপনি খুব ভালো করে বাজার নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু বেশি পড়াশোনা ও চিন্তা করার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন । ফলে আপনার সহজাত প্রবৃত্তির ওপরে নির্ভর করুন । বাকি থাকা কাজ ও ক্রমশ আসতে থাকা দায়িত্ব মানসিক চাপ তৈরি করবে । দৈনন্দিন নিয়মিত কাজ, সময়সীমা বা লক্ষ্য চ্যালেঞ্জিং হবে। মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনা আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখবে।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ আপনি আর্থিক উন্নতির জন্য পরিশ্রম করবেন ৷ আপনি সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে বিভ্রান্ত থাকবেন । আজ আপনি অগ্রাধিকার থাকা কাজগুলি করবেন । আপনি মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনায় যুক্ত থাকতে চাইবেন । এই সব পরিকল্পনা ও কাজ শেষ করার চাপ আপনাকে ক্লান্ত করে দেবে ৷ সন্ধ্যা হলে আপনি নিজের অসধারণ সঙ্গীর সঙ্গে সময় কাটানো ছাড়া আর কিছুই চাইবেন না ৷

ETV Bharat Horoscope
মেষ

মেষ: প্রিয়তমের সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন আপনাদের সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ ও গভীর স্তরে নিয়ে যাবে । আপনার মানসিক অবস্থা সামলানোর ফলে আপনার অভ্যন্তরীণ ভারসাম্য ও শান্তি খুঁজে পেতে সাহায্য হবে । আজ কাজের থেকে পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দেবেন, যা একদিক থেকে ভালো কেননা তাতে আপনি কোনও কিছুতে পয়সা খরচ করার কথা ভাবার সময় পাবেন না । আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কোড ক্র্যাক করতে পারবেন ও অনেক অসাধ্য কাজ সহজেই সম্পন্ন করবেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনার আর্থিক ভবিষ্যত নিয়ে আপনি বিভ্রান্ত থাকবেন এবং উপার্জন সংক্রান্ত নানা বিষয়ে ভাবনাচিন্তা করা শুরু করবেন । অনুমানমূলক ভাবনাচিন্তার জন্য আজ দিনটি ভালো নয়, বাস্তববাদী হন। আজ আপনার বাকপটুত্ব লক্ষণীয় হবে । সাম্প্রতিক কাজগুলি হয়ত আপনি পিছিয়ে দেবেন । আপনি নিজের মতামত এমনভাবে লোকের সামনে রাখবেন, যাতে তা সহজেই গ্রহণযোগ্য হয় । আপনি সহকর্মীদের সঙ্গে নম্র ব্যবহার করবেন ও কাজে খুবই সক্রিয় থাকবেন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনার দক্ষ পদক্ষেপ আপনার ভালোবাসার মানুষের মনে সীমাহীন প্রেম জাগিয়ে তুলবে । আজ সন্ধ্যায় আপনি সঙ্গীর ক্যান্ডেল লাইট রোম্যান্টিক সান্ধ্যভোজ উপভোগ করবেন । আপনি হয়ত কোনও রোমান্টিক উপন্যাস থেকে সুন্দর উদ্ধৃতি পড়ে শোনাবেন । আপনার লেখা বা বক্তৃতা থেকে উপার্জন শুরু করার এটি আদর্শ সময় । আপনার কর্মতৎপর স্বভাবের কারণে আজ একসঙ্গে একাধিক কাজ সামলাবেন । একসঙ্গে অনেক কাজ করার অভিজ্ঞতা আজ খুব কাজের নাও হতে পারে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি দীর্ঘ মেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকবেন ৷ আপনি টাকা দিয়ে কেনা যায় এরকম ক্ষণস্থায়ী আনন্দে মজে থাকতে পারেন । আর্থিক বিষয়েও আপনি উদাসীন থাকবেন । গুরুত্বহীন কাজের জন্য সময় নষ্ট করা আপনার পেশার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে ৷ আপনার উন্নতি রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে । এর ফলে নিরাশা বা মেজাজ ওঠানামার সমস্যা দেখা দিতে পারে । পরিকল্পনা করা ও কাজ গুছিয়ে নেওয়াকে প্রাধান্য দিন । বাড়তে থাকা কাজের চাপ আপনি হয়ত সহ্য করতে পারবেন না ৷ সন্ধ্যার মধ্যে ক্লান্ত হয়ে পড়বেন।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আজ আপনার দৃষ্টিভঙ্গি সতেজ ও প্রফুল্ল । আপনার প্রিয়তম এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করবেন । আপনি যদি বন্ধুর থেকে ব্যক্তিগত কোনও ঋণ নিতে চান, অকপট হন ও সবকিছু খোলাখুলি জানান । আপনার প্রয়োজনীয় বিষয়গুলির মেটানোর ক্ষেত্রে নক্ষত্রেরা আপনার অনুকূলে রয়েছে । যদিও কর্মক্ষেত্রে হয়ত কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হবে । পিছিয়ে আসবেন না, হালও ছেড়ে দেবেন না । আপনার ধৈর্য ও মনোযোগের পরীক্ষা হচ্ছে । আপনি হয়ত এই চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করে আসবেন ।

ETV Bharat Horoscope
কন্য়া

কন্যা: যেহেতু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কথা বলার সময় সতর্ক থাকলে সুবিধা হবে ৷ এমনকী ভালোবাসার মানুষের সঙ্গে ৷ আজ আপনাকে বন্ধু, সহকর্মী, ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে । কাজের সূত্রে যে যে লোকের সঙ্গে আপনার সম্পর্ক –তার প্রত্যেকের থেকেই আপনি উপকার পেতে পারেন । শুধুমাত্র কর্মজীবন ও পেশা সংক্রান্ত বিষয় নিয়ে আজ আপনি চিন্তা করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আজ আপনার মনে শুধু রোম্যান্টিক চিন্তাই ঘুরবে । সুন্দর পরিবেশ, মৃদু সঙ্গীত, সুস্বাদু খাবার ও প্রিয়তমের সঙ্গে কাটানো সময় আপনার মন ভালো করে তুলবে । আজ হয়ত আপনার কাছে অন্যতম সেরা দিন, কেননা সঠিক বেতন কত হবে তা বলা পুরোপুরি আপনার হাতেই । বেতন না বাড়লেও নিরাপদ চাকরি থেকে পাওয়া সন্তুষ্টির কারণে আপনি হাসিখুশি থাকবেন । ফলে আপনি আপনার কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নেবেন ৷ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার বর্তমান সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইবেন । এই সম্পর্ক এগিয়ে চলার মূল চাবিকাঠি হলো আপনার প্রিয়তমের প্রতি আপনার অঙ্গীকার । টাকাপয়সা নিয়ে ইতিবাচক চিন্তা করুন ও আশার আলো দেখতে পান । অফিসে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকুন । জমে থাকা কাজে দেরি করবেন না । ইতিবাচক ফল পাওয়ার কয়েকটি উপায় হল নিষ্ঠা, অঙ্গীকার ও ধৈর্য ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: সামাজিক বা পেশাগত যোগাযোগ তৈরি করা ও ভবিষ্যতে সেই যোগাযোগগুলির মাধ্যমে রোজগার করার সুযোগ তৈরি করার এটিই আদর্শ সময়। আজ দিনটি খুবই চ্যালেঞ্জিং। আপনি তন্দ্রাচ্ছন্ন ও ক্লান্ত বোধ করলেও কর্মিব্যস্ত দিন আপনার জন্য অপেক্ষা করছে । আপনার আত্মবিশ্বাস কম থাকবে ও ভালো ফল নাও পেতে পারেন । অফিসে আজ নতুন কিছু শুরু করবেন না । নতুন কাজ অন্য দিনের জন্য রেখে দিন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: 'প্রেম অন্ধ' এই প্রবাদটি প্রচলিত উদ্ধৃতি বইয়ের জন্যই ভালো ৷ বাস্তব জীবনের জন্য নয় । ব্যক্তিগত জীবনে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে । অর্থ সংগ্রহ করার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে । কর্মক্ষেত্রে প্রতিযোগিতাও আজ কঠিন হবে ৷ সরাসরি বিরোধিতা এড়িয়ে চলুন, কেননা আপনার কাজে বাধা পড়তে পারে ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: প্রিয়তমের সঙ্গে সময় কাটানোর সময় বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন । শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন । আপনি খুব ভালো করে বাজার নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু বেশি পড়াশোনা ও চিন্তা করার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন । ফলে আপনার সহজাত প্রবৃত্তির ওপরে নির্ভর করুন । বাকি থাকা কাজ ও ক্রমশ আসতে থাকা দায়িত্ব মানসিক চাপ তৈরি করবে । দৈনন্দিন নিয়মিত কাজ, সময়সীমা বা লক্ষ্য চ্যালেঞ্জিং হবে। মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনা আপনাকে উদ্বেগ থেকে দূরে রাখবে।

ETV Bharat Horoscope
মীন

মীন: আজ আপনি আর্থিক উন্নতির জন্য পরিশ্রম করবেন ৷ আপনি সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে বিভ্রান্ত থাকবেন । আজ আপনি অগ্রাধিকার থাকা কাজগুলি করবেন । আপনি মিটিং, ওয়ার্কশপ, উপস্থাপনা বা আলোচনায় যুক্ত থাকতে চাইবেন । এই সব পরিকল্পনা ও কাজ শেষ করার চাপ আপনাকে ক্লান্ত করে দেবে ৷ সন্ধ্যা হলে আপনি নিজের অসধারণ সঙ্গীর সঙ্গে সময় কাটানো ছাড়া আর কিছুই চাইবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.