ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 13th July: জীবন বদলে যেতে পারে মেষ রাশির জাতক-জাতিকাদের - রাশিফল

কর্ম, চেষ্টা ও গ্রহ-ক্ষত্রের শুভ যোগ উন্নতিতে সাহায্য করে ৷ জীবনের শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল (Etv Bharat Horoscope for 13th July ) ৷

Etv Bharat Horoscope
দেখুন রাশিফল
author img

By

Published : Jul 13, 2022, 6:50 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ : আজ আপনি স্বাধীনতার স্বাদ পাবেন ৷ আপনি আজ অন্য মেজাজে থাকবেন ৷ আপনি সেইসব কাজ করতে চাইবেন, যা আপনি ছোটবেলা করতে ভালোবাসেন। মনের মানুষের দেখা পেতে পারেন ৷ আপনি যদি ইতিমধ্যে কোনও এরকম সম্পর্কে থেকে থাকেন সেটিও আজ বেশ ভালো চলবে ৷ আজ আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিদের দেখা পাবেন ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ : আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি আজ একটু কম জায়গা পাবে ৷ কেননা আপনি বেশি আরাম ও স্বস্তির জীবনযাত্রার দিকে ঝুঁকবেন। ইঁদুর দৌড়ে খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন ৷ আপনি ভিড় এবং এক ঘেয়ে রুটিনের থেকে থেকে বেরতে চাইবেন । জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার আজ ভালো সময় । তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন : ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালোভাবে ভাবনা-চিন্তা করা দরকার। সমস্যা সমাধান করতে নিজের পরিচিত মহলের পরিচিতি ব্যবহার করুন । আজকে আপনাকে নানা ধরনের মানুষদের সঙ্গে কথা বলতে হতে পারে। কাজের ক্ষেত্রে অন্যদের সঙ্গে কাজ করার সময় আপনার রসবোধের ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট : আজকের দিনটি আপনার জন্য অনন্য এবং শুভ হবে। নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে। মাথার মধ্যে কোনও জটিলতাকে বেশি জায়গা দেবেন না । ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে যেকোনও রকম মতানৈক্য থেকে দূরে থাকতে হবে । কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যা তৈরি হতে পারে । আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ : আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন। আজ জটিল কাজে হাত দিলেও আপনি সপল হবেন ৷ আপনি অন্যদেরকে অনুপ্রাণিত করবেন আজ । সম্পর্কের ক্ষেত্রে জীবন উজ্জ্বল থাকবে। সুতরাং, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের শুভ দিন।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা : প্রিয়তমের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন ৷ আপনার কাজের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস প্রকাশ পাবে ৷ যা ভালোবাসার মানুষ উপলব্ধি করতে পারবে ৷ আর্থিক ক্ষেত্রে আজকে আপনাকে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়ার বদলে কুশলী পরিকল্পনা করতে বলা হচ্ছে, কেননা নক্ষত্রের অবস্থান কাজের অনুকূলে নেই । আপনি হয়ত বাজারের পরিস্থিতি নিয়ে গবেষণাও করবেন । আজকে আপনি বিভিন্ন চিন্তায় মগ্ন থাকবেন ৷ পরিস্থিতি আপনাকে বাস্তববাদী করে তুলবে ৷

Etv Bharat Horoscope
তুলা

তুলা : আজ আপনার নতুন লোকের সঙ্গে আলাপ ও বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা প্রবল । প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটাবে । সব কাজে ভারসাম্য রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আজকে আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ৷ কর্মক্ষেত্রে মিটিংগুলি আজ আপনি খুব ভালোভাবে সামলাতে পারবেন । আপনার দক্ষতা ও প্রতিভা দুই-ই প্রশংসিত হবে । কোনও কাজ খুব ভালোভাবে সম্পন্ন করার জন্যও আপনি সমাদৃত হতে পারেন ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : আপনি যদি প্রায়শই আপনার সঙ্গীর ভুল ধরিয়ে দেন তাবে সম্পর্কে চিড় ধরতে পারে ৷ সম্পর্কের খাতিরে এই সতর্কতা অবলম্বন করুন । সব পরিস্থিতিই যত্ন সহকারে সামলাতে হবে । ফ্রিলান্সার এবং ব্যবসায়ীদের দিন আজ ভালো যাবে ৷ আপনার মার্কেটিং-এর নতুন কৌশল অবলম্বন করলে সাফল্য আসবে । অফিসে সোজাসাপটা না হওয়াই ভালো ৷ বিবাদ এড়িয়ে চলুন ৷

Etv Bharat Horoscope
ধনু

ধনু : আজ আপনার ভালোবাসার মানুষের জরুরি চাহিদার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে। নতুন কোনও জিনিস বা বিষয়ে আপনি আপনার সঙ্গীর দ্বারা খুব বেশিরকম প্রভাবিত হবেন। যদিও আপনার সম্পর্ক মসৃণ থাকবে। আজকের দিনে অনেক রকম কাজ করতে হবে। আপনার স্বাস্থ্য ও উদ্যম খুব ভালো থাকায় খুব প্রাণোচ্ছ্বল থাকবেন । আপনার খেলোয়াড়সুলভ মনোভাবের কারণে আজ আপনি অনেকের মন জয় করে নেবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর : আপনার পূর্বের বিনিয়োগ থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল । তবে খুব একটা সঞ্চয় করতে পারবেন না ৷ আয় ও ব্যয় দুইয়ের দিকেই নজর রাখলে আর্থিক সমস্যা এড়াতে পারবেন। আপনাকে আজ কিছু ছোট্ট সমস্যার সমাধান করতে হতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : বেশিরভাগ সময়েই আপনি যা ঠিক করেন তা করেন ৷ বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন। কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন। আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ও তার সঙ্গে ভাগ্যও আপনার সহায়। স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো। আজকে গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা ভালোই হবে। নতুন দায়িত্ব পেতে পারন আজ ৷

Etv Bharat Horoscope
মীন

মীন : ভয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি যদিও পুরোপুরি বাদ দেওয়া যায় না, এটিকে বশ করে রাখা যায় এবং আজ আপনি তাই করবেন। আপনার চেপে রাখা সব সাহস আজ বেরিয়ে আসবে। আপনি সম্ভবত শান্তি ও সান্ত্বনা খুঁজে পাবেন। এই কারণেই, অনেকক্ষণ কাজ করার পরেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজকের দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন ৷

Etv Bharat Horoscope
মেষ

মেষ : আজ আপনি স্বাধীনতার স্বাদ পাবেন ৷ আপনি আজ অন্য মেজাজে থাকবেন ৷ আপনি সেইসব কাজ করতে চাইবেন, যা আপনি ছোটবেলা করতে ভালোবাসেন। মনের মানুষের দেখা পেতে পারেন ৷ আপনি যদি ইতিমধ্যে কোনও এরকম সম্পর্কে থেকে থাকেন সেটিও আজ বেশ ভালো চলবে ৷ আজ আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিদের দেখা পাবেন ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ : আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি আজ একটু কম জায়গা পাবে ৷ কেননা আপনি বেশি আরাম ও স্বস্তির জীবনযাত্রার দিকে ঝুঁকবেন। ইঁদুর দৌড়ে খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন ৷ আপনি ভিড় এবং এক ঘেয়ে রুটিনের থেকে থেকে বেরতে চাইবেন । জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার আজ ভালো সময় । তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন : ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালোভাবে ভাবনা-চিন্তা করা দরকার। সমস্যা সমাধান করতে নিজের পরিচিত মহলের পরিচিতি ব্যবহার করুন । আজকে আপনাকে নানা ধরনের মানুষদের সঙ্গে কথা বলতে হতে পারে। কাজের ক্ষেত্রে অন্যদের সঙ্গে কাজ করার সময় আপনার রসবোধের ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট : আজকের দিনটি আপনার জন্য অনন্য এবং শুভ হবে। নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে। মাথার মধ্যে কোনও জটিলতাকে বেশি জায়গা দেবেন না । ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে যেকোনও রকম মতানৈক্য থেকে দূরে থাকতে হবে । কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যা তৈরি হতে পারে । আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ : আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন। আজ জটিল কাজে হাত দিলেও আপনি সপল হবেন ৷ আপনি অন্যদেরকে অনুপ্রাণিত করবেন আজ । সম্পর্কের ক্ষেত্রে জীবন উজ্জ্বল থাকবে। সুতরাং, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের শুভ দিন।

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা : প্রিয়তমের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন ৷ আপনার কাজের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস প্রকাশ পাবে ৷ যা ভালোবাসার মানুষ উপলব্ধি করতে পারবে ৷ আর্থিক ক্ষেত্রে আজকে আপনাকে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়ার বদলে কুশলী পরিকল্পনা করতে বলা হচ্ছে, কেননা নক্ষত্রের অবস্থান কাজের অনুকূলে নেই । আপনি হয়ত বাজারের পরিস্থিতি নিয়ে গবেষণাও করবেন । আজকে আপনি বিভিন্ন চিন্তায় মগ্ন থাকবেন ৷ পরিস্থিতি আপনাকে বাস্তববাদী করে তুলবে ৷

Etv Bharat Horoscope
তুলা

তুলা : আজ আপনার নতুন লোকের সঙ্গে আলাপ ও বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা প্রবল । প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটাবে । সব কাজে ভারসাম্য রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আজকে আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ৷ কর্মক্ষেত্রে মিটিংগুলি আজ আপনি খুব ভালোভাবে সামলাতে পারবেন । আপনার দক্ষতা ও প্রতিভা দুই-ই প্রশংসিত হবে । কোনও কাজ খুব ভালোভাবে সম্পন্ন করার জন্যও আপনি সমাদৃত হতে পারেন ।

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : আপনি যদি প্রায়শই আপনার সঙ্গীর ভুল ধরিয়ে দেন তাবে সম্পর্কে চিড় ধরতে পারে ৷ সম্পর্কের খাতিরে এই সতর্কতা অবলম্বন করুন । সব পরিস্থিতিই যত্ন সহকারে সামলাতে হবে । ফ্রিলান্সার এবং ব্যবসায়ীদের দিন আজ ভালো যাবে ৷ আপনার মার্কেটিং-এর নতুন কৌশল অবলম্বন করলে সাফল্য আসবে । অফিসে সোজাসাপটা না হওয়াই ভালো ৷ বিবাদ এড়িয়ে চলুন ৷

Etv Bharat Horoscope
ধনু

ধনু : আজ আপনার ভালোবাসার মানুষের জরুরি চাহিদার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে। নতুন কোনও জিনিস বা বিষয়ে আপনি আপনার সঙ্গীর দ্বারা খুব বেশিরকম প্রভাবিত হবেন। যদিও আপনার সম্পর্ক মসৃণ থাকবে। আজকের দিনে অনেক রকম কাজ করতে হবে। আপনার স্বাস্থ্য ও উদ্যম খুব ভালো থাকায় খুব প্রাণোচ্ছ্বল থাকবেন । আপনার খেলোয়াড়সুলভ মনোভাবের কারণে আজ আপনি অনেকের মন জয় করে নেবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর : আপনার পূর্বের বিনিয়োগ থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল । তবে খুব একটা সঞ্চয় করতে পারবেন না ৷ আয় ও ব্যয় দুইয়ের দিকেই নজর রাখলে আর্থিক সমস্যা এড়াতে পারবেন। আপনাকে আজ কিছু ছোট্ট সমস্যার সমাধান করতে হতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : বেশিরভাগ সময়েই আপনি যা ঠিক করেন তা করেন ৷ বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন। কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন। আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ও তার সঙ্গে ভাগ্যও আপনার সহায়। স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো। আজকে গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা ভালোই হবে। নতুন দায়িত্ব পেতে পারন আজ ৷

Etv Bharat Horoscope
মীন

মীন : ভয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি যদিও পুরোপুরি বাদ দেওয়া যায় না, এটিকে বশ করে রাখা যায় এবং আজ আপনি তাই করবেন। আপনার চেপে রাখা সব সাহস আজ বেরিয়ে আসবে। আপনি সম্ভবত শান্তি ও সান্ত্বনা খুঁজে পাবেন। এই কারণেই, অনেকক্ষণ কাজ করার পরেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজকের দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.