ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 12th August: নক্ষত্রগত অবস্থানের কারণে আত্মবিশ্বাসী থাকবেন কারা! জানুন রাশিফলে - রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 12th August)

Etv Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Aug 12, 2022, 12:02 AM IST

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ কাজের চাপে আপনি সারাদিন ব্যস্ত থাকবেন ৷ অতিরিক্ত চাপ নিয়ে কাজ করবেন না ৷ এতে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। বুদ্ধি দিয়ে কাজ করুন ৷ আজ নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়িত করার জন্য ভালো ৷ আপনার ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজ ক্লায়েন্টদের সঙ্গে মিটিং ভালো হবে। উপার্জন বৃদ্ধির জন্য পুরনো যোগাযোগের নম্বর কাজে লাগান ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: নক্ষত্রগত অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ৷ চিন্তাভাবনা নির্ভুলভাবে প্রকাশ করতে পারবেন। আপনার প্রিয় মানুষের জন্য আজ আপনি সমস্ত আবেগ ঢেলে দেবেন। অর্থিক বিষয় সুনিশ্চিত করতে চিন্তা-ভাবনা শুরু করার আদর্শ সময় ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: ভালোবাসা ও সম্পর্কের জন্য আজ শুভ দিন । প্রবল কর্মব্যস্ততার কারণে মানসিক চাপ এবং উদ্বেগ থাকলেও প্রিয়তমের সান্নিধ্যে তা কাটিয়ে উঠবেন । আর্থিক দিকে থেকে আজ সমস্যা আসতে পারে ৷ আজ বেশ কিছু বাধার সম্মুখীন হওয়ান সম্ভাবনা আছে । পেশাগত ক্ষেত্রে আপনার মনে হবে আপনি বাধ্যবাধকতা থেকে কাজ করছেন। কিন্তু আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে ৷ কেননা আপনার প্রিয়জনকে দেখাতে হবে যে আপনি কাজের প্রতি কতটা নিষ্ঠাবান।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশাগত পরিতৃপ্তির কথা আপনি আপনার প্রণয়ীর সঙ্গে ভাগ করে নেবেন। তিনি হয়ত আপনাকে সবকিছু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবেন ৷ প্রিয়জনের মতামত বোঝা ও সমর্থন করার জন্য নমনীয় ও উদারমনা হতে শিখুন । আর্থিক বিষয়েও বেশ কিছু চ্যালেঞ্জের সন্মুখীন হওযার সম্ভাবনা আছে ৷ যদিও আজ সেগুলি কোনও সমস্যা তৈরি করবে না ৷ আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনও সমস্যা সমাধান করতে পারবেন । পেশাগত বিষয় আপনার অনুকূলে যাবে ৷ কেননা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন । এটিই আপনাকে সাফল্যের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: নতুন উপায়ে ভালোবাসা প্রকাশ করে আপনার মনের মানুষকে মুগ্ধ করতে পারবেন । বাইরের কোনও উদ্দীপনার দ্বারা প্রভাবিত হতে পারেন ৷ যা আপনার প্রিয়তমকে মোহিত করতে প্ররোচিত করবে। আর্থিক ক্ষেত্রে আপনি যৌথ উদ্যোগে নতুন কিছু শুরু করতে চাইবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা আছে । কর্মক্ষেত্রে আপনি কাজের চাপ থাকবে আজ ৷ পরিকল্পনা করে ও প্রাধান্য অনুযায়ী কাজগুলিকে সাজান ৷ তবে কাজের চাপ কমবে ৷

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার দুঃসাহসিক স্বভাব আপনার প্রিয়তমকে আকর্ষণ করবে। আপনার প্রতিভা প্রশংসিত হবে ৷ রোম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে যাবেন ৷ খুশির সময় আসতে চলেছে । টাকাপয়সার ক্ষেত্রে মার্কেট ট্রেন্ড নিয়ে গবেষণা করে সময়ের সদ্ব্যবহার করুন । দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে আপনাকে বিনিয়োগের রপরিকল্পনা করতে হবে। কর্মক্ষেত্রে আপনি অ্যাডভেঞ্চারের মেজাজে থাকবেন। ফলে প্রাত্যহিক রুটিন থেকে বহু প্রতীক্ষিত বিরতি নিতে চাইবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনার ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না । আপনার কর্ম আর ব্যক্তিগত জীবন পৃথক রাখুন ৷ দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিন ৷ ঠিক যতটা তাদের প্রাপ্য। নতুন কাজ শুরুর আগে দিনক্ষণ দেখে কাজ করুন ৷ আজ নতুন কিছু শুরু করার জন্য দিনটি বেশ ভালো ৷

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আজ সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে ৷ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনও সুযোগ পাবেন না ৷ অনলাইনে নিজের ব্যাঙ্ক-আমানত চেক করার মতো সময়ও আপনি পাবেন না। আপনার পেশাগত জীবন মসৃণভাবেই এগোবে। আপনাকে দিনের শুরুতে প্রচুর দায়িত্ব নিতে হবে কিন্তু সন্ধ্যের মধ্যেই আপনি অধিকাংশ কাজ সম্পন্ন করে ফেলবেন। আপনি কিছু ত্রুটি দেখতে পাবেন এবং সতর্ক হয়ে যাবেন।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার প্রেমজ জীবনের সম্প্রতি কিছু সাধারণ সমস্যা থেকে আপনি দূরে সরে থাকতে পারেন । এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দু‘জনের আন্তরিক প্রচেষ্টার জন্য। আপনি নিজেকে অনেক পরিণত করে তুলেছেন। আপনি আনন্দিত অনুভব করবেন যদি এই পরিবর্তনের সঙ্গে আপনি এগিয়ে চলেন। আপনাকে সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্টের কাজ শেষ করতে হবে ৷ যদিও আপনি প্রথমদিকে একটু দোলাচলে থাকবেন, কিন্তু কাজটি আপনি সুচারুভাবে সম্পন্ন করবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর: আপনি উদ্দীপনার সঙ্গে কাজ করবেন । যাইহোক, অফিসে বেশিক্ষণ কাজ করে অবসন্ন হয়ে পড়বেন । সহকর্মীদের আরও বেশি কাজের জন্য চাপ সৃষ্টি করলে তারা এটা পছন্দ নাও করতে পারে । সাধারণভাবে কাজ করতে দিলে অনায়াসেই ভালো ফলফল পাওয়া যাবে। আর্থিক বিষয় নিয়ে আজ খুব একটা চিন্তা ভাবনা না করলেও হবে ৷ পরিবারের সদস্যরা আপনার পাশে নৈতিক এবং অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি নিজের মোট সম্পদ বৃদ্ধির চেষ্টা করেন, আপনার নেটওয়ার্ক সেই রাস্তা খুলে দিতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: অর্থনৈতিক সমস্যা তখনই মিটতে পারে যদি আপনি নিজেকে শান্ত এবং স্থির রাখেন। দিনের দ্বিতীয়ার্ধে আপনার গ্রুপের অন্যান্য লোকজনের (অনলাইন বা অফলাইন) কাছ থেকে যে পরামর্শ পাবেন সেগুলো খুবই কার্যকরী। আজ আপনার নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে না । যাইহোক সময় যত এগোবে, তত আপনি অনুভব করতে পারবেন যে নক্ষত্রগত অবস্থান ক্রমাগত পরিবর্তিন হচ্ছে ৷ ভাগ্য আপনাকে সহায়তা করবে । সকালে আপনি তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে অনেক বেশি সময় ব্যয় করবেন ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: আজ আপনার স্বামী অথবা স্ত্রী-র সঙ্গে অনেক ভালোভাবে বোঝাপড়া মিটবে । আপনার মুখে হাসি ফুটবে ৷ কারণ অফিসে আপনার কাজ সবার দ্বারা সমাদৃত হবে। আপনার বস আপনার কাজে খুব খুশি হবেন ৷ তার ফলে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন। আপনার মনে হবে যে, আপনি সঠিক রাস্তাতেই রয়েছেন । যাইহোক, আপনার অর্থনৈতিক রেখাচিত্র আজকে হয়তো উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

Etv Bharat Horoscope
মেষ

মেষ: আজ কাজের চাপে আপনি সারাদিন ব্যস্ত থাকবেন ৷ অতিরিক্ত চাপ নিয়ে কাজ করবেন না ৷ এতে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। বুদ্ধি দিয়ে কাজ করুন ৷ আজ নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়িত করার জন্য ভালো ৷ আপনার ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজ ক্লায়েন্টদের সঙ্গে মিটিং ভালো হবে। উপার্জন বৃদ্ধির জন্য পুরনো যোগাযোগের নম্বর কাজে লাগান ৷

Etv Bharat Horoscope
বৃষ

বৃষ: নক্ষত্রগত অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ৷ চিন্তাভাবনা নির্ভুলভাবে প্রকাশ করতে পারবেন। আপনার প্রিয় মানুষের জন্য আজ আপনি সমস্ত আবেগ ঢেলে দেবেন। অর্থিক বিষয় সুনিশ্চিত করতে চিন্তা-ভাবনা শুরু করার আদর্শ সময় ৷

Etv Bharat Horoscope
মিথুন

মিথুন: ভালোবাসা ও সম্পর্কের জন্য আজ শুভ দিন । প্রবল কর্মব্যস্ততার কারণে মানসিক চাপ এবং উদ্বেগ থাকলেও প্রিয়তমের সান্নিধ্যে তা কাটিয়ে উঠবেন । আর্থিক দিকে থেকে আজ সমস্যা আসতে পারে ৷ আজ বেশ কিছু বাধার সম্মুখীন হওয়ান সম্ভাবনা আছে । পেশাগত ক্ষেত্রে আপনার মনে হবে আপনি বাধ্যবাধকতা থেকে কাজ করছেন। কিন্তু আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে ৷ কেননা আপনার প্রিয়জনকে দেখাতে হবে যে আপনি কাজের প্রতি কতটা নিষ্ঠাবান।

Etv Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশাগত পরিতৃপ্তির কথা আপনি আপনার প্রণয়ীর সঙ্গে ভাগ করে নেবেন। তিনি হয়ত আপনাকে সবকিছু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবেন ৷ প্রিয়জনের মতামত বোঝা ও সমর্থন করার জন্য নমনীয় ও উদারমনা হতে শিখুন । আর্থিক বিষয়েও বেশ কিছু চ্যালেঞ্জের সন্মুখীন হওযার সম্ভাবনা আছে ৷ যদিও আজ সেগুলি কোনও সমস্যা তৈরি করবে না ৷ আপনি আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনও সমস্যা সমাধান করতে পারবেন । পেশাগত বিষয় আপনার অনুকূলে যাবে ৷ কেননা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন । এটিই আপনাকে সাফল্যের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

Etv Bharat Horoscope
সিংহ

সিংহ: নতুন উপায়ে ভালোবাসা প্রকাশ করে আপনার মনের মানুষকে মুগ্ধ করতে পারবেন । বাইরের কোনও উদ্দীপনার দ্বারা প্রভাবিত হতে পারেন ৷ যা আপনার প্রিয়তমকে মোহিত করতে প্ররোচিত করবে। আর্থিক ক্ষেত্রে আপনি যৌথ উদ্যোগে নতুন কিছু শুরু করতে চাইবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা আছে । কর্মক্ষেত্রে আপনি কাজের চাপ থাকবে আজ ৷ পরিকল্পনা করে ও প্রাধান্য অনুযায়ী কাজগুলিকে সাজান ৷ তবে কাজের চাপ কমবে ৷

Etv Bharat Horoscope
কন্যা

কন্যা: আপনার দুঃসাহসিক স্বভাব আপনার প্রিয়তমকে আকর্ষণ করবে। আপনার প্রতিভা প্রশংসিত হবে ৷ রোম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে যাবেন ৷ খুশির সময় আসতে চলেছে । টাকাপয়সার ক্ষেত্রে মার্কেট ট্রেন্ড নিয়ে গবেষণা করে সময়ের সদ্ব্যবহার করুন । দীর্ঘমেয়াদী লাভের কথা মাথায় রেখে আপনাকে বিনিয়োগের রপরিকল্পনা করতে হবে। কর্মক্ষেত্রে আপনি অ্যাডভেঞ্চারের মেজাজে থাকবেন। ফলে প্রাত্যহিক রুটিন থেকে বহু প্রতীক্ষিত বিরতি নিতে চাইবেন।

Etv Bharat Horoscope
তুলা

তুলা: আপনার ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না । আপনার কর্ম আর ব্যক্তিগত জীবন পৃথক রাখুন ৷ দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিন ৷ ঠিক যতটা তাদের প্রাপ্য। নতুন কাজ শুরুর আগে দিনক্ষণ দেখে কাজ করুন ৷ আজ নতুন কিছু শুরু করার জন্য দিনটি বেশ ভালো ৷

Etv Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আজ সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে ৷ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনও সুযোগ পাবেন না ৷ অনলাইনে নিজের ব্যাঙ্ক-আমানত চেক করার মতো সময়ও আপনি পাবেন না। আপনার পেশাগত জীবন মসৃণভাবেই এগোবে। আপনাকে দিনের শুরুতে প্রচুর দায়িত্ব নিতে হবে কিন্তু সন্ধ্যের মধ্যেই আপনি অধিকাংশ কাজ সম্পন্ন করে ফেলবেন। আপনি কিছু ত্রুটি দেখতে পাবেন এবং সতর্ক হয়ে যাবেন।

Etv Bharat Horoscope
ধনু

ধনু: আপনার প্রেমজ জীবনের সম্প্রতি কিছু সাধারণ সমস্যা থেকে আপনি দূরে সরে থাকতে পারেন । এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দু‘জনের আন্তরিক প্রচেষ্টার জন্য। আপনি নিজেকে অনেক পরিণত করে তুলেছেন। আপনি আনন্দিত অনুভব করবেন যদি এই পরিবর্তনের সঙ্গে আপনি এগিয়ে চলেন। আপনাকে সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্টের কাজ শেষ করতে হবে ৷ যদিও আপনি প্রথমদিকে একটু দোলাচলে থাকবেন, কিন্তু কাজটি আপনি সুচারুভাবে সম্পন্ন করবেন।

Etv Bharat Horoscope
মকর

মকর: আপনি উদ্দীপনার সঙ্গে কাজ করবেন । যাইহোক, অফিসে বেশিক্ষণ কাজ করে অবসন্ন হয়ে পড়বেন । সহকর্মীদের আরও বেশি কাজের জন্য চাপ সৃষ্টি করলে তারা এটা পছন্দ নাও করতে পারে । সাধারণভাবে কাজ করতে দিলে অনায়াসেই ভালো ফলফল পাওয়া যাবে। আর্থিক বিষয় নিয়ে আজ খুব একটা চিন্তা ভাবনা না করলেও হবে ৷ পরিবারের সদস্যরা আপনার পাশে নৈতিক এবং অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি নিজের মোট সম্পদ বৃদ্ধির চেষ্টা করেন, আপনার নেটওয়ার্ক সেই রাস্তা খুলে দিতে পারে।

Etv Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: অর্থনৈতিক সমস্যা তখনই মিটতে পারে যদি আপনি নিজেকে শান্ত এবং স্থির রাখেন। দিনের দ্বিতীয়ার্ধে আপনার গ্রুপের অন্যান্য লোকজনের (অনলাইন বা অফলাইন) কাছ থেকে যে পরামর্শ পাবেন সেগুলো খুবই কার্যকরী। আজ আপনার নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে না । যাইহোক সময় যত এগোবে, তত আপনি অনুভব করতে পারবেন যে নক্ষত্রগত অবস্থান ক্রমাগত পরিবর্তিন হচ্ছে ৷ ভাগ্য আপনাকে সহায়তা করবে । সকালে আপনি তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে অনেক বেশি সময় ব্যয় করবেন ৷

Etv Bharat Horoscope
মীন

মীন: আজ আপনার স্বামী অথবা স্ত্রী-র সঙ্গে অনেক ভালোভাবে বোঝাপড়া মিটবে । আপনার মুখে হাসি ফুটবে ৷ কারণ অফিসে আপনার কাজ সবার দ্বারা সমাদৃত হবে। আপনার বস আপনার কাজে খুব খুশি হবেন ৷ তার ফলে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন। আপনার মনে হবে যে, আপনি সঠিক রাস্তাতেই রয়েছেন । যাইহোক, আপনার অর্থনৈতিক রেখাচিত্র আজকে হয়তো উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.