ETV Bharat / bharat

ইপিএফও-র মৃত্যু বিমা বৃদ্ধি পেয়ে সাত লাখ, বিস্তারিত জানুন - ইপিএফও-র মৃত্যু বিমা

প্রায় 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি গ্রাহকরা ইপিএফওয়ের আওতায় । এবার মৃত্যুতে সর্বনিম্ন বিমার পরিমাণ বাড়িয়ে আড়াই লাখ এবং সর্বোচ্চ ৭ লাখ করা হয়েছে । আগে ন্যূনতম বিমা ছিল 2 লাখ টাকা এবং সর্বাধিক বিমা ছিল 6 লাখ টাকা ।

EPFO
EPFO
author img

By

Published : May 20, 2021, 9:31 PM IST

করোনার দাপটে মৃত্যু মিছিল ক্রমেই বেড়ে চলেছে । পরিস্থিতির কথা চিন্তা করে কর্মচারী ভবিষ্য নিধি (প্রভিডেন্ট ফান্ড সংস্থা ডেথ ইন্সুরেন্স)-এ এককালীন নগদ অর্থের পরিমান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

প্রায় 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি গ্রাহকরা ইপিএফওয়ের আওতায় । এবার মৃত্যুতে সর্বনিম্ন বিমার পরিমাণ বাড়িয়ে আড়াই লাখ এবং সর্বোচ্চ 7 লাখ করা হয়েছে । আগে ন্যূনতম বিমা ছিল 2 লাখ টাকা এবং সর্বাধিক বিমা ছিল 6 লাখ টাকা ।

বিজ্ঞপ্তি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 2021 সালের 28 এপ্রিল থেকে আগামী তিন বছর ।

কর্মচারীদের আমানত সংযুক্ত বিমা (ইডিএলআই) কী ?

ইডিএলআই স্কিম এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডের তিনটি বড় স্কিমগুলির মধ্যে একটি । প্রকল্পটি 1976 সালে শুরু হয়েছিল । এই প্রকল্পটি নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে । সুতরাং প্রতিটি বিষয়টি নিয়ে বিশদে জেনে নেওয়া যাক । ইপিএফও তিন ধরনের স্কিম পরিচালনা করে । প্রথম- কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ, দ্বিতীয়- কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস, তৃতীয়- এমপ্লয়িজ় ডিপোজ়িট লিঙ্ক ইন্সুরেন্স অর্থাৎ ইডিএলআই ।

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় কর্মীর বেতনের বেসিক ও ডিএ থেকে 12 শতাংশ কাটা হয় । সমপরিমাণ দেয় সংশ্লিষ্ট সংস্থাও । কাজ চলে গেলে, গৃহ ঋণ শোধ করতে, বাড়ি কিনতে, বাড়ির সংস্কার করতে বা অন্য বিভিন্ন কারণে পিএফের টাকা তুলতে পারেন ইপিএফও অ্যাকাউন্টের গ্রাহকরা । ইপিএস-এর জন্যে আলাদা করে টাকা কাটা হয় না । নিয়োগকর্তা এই তহবিলে 8.33 শতাংশ টাকা জমা করে থাকে । ইডিএলআই স্কিমে কর্তৃপক্ষ ওই গ্রাহকের হয়ে 0.5 শতাংশ (কর্মী পিছু সর্বোচ্চ 75 টাকা প্রতি মাসে) অর্থ ‘কন্ট্রিবিউট’ করে ।

উল্লেখযোগ্য ভাবে, এই প্রকল্পটি বেসরকারি সমস্ত সংস্থার জন্য বাধ্যতামূলক নয় । মনে করা হচ্ছে, ইপিএফও- র সক্রিয় গ্রাহকদের মধ্যে 20 লাখেরও বেশি ইডিআইএল গ্রাহক রয়েছেন ।

আরও পড়ুন, রাজ্যে কৃষক সম্মান নিধির কিস্তি বন্ধ হোক; মোদিকে চিঠি দিলীপের

ইডিএলআই স্কিম কীভাবে কাজ করে ?

যে সব কর্মী মাসে 15 হাজারের কম মাসিক বেতন পান, তারা এই প্রকল্পটির সুবিধা পাবেন ।

যতক্ষণ আপনি কাজ করছেন, তার অর্থ পিএফ হিসাবে কেটে নেওয়া হচ্ছে, ততক্ষণ আপনি সুবিধাটি পাবেন । 12 মাস একটানা কোনও একটিই নির্দিষ্ট সংস্থায় কাজ করেছেন কি না তা জরুরি নয় এই ক্ষেত্রে । যদিও এর আগে সুবিধা খুব সীমাবদ্ধ ছিল । তবে বর্তমানে এটি সম্পূর্ণ কভারেজ সরবরাহ করছে ।

সংশোধিত নির্দেশিকা অনুসারে গ্রাহকের উপর নির্ভরশীলরা আড়াই লাখ থেকে সাত লাখ টাকার মধ্যে পাবেন । যদি মৃত ব্যক্তির মনোনীত কেউ (নমিনি) না থাকে তবে আইনি উত্তরাধিকারীরাই এই পরিমাণ দাবি করতে পারেন ।

করোনার দাপটে মৃত্যু মিছিল ক্রমেই বেড়ে চলেছে । পরিস্থিতির কথা চিন্তা করে কর্মচারী ভবিষ্য নিধি (প্রভিডেন্ট ফান্ড সংস্থা ডেথ ইন্সুরেন্স)-এ এককালীন নগদ অর্থের পরিমান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

প্রায় 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি গ্রাহকরা ইপিএফওয়ের আওতায় । এবার মৃত্যুতে সর্বনিম্ন বিমার পরিমাণ বাড়িয়ে আড়াই লাখ এবং সর্বোচ্চ 7 লাখ করা হয়েছে । আগে ন্যূনতম বিমা ছিল 2 লাখ টাকা এবং সর্বাধিক বিমা ছিল 6 লাখ টাকা ।

বিজ্ঞপ্তি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 2021 সালের 28 এপ্রিল থেকে আগামী তিন বছর ।

কর্মচারীদের আমানত সংযুক্ত বিমা (ইডিএলআই) কী ?

ইডিএলআই স্কিম এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডের তিনটি বড় স্কিমগুলির মধ্যে একটি । প্রকল্পটি 1976 সালে শুরু হয়েছিল । এই প্রকল্পটি নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে । সুতরাং প্রতিটি বিষয়টি নিয়ে বিশদে জেনে নেওয়া যাক । ইপিএফও তিন ধরনের স্কিম পরিচালনা করে । প্রথম- কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ, দ্বিতীয়- কর্মচারী পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস, তৃতীয়- এমপ্লয়িজ় ডিপোজ়িট লিঙ্ক ইন্সুরেন্স অর্থাৎ ইডিএলআই ।

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় কর্মীর বেতনের বেসিক ও ডিএ থেকে 12 শতাংশ কাটা হয় । সমপরিমাণ দেয় সংশ্লিষ্ট সংস্থাও । কাজ চলে গেলে, গৃহ ঋণ শোধ করতে, বাড়ি কিনতে, বাড়ির সংস্কার করতে বা অন্য বিভিন্ন কারণে পিএফের টাকা তুলতে পারেন ইপিএফও অ্যাকাউন্টের গ্রাহকরা । ইপিএস-এর জন্যে আলাদা করে টাকা কাটা হয় না । নিয়োগকর্তা এই তহবিলে 8.33 শতাংশ টাকা জমা করে থাকে । ইডিএলআই স্কিমে কর্তৃপক্ষ ওই গ্রাহকের হয়ে 0.5 শতাংশ (কর্মী পিছু সর্বোচ্চ 75 টাকা প্রতি মাসে) অর্থ ‘কন্ট্রিবিউট’ করে ।

উল্লেখযোগ্য ভাবে, এই প্রকল্পটি বেসরকারি সমস্ত সংস্থার জন্য বাধ্যতামূলক নয় । মনে করা হচ্ছে, ইপিএফও- র সক্রিয় গ্রাহকদের মধ্যে 20 লাখেরও বেশি ইডিআইএল গ্রাহক রয়েছেন ।

আরও পড়ুন, রাজ্যে কৃষক সম্মান নিধির কিস্তি বন্ধ হোক; মোদিকে চিঠি দিলীপের

ইডিএলআই স্কিম কীভাবে কাজ করে ?

যে সব কর্মী মাসে 15 হাজারের কম মাসিক বেতন পান, তারা এই প্রকল্পটির সুবিধা পাবেন ।

যতক্ষণ আপনি কাজ করছেন, তার অর্থ পিএফ হিসাবে কেটে নেওয়া হচ্ছে, ততক্ষণ আপনি সুবিধাটি পাবেন । 12 মাস একটানা কোনও একটিই নির্দিষ্ট সংস্থায় কাজ করেছেন কি না তা জরুরি নয় এই ক্ষেত্রে । যদিও এর আগে সুবিধা খুব সীমাবদ্ধ ছিল । তবে বর্তমানে এটি সম্পূর্ণ কভারেজ সরবরাহ করছে ।

সংশোধিত নির্দেশিকা অনুসারে গ্রাহকের উপর নির্ভরশীলরা আড়াই লাখ থেকে সাত লাখ টাকার মধ্যে পাবেন । যদি মৃত ব্যক্তির মনোনীত কেউ (নমিনি) না থাকে তবে আইনি উত্তরাধিকারীরাই এই পরিমাণ দাবি করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.