ETV Bharat / bharat

Birth of four Namibian Cheetah Cubs: নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত একটি চিতার চারটি শাবকের জন্ম - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নামিবিয়া থেকে আসা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে (Birth of four Namibian Cheetah Cubs) ৷ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার এই খবর দিয়েছেন ৷

Birth of four Namibian Cheetah Cubs
Birth of four Namibian Cheetah Cubs
author img

By

Published : Mar 29, 2023, 3:04 PM IST

Updated : Mar 29, 2023, 5:58 PM IST

একটি চিতার চারটি শাবকের জন্ম

ভোপাল, 29 মার্চ: নামিবিয়া (Namibia) থেকে নিয়ে আসা একটি চিতার মৃত্যু হয়েছে দিনকয়েক আগেই ৷ সেই খারাপ খবরের রেশ কাটার আগেই কুনো জাতীয় উদ্য়ান (Kuno National Park) থেকে খুশির খবর এল ৷ নামিবিয়া থেকে আনা চিতাদের মধ্যে একটি চারটি শাবকের জন্ম দিয়েছে ৷ বুধবারই এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Environment Minister Bhupender Yadav) ৷ এদিন এই নিয়ে তিনি টুইট করেন ৷

এদিন টুইটারে কেন্দ্রীয়মন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে 2022-এর 17 সেপ্টেম্বর যে চিতাগুলি আনা হয়েছিল, সেগুলির মধ্যে একটি চারটি শাবকের জন্ম দিয়েছে ৷ এই ঘটনাকে তিনি 'অমৃত কাল'-এর সময় ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন ।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রজেক্ট চিতার পুরো দলের সদস্যদের অভিনন্দন জানান (Union Minister Praises Team of Project Cheetah) । এই দলই নামিবিয়া থেকে চিতা ফিরিয়ে আনা ও কুনোয় রক্ষণাবেক্ষণের কাজ করেছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী এই কাজে প্রজেক্ট চিতার দলের সদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন ৷

প্রসঙ্গত, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন ৷ সেই উপলক্ষ্য়েই ওইদিন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আটটি চিতা ছাড়া হয় ৷ তার মধ্য়ে পাঁচটি স্ত্রী চিতা ও তিনটি পুরুষ চিতা ছিল ৷ প্রথমে সেগুলিকে কোয়ারিন্টিনে রাখা হয় ৷ তার পর তাদের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হয় ৷ এই খবর পেয়ে উল্লসিত প্রধানমন্ত্রীও ৷ তিনি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর টুইটটি রিটুইটও করে লিখেছেন, ‘‘দারুণ ৷’’

তবে শুধু নামিবিয়া নয় পরে দক্ষিণ আফ্রিকা থেকেও 12টি চিতা ভারতে আনা হয় ৷ গত 18 ফেব্রুয়ারি সেগুলি কুনোতে ছাড়া হয়েছে৷ ভারতের জঙ্গলে একসময় চিতা ছিল ৷ কিন্তু চোরাশিরকারিদের কবলে পড়ে স্বাধীনতার আগেই ভারতে চিতার বিলুপ্ত হয়ে যায় ৷ 1947 সালে ভারতে শেষ চিতার মৃত্যু হয় ৷ 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রজাতি ঘোষণা করা হয় ৷

স্বাধীনতার 75 বছর পর ভারতে ফের চিতা ফিরেছে গত সেপ্টেম্বরে ৷ এই নিয়ে সেই সময় কম হইচই হয়নি ৷ কিন্তু সম্প্রতি নামিবিয়া থেকে আনা চিতা সাশার মৃত্যু হয় ৷ কিডনি সংক্রান্ত সমস্যার জেরে ওই চিতার মৃত্যু হয় ৷ এই নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর৷ ভারতের আবহাওয়ায় চিতার কোনও সমস্যা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হয় ৷

একটি চিতার চারটি শাবকের জন্ম

ভোপাল, 29 মার্চ: নামিবিয়া (Namibia) থেকে নিয়ে আসা একটি চিতার মৃত্যু হয়েছে দিনকয়েক আগেই ৷ সেই খারাপ খবরের রেশ কাটার আগেই কুনো জাতীয় উদ্য়ান (Kuno National Park) থেকে খুশির খবর এল ৷ নামিবিয়া থেকে আনা চিতাদের মধ্যে একটি চারটি শাবকের জন্ম দিয়েছে ৷ বুধবারই এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Environment Minister Bhupender Yadav) ৷ এদিন এই নিয়ে তিনি টুইট করেন ৷

এদিন টুইটারে কেন্দ্রীয়মন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে 2022-এর 17 সেপ্টেম্বর যে চিতাগুলি আনা হয়েছিল, সেগুলির মধ্যে একটি চারটি শাবকের জন্ম দিয়েছে ৷ এই ঘটনাকে তিনি 'অমৃত কাল'-এর সময় ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন ।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রজেক্ট চিতার পুরো দলের সদস্যদের অভিনন্দন জানান (Union Minister Praises Team of Project Cheetah) । এই দলই নামিবিয়া থেকে চিতা ফিরিয়ে আনা ও কুনোয় রক্ষণাবেক্ষণের কাজ করেছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী এই কাজে প্রজেক্ট চিতার দলের সদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন ৷

প্রসঙ্গত, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন ৷ সেই উপলক্ষ্য়েই ওইদিন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আটটি চিতা ছাড়া হয় ৷ তার মধ্য়ে পাঁচটি স্ত্রী চিতা ও তিনটি পুরুষ চিতা ছিল ৷ প্রথমে সেগুলিকে কোয়ারিন্টিনে রাখা হয় ৷ তার পর তাদের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হয় ৷ এই খবর পেয়ে উল্লসিত প্রধানমন্ত্রীও ৷ তিনি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর টুইটটি রিটুইটও করে লিখেছেন, ‘‘দারুণ ৷’’

তবে শুধু নামিবিয়া নয় পরে দক্ষিণ আফ্রিকা থেকেও 12টি চিতা ভারতে আনা হয় ৷ গত 18 ফেব্রুয়ারি সেগুলি কুনোতে ছাড়া হয়েছে৷ ভারতের জঙ্গলে একসময় চিতা ছিল ৷ কিন্তু চোরাশিরকারিদের কবলে পড়ে স্বাধীনতার আগেই ভারতে চিতার বিলুপ্ত হয়ে যায় ৷ 1947 সালে ভারতে শেষ চিতার মৃত্যু হয় ৷ 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রজাতি ঘোষণা করা হয় ৷

স্বাধীনতার 75 বছর পর ভারতে ফের চিতা ফিরেছে গত সেপ্টেম্বরে ৷ এই নিয়ে সেই সময় কম হইচই হয়নি ৷ কিন্তু সম্প্রতি নামিবিয়া থেকে আনা চিতা সাশার মৃত্যু হয় ৷ কিডনি সংক্রান্ত সমস্যার জেরে ওই চিতার মৃত্যু হয় ৷ এই নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর৷ ভারতের আবহাওয়ায় চিতার কোনও সমস্যা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হয় ৷

Last Updated : Mar 29, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.