নয়াদিল্লি, 29 অক্টোবর: যান্ত্রিক ত্রুটির কারণে উড়ল না ইন্ডিগোর বিমান । দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল 6E-2131 বিমানটির। কিন্তু রওনা দেওয়ার একটু আগে পাইলট বুঝতে পারেন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে । ইঞ্জিন থেকে আগুনের ফুলকিও বেরতে দেখা যায় । বিমানের এক যাত্রী সেই দৃশ্য মোবাইলে ধরে রাখেন । এরপরই যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে শুক্রবারের এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of civil aviation asked for a detailed report ) । জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রকের তরফে একটি টুইটও করা হয়েছে । তাতে লেখা, "বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।"
আরও পড়ুন: নয়া সমন! সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির
জানা গিয়েছে বিমানে মোট 177 জন যাত্রী ছিলেন । ছিলেন 7 বিমান কর্মীও । তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। ঘটনার পর ক্ষমা চেয়ে ইন্ডিগো । সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির যাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থাও করা হয়েছে । এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।
গত কয়েকমাসের মধ্যে বারবার এই ধরনের বিমান বিভ্রাটের ঘটনা ঘটছে । এর আগে স্পাইশজেটে বিমানেও বিভ্রাট হয়েছে বেশ কয়েকবার । যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্পাইসের থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিল ডিজিসিএ । এবার আবার ইন্ডিগোর বিমানে বিভ্রাট দেখা দিল ।