ETV Bharat / bharat

অনন্তনাগে এনকাউন্টারে মৃত 4 জঙ্গি

কাশ্মীরের অনন্তনাগে তীব্র এনকাউন্টারে মৃত্যু হল চার জঙ্গির। এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

author img

By

Published : Feb 24, 2021, 1:00 PM IST

encounter-underway-at-shalgul-forest-area-in-jks-anantnag
অনন্তনাগে এনকাউন্টারে মৃত 4 জঙ্গি

শ্রীনগর, 24 ফেব্রুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে । অনন্তনাগে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় চার জঙ্গির । গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । আপাতত ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ''শ্রীগুফওয়ারার শালকুল জঙ্গল এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে ।'' গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে, বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী । সিআরপিএফ প্রথমে জানিয়েছিল, 2-3 জন জঙ্গিকে ফাঁদে ফেলেছে বাহিনী । এরপর জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে পালটা গুলি চালাতে শুরু করে বাহিনী । দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। গুলিবিদ্ধ হয়ে চারজন জঙ্গির মৃত্যু হয়েছে । তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি । ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ।

আরও পড়ুন: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা

19 ফেব্রুয়ারি শোপিয়ানের বদিগামে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল 3 জন লস্কর জঙ্গির । শোপিয়ানে অপর একটি এনকাউন্টারে শহিদ হন একজন স্পেশাল পুলিশ অফিসার । জখম হন আরও একজন পুলিশকর্মী ।

শ্রীনগর, 24 ফেব্রুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে । অনন্তনাগে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় চার জঙ্গির । গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । আপাতত ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ''শ্রীগুফওয়ারার শালকুল জঙ্গল এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে ।'' গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে, বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী । সিআরপিএফ প্রথমে জানিয়েছিল, 2-3 জন জঙ্গিকে ফাঁদে ফেলেছে বাহিনী । এরপর জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে পালটা গুলি চালাতে শুরু করে বাহিনী । দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। গুলিবিদ্ধ হয়ে চারজন জঙ্গির মৃত্যু হয়েছে । তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি । ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ।

আরও পড়ুন: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা

19 ফেব্রুয়ারি শোপিয়ানের বদিগামে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল 3 জন লস্কর জঙ্গির । শোপিয়ানে অপর একটি এনকাউন্টারে শহিদ হন একজন স্পেশাল পুলিশ অফিসার । জখম হন আরও একজন পুলিশকর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.