শ্রীনগর, 2 অক্টোবর: উৎসবের মরশুমে ফের অশান্ত জম্মু-কাশ্মীর ৷ রবিবার সকাল থেকেই চলছে গোলাগুলি ৷ সূত্রের খবর, এদিন সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) শোপিয়ান জেলার (Shopian District) বাসকুচান ইমামসাহিব (Baskuchan Imamsahib) এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে ৷ সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর (Encounter in Shopian) ৷ তাতে ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷
ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইট করে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ রবিবার সকাল 9টা 58 মিনিটে করা সেই টুইটে তারা লিখেছে, "শোপিয়ানের বাসকুচানে গুলির লড়াই শুরু হয়েছে ৷ পুলিশ এবং নিরাপত্তাবাহিনী তাদের কাজ করছে ৷ পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আরও তথ্য পেশ করা হবে ৷"
-
#Encounter has started at Baskuchan area of #Shopian. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at Baskuchan area of #Shopian. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 2, 2022#Encounter has started at Baskuchan area of #Shopian. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 2, 2022
আরও পড়ুন: পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দেয়, তা আর কোনও দেশ করে না ! দাবি জয়শংকরের
প্রসঙ্গত, একদিকে যখন দুর্গাপুজো এবং নবরাত্রি উপলক্ষে দেশের নানা প্রান্তের মানুষ উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই জম্মু-কাশ্মীরে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা ৷ গত শুক্রবার নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয় ৷ পুলিশের দাবি, নিহতদের সঙ্গে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সম্পর্ক ছিল ৷ বারামুলায় একটি এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷
সূত্রের খবর, গোপনে জঙ্গিদের ঘাঁটি গাড়ার খবর পেয়েই বারামুলায় ওই যৌথ অভিযান চালানো হয়েছিল ৷ নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল, বারামুলা জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরা অঞ্চলে আশ্রয় নিয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী ৷ তাদের খোঁজেই শুরু হয় তল্লাশি অভিযান ৷ যৌথ অভিযানে সামিল হয় জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং এসএসবি ৷ অভিযোগ, অভিযান চলাকালীন যৌথবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা ৷ পালটা জবাব দেন বাহিনীর সদস্যরাও ৷ তাতেই প্রাণ যায় দুই সন্ত্রাসবাদীর ৷