মুম্বই, 6 মে : মুম্বই বিমানবন্দরে একটি ব্যক্তিগত বিমানের জরুরি অবতরণ ৷ নাগপুর থেকে হায়দরাবাদ আসছিল বিমানটি ৷ কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷ তারপরই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয় ৷ মুম্বই বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে ৷ তবে কারোর কিছু ক্ষতি হয়নি ৷
নাগপুর থেকে উড়ান নিয়ে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু পরেই, চালক বিমানে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন ৷ তারপরই মুম্বই বিমান বন্দরে সাহায্যের আবেদন করেন পাইলট ৷ এরপর মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে জরুরি অবতরণ করার অনুমতি দেয় ৷ নিরাপদেই বিমানটি মুম্বইয়ের মাটি ছোঁয় ৷
আরও পড়ুন : দলবদলুদের চাইল না বাংলা
করোনা প্যানডেমিক এয়ারলাইন্সে ব্যাপক প্রভাব ফেলেছে ৷ তবে তা সামাল দিয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছিল অসামরিক বিমান পরিষেবা ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ফের একবার অসামরিক বিমান পরিষেবায় প্রভাব ফেলেছে ৷ মার্চের তুলনায় এপ্রিল মাসে প্রায় 40 শতাংশ বিমান বাতিল করা হয়েছে ৷