পটনা, 3 জানুয়ারি: পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি ৷ যার জেরে উড়ানের সঙ্গে সঙ্গে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় পটনা বিমানবন্দরে ৷ বুধবার বেলা 12টা 40 মিনিটে ঘটনাটি ঘটেছে ৷ ইন্ডিগোর 6ই 2074 বিমানটিতে সওয়ার সকল যাত্রী এবং বিমান কর্মীরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে ৷ বিমান সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটির চাকায় কোনও সমস্যা দেখা দিয়েছিল ৷ যার জেরে বিমানটিকে দ্রুত অবতরণের পর সাইডলাইনে নিয়ে যাওয়া হয় ৷
পটনা বিমানবন্দরের তরফে বলা হয়েছে, এ দিন বেলা 12টার সময় পটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর 6ই 2074 বিমানটির ৷ কিন্তু, 40 মিনিট দেরিতে সেটি রওনা দেয় ৷ টেক-অফের পরেই বিমানের চাকায় কিছু সমস্যা দেখা দেয় ৷ বিমানের ক্যাপ্টেন দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বিষয়টি জানায়, এর পরেই বিমানটির মুখ ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয় ৷ তবে, চাকায় সমস্যা হলেও, রানওয়েতে নামার সময় কোনও অসুবিধা হয়নি ৷ এর পর সাইড লাইনে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়াররা বিমানটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখে ৷
উল্লেখ্য, বিমানে বোর্ডিং করা 187 জন যাত্রীর সকলেই নিরাপদে রয়েছেন ৷ তাঁদের অন্য বিমানে দিল্লি পাঠানোর ব্যবস্থা করে ইন্ডিগো বিমান সংস্থা ৷ পটনা বিমানবন্দরের নির্দেশক আঁচল প্রকাশ বলেন, "বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে ৷ কোনও ক্ষতি হয়নি ৷ পাইলট বিমানে যান্ত্রিক ত্রুটি রিপোর্ট করেছিলেন ৷ বিমানের যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন ৷
জানা গিয়েছে, বিমানে বোর্ডিং করেছিলেন বিহারের মন্ত্রী সঞ্জয় ঝা ৷ তিনি আর পরিবর্তিত বিমান ধরে দিল্লি যাননি ৷ তিনি বাড়ি ফিরে যান ৷ অন্যদিকে, সীতামারহির জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টু বিমানে ছিলেন ৷ মন্ত্রী সঞ্জয় ঝা বাদে বাকিদের নিয়ে অন্য বিমানে করে যাত্রীদের দিল্লি পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: