ETV Bharat / bharat

Tiger Kills Girl: বিহারে বাঘের হানায় বালিকার মৃত্যু, আতঙ্কে গ্রামবাসীরা - বাল্মিকী রিজার্ভ ফরেস্ট

বিহারের বাল্মিকী রিজার্ভ ফরেস্টে (Valmiki Reserve Forest) ফের বাঘের হানা ৷ মৃত্যু হল এক বালিকার (Tiger Kills Girl) ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ বন দফতর বাঘটিকে ধরার চেষ্টা করছে ৷

Elusive man eater tiger kills girl at a village close to Valmiki Reserve Forest in Bihar
Tiger Kills Girl: বিহারে বাঘের হানায় বালিকার মৃত্যু, আতঙ্কে গ্রামবাসীরা
author img

By

Published : Oct 6, 2022, 12:24 PM IST

বগহা (পশ্চিম চম্পারণ, বিহার), 6 অক্টোবর : ঘুমন্ত বালিকাকে তুলে নিয়ে গেল বাঘ ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে বিহারে ৷ সেখানকার পশ্চিম চম্পারণ জেলার সিংহি গ্রামে 12 বছরের ওই বালিকার বাড়ি ৷ সেখানেই ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে যে মেয়েটির নাম বাগদি ৷ তার বাবার নাম রমাকান্ত মাঞ্ঝি ৷ তিনি জানিয়েছেন, বুধবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ বাঘে তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পারে ৷ তাঁরা হইচই করলে বাড়ির অদূরে বাগদির দেহ ফেলে দিয়ে পালিয়ে যায় বাঘটি (Tiger Kills Girl) ৷

বিহারের পশ্চিম চম্পারণ জেলাতেই রয়েছে বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্ট (Valmiki Reserve Forest) ৷ বাঘটি সেখান থেকেই এসেছিল বলে অনুমান করছে প্রশাসন ৷ তবে এই প্রথম নয়, গত এক মাসে এই নিয়ে তিনটি এই ধরনের ঘটনা ঘটল ৷ ফলে বিষয়টি প্রশাসনের কাছে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ৷

এই নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয়দের দাবি, বাল্মিকী টাইগার রিজার্ভের মধ্যে যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের অন্তত সাতজন গত পাঁচ মাসে বাঘের হানার মুখে পড়েছেন ৷ এর আগে পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ বাগদির ঘটনায় সব মিলিয়ে ছ’জনের মৃত্যু হল ৷

বন দফতরের দাবি, তারা মানুষখেকো ওই বাঘটিকে (Man Eater Tiger) ধরার চেষ্টা করছে গত কয়েকমাস ধরেই ৷ কিন্তু এখনও সেটিকে চিহ্নিত করা যায়নি ৷ কারণ বাঘটি ক্রমাগত জায়গা বদল করছে ৷ বাঘটির সন্ধানে জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন অন্তত 150 জন বনকর্মী ৷ গুলি চালাতে দক্ষ কর্মীদের পটনা ও হায়দরাবাদ থেকে নিয়ে এসেছে বন বিভাগ (Forest Department) ৷ ফাঁদও পাতা হয়েছে একাধিক জায়গায় ৷ তার পরও কাজ হয়নি ৷

ফলে নতুন করে আবার অন্য কোনও গ্রামে এই বাঘ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে ৷ এখন দেখার কবে ধরা পড়ে এই মানুষ খেকো বাঘ !

আরও পড়ুন : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দরবনকে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

বগহা (পশ্চিম চম্পারণ, বিহার), 6 অক্টোবর : ঘুমন্ত বালিকাকে তুলে নিয়ে গেল বাঘ ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে বিহারে ৷ সেখানকার পশ্চিম চম্পারণ জেলার সিংহি গ্রামে 12 বছরের ওই বালিকার বাড়ি ৷ সেখানেই ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে যে মেয়েটির নাম বাগদি ৷ তার বাবার নাম রমাকান্ত মাঞ্ঝি ৷ তিনি জানিয়েছেন, বুধবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ বাঘে তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পারে ৷ তাঁরা হইচই করলে বাড়ির অদূরে বাগদির দেহ ফেলে দিয়ে পালিয়ে যায় বাঘটি (Tiger Kills Girl) ৷

বিহারের পশ্চিম চম্পারণ জেলাতেই রয়েছে বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্ট (Valmiki Reserve Forest) ৷ বাঘটি সেখান থেকেই এসেছিল বলে অনুমান করছে প্রশাসন ৷ তবে এই প্রথম নয়, গত এক মাসে এই নিয়ে তিনটি এই ধরনের ঘটনা ঘটল ৷ ফলে বিষয়টি প্রশাসনের কাছে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ৷

এই নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয়দের দাবি, বাল্মিকী টাইগার রিজার্ভের মধ্যে যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের অন্তত সাতজন গত পাঁচ মাসে বাঘের হানার মুখে পড়েছেন ৷ এর আগে পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ বাগদির ঘটনায় সব মিলিয়ে ছ’জনের মৃত্যু হল ৷

বন দফতরের দাবি, তারা মানুষখেকো ওই বাঘটিকে (Man Eater Tiger) ধরার চেষ্টা করছে গত কয়েকমাস ধরেই ৷ কিন্তু এখনও সেটিকে চিহ্নিত করা যায়নি ৷ কারণ বাঘটি ক্রমাগত জায়গা বদল করছে ৷ বাঘটির সন্ধানে জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন অন্তত 150 জন বনকর্মী ৷ গুলি চালাতে দক্ষ কর্মীদের পটনা ও হায়দরাবাদ থেকে নিয়ে এসেছে বন বিভাগ (Forest Department) ৷ ফাঁদও পাতা হয়েছে একাধিক জায়গায় ৷ তার পরও কাজ হয়নি ৷

ফলে নতুন করে আবার অন্য কোনও গ্রামে এই বাঘ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে ৷ এখন দেখার কবে ধরা পড়ে এই মানুষ খেকো বাঘ !

আরও পড়ুন : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দরবনকে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.