ETV Bharat / bharat

Elon Mask: টুইটার ব্লু টিক সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে, জানালেন মাস্ক

টুইটার ব্লু টিক (Twitter Blue Tick) সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে বলে টুইটে জানিয়েছেন ইলন মাস্ক (Elon Mask) ৷ ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য টুইটারের কিছু অ্যাকাউন্টে অফিসিয়াল লেবেল লাগানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

Elon Mask
Elon Mask
author img

By

Published : Nov 13, 2022, 12:49 PM IST

Updated : Nov 13, 2022, 12:58 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: টুইটার ব্লু টিক (Twitter Blue Tick) গ্রাহকদের আইফোনেতে সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে । টুইটার প্রধান ইলন মাস্ক (Twitter Chief Elon Mask) রবিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন ৷ জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে জাল অ্যাকাউন্টের অভিযোগ পাওয়ার পর তার 8 ডলার সাবস্ক্রিপশন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ৷

গত সপ্তাহে টাকা দিয়ে অ্যাকাউন্ট যাচাই করার পরিষেবা চালু হয় ৷ এরপরই দেখা গিয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Former US President Donald Trump) মতো বিখ্যাত ব্যক্তিত্বদের অনেক জাল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে । এমনকী কিছু যাচাই করা অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যারিফায়েড হওয়ার সত্ত্বেও সেগুলি ভুয়ো হতে পারে ৷ যেমন, গেমিং চরিত্র সুপার মারিও (Super Mario) এবং লেকার্স প্লেয়ার লেব্রন জেমসের (Lakers Player LeBron James) এরকম ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে ।

বিষয়টি নিয়ে ইলন মাস্ক টুইট করেন, "অন্য কারও অ্যাকাউন্ট জাল করার চেষ্টা করা হলে, যেকোন অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে ৷ যতক্ষণ না সেই ব্যক্তি তার এটি একটি প্যারোডি বা সত্যিকারের অ্যাকাউন্ট বলে প্রমাণ করতে পারছে ।" "ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিছু অ্যাকাউন্টে অফিসিয়াল লেবেল লাগিয়েছি ৷" টুইটার সাপোর্ট (Twitter Support) সংকট মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসাবে শুক্রবার এই টুইট করেছে ।

Elon Mask
ইলন মাস্কের টুইট

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার 'অফিসিয়াল' ! মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে

উল্লেখ্য, টুইটারে ব্লু টিক আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট যাচাই করে দেওয়া হতো ৷ কিন্তু টুইটারকে আয় বাড়াতে নতুন নীতির ঘোষণা করা হয় ৷ তাতে বলা হয়, টাকা দিয়ে অর্থাৎ একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ ব্লু টিক নিতে পারে ৷ এই সপ্তাহের শুরুতে এই নতুন নিয়মটি চালু করা হয়েছিল ৷ তবে পরে তা স্থগিত হয়ে যায় । এবার সেটি ফিরে আসার ঘোষণা হল ।

নয়াদিল্লি, 13 নভেম্বর: টুইটার ব্লু টিক (Twitter Blue Tick) গ্রাহকদের আইফোনেতে সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে । টুইটার প্রধান ইলন মাস্ক (Twitter Chief Elon Mask) রবিবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন ৷ জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে জাল অ্যাকাউন্টের অভিযোগ পাওয়ার পর তার 8 ডলার সাবস্ক্রিপশন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ৷

গত সপ্তাহে টাকা দিয়ে অ্যাকাউন্ট যাচাই করার পরিষেবা চালু হয় ৷ এরপরই দেখা গিয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Former US President Donald Trump) মতো বিখ্যাত ব্যক্তিত্বদের অনেক জাল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে । এমনকী কিছু যাচাই করা অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যারিফায়েড হওয়ার সত্ত্বেও সেগুলি ভুয়ো হতে পারে ৷ যেমন, গেমিং চরিত্র সুপার মারিও (Super Mario) এবং লেকার্স প্লেয়ার লেব্রন জেমসের (Lakers Player LeBron James) এরকম ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে ।

বিষয়টি নিয়ে ইলন মাস্ক টুইট করেন, "অন্য কারও অ্যাকাউন্ট জাল করার চেষ্টা করা হলে, যেকোন অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে ৷ যতক্ষণ না সেই ব্যক্তি তার এটি একটি প্যারোডি বা সত্যিকারের অ্যাকাউন্ট বলে প্রমাণ করতে পারছে ।" "ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিছু অ্যাকাউন্টে অফিসিয়াল লেবেল লাগিয়েছি ৷" টুইটার সাপোর্ট (Twitter Support) সংকট মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসাবে শুক্রবার এই টুইট করেছে ।

Elon Mask
ইলন মাস্কের টুইট

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার 'অফিসিয়াল' ! মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে

উল্লেখ্য, টুইটারে ব্লু টিক আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট যাচাই করে দেওয়া হতো ৷ কিন্তু টুইটারকে আয় বাড়াতে নতুন নীতির ঘোষণা করা হয় ৷ তাতে বলা হয়, টাকা দিয়ে অর্থাৎ একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ ব্লু টিক নিতে পারে ৷ এই সপ্তাহের শুরুতে এই নতুন নিয়মটি চালু করা হয়েছিল ৷ তবে পরে তা স্থগিত হয়ে যায় । এবার সেটি ফিরে আসার ঘোষণা হল ।

Last Updated : Nov 13, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.