হায়দরাবাদ, 16 অগস্ট: তাহলে কি খেলার ময়দানে মুখোমুখি হচ্ছেন না ইলন মাস্ক ও মার্ক জুকেরবার্গ ? তাঁদের মধ্যে কোনও 'কেজ ম্যাচ'ই হবে না বলে মনে করছে নেটদুনিয়া ৷ আর এই জল্পনা শুরু হয়েছে মাস্কের করা পোস্টের পর ৷ লড়াইয়ের বিষয়টি নাকি মজার ছলে বলেছিলেন টুইটার মালিক ৷ সকলকে নিরাশ করে বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই জানালেন মাস্ক ৷
তিনি লেখেন, "ফাইট রিক্যাপ: আমি জুকের সঙ্গে লড়াই করার বিষয়ে রসিকতা করেছিলাম ৷ এরপরেই জুক বলেছিল, আমাকে লোকেশন পাঠাও ৷ আমি বলেছিলান ইতালিতে হতে পারে লড়াই ৷ কিন্তু জুক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ৷ আমি এরপর তাঁর বাড়িতে কেজ ম্যাচের কথা বলি ৷ কারণ ওটাই নিরাপদ স্থান ৷ কিন্তু তিনি সেসময় ভ্রমণে ব্যস্ত ছিলেন ৷ তারপর আমি লিখি এমন কোনও জায়গা আছে যেখানে সে লড়াই করতে রাজি হবে?"
প্রসঙ্গত, 'কেজ ম্যাচ'হওয়ার কথা ছিল টুইটারের সিইও ইলন মাস্ক এবং মেটা ও থ্রেডসের মালিক মার্ক জুকেরবার্গের মধ্যে ৷ একটি টুইট দিয়ে শুরু হয়েছিল সবটা ৷ মানুষজন আগ্রহ ছিল এই খেলা দেখার জন্য ৷ এমনকী মাস্ক এমনটাও জানিয়েছিলেন, লড়াইটি তাঁর সোশাল মিডিয়া সাইট এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এই খেলা থেকে যে আয় হবে তা প্রবীণদের জন্য একটি দাতব্য সংস্থায় দান করা হবে । এর জেরে এই খেলা নিয়ে নেটিজেনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ তবে ইলন মাস্ক সব আশায় জল ঢেলে দিল ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি রসিকতা ছাড়া আরও কিছুই ছিল না ৷ সেই দিয়ে বিষয়টি শুরু হয়েছিল ৷ তবে পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, মার্ক জুকেরবার্গ লড়াই থেকে পালিয়ে গিয়েছেন ।
- — ElmoERC (@RealElmoERC) August 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— ElmoERC (@RealElmoERC) August 15, 2023
">— ElmoERC (@RealElmoERC) August 15, 2023
অপরদিকে গত সপ্তাহে জুকারবার্গ জানিয়েছিলেন, মুভ অন ৷ কারণ মাস্ক প্রস্তাবিত লড়াইকে গুরুত্ব সহকারে দেখছে না । তার বদলে তিনি তারিখ ঠিক হচ্ছে না বলে অজুহাত দিচ্ছেন ৷ তিনি জানান, খেলাটিকে গুরুত্ব সহকারে নেওয়া লোকেদের সঙ্গেই তিনি প্রতিযোগিতা করবেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="Post by @zuckView on ThreadsPost by @zuckView on ThreadsPost by @zuckView on Threads
আরও পড়ুন: মার্ক জুকেরবার্গের সঙ্গে 'কেজ ম্যাচে' মুখোমুখি ইলন মাস্ক, লাইভ-স্ট্রিমের সম্ভাবনা এক্সে
থ্রেডস হ্যান্ডেলে মার্ক জুকেরবার্গ লেখেন, "আমি মনে করি আমরা সবাই বুঝে গিয়েছি ইলন খেলাটি নিয়ে একদমই আগ্রহী নয় এবং ফলে এটা থেকে মুভ অন করাই ভালো । আমি লড়াই করবে বলে সত্যিকারের একটি তারিখের প্রস্তাব দিয়েছিলাম । এটিকে দাতব্য প্রতিষ্ঠানের জন্য খেলাটা করার কথা বলেছিলাম । তবে ইলন কোনও তারিখ নিশ্চিত করেনি ৷ তারপরে বললেন তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ৷ এখন তার পরিবর্তে আমার বাড়ির উঠোনে একটি অনুশীলন ম্যাচ করতে বলছে ।"