ETV Bharat / bharat

EC to Use AI Tools: 2024-এর জন্য কর্মীদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনের হাতিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স - নির্বাচন কমিশন

2024-এর লোকসভা নির্বাচনের জন্য আধিকারিকদের প্রশিক্ষণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে নির্বাচন কমিশন ৷ এ কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ।

EC to Use AI Tools
EC to Use AI Tools
author img

By

Published : Jun 6, 2023, 6:49 PM IST

নয়াদিল্লি, 6 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনের এক বছর আগে, দেশের নির্বাচন কমিশন তাদের আধিকারিকদের কমিশনের প্রশিক্ষণ ও সক্ষমতা-নির্মাণের শাখা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ প্রশিক্ষণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে চলেছে । মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ কথা জানিয়েছেন ।

নয়াদিল্লির দ্বারকায় আইআইআইডিইএম-এর হস্টেল ব্লকের উদ্বোধন করার সময় রাজীব কুমার এ কথা জানান ৷ 2011 সালে আইআইআইডিইএম-এর প্রতিষ্ঠা করা হয় ৷ এর উদ্দেশ্য ছিল, নির্বাচনী কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত করা । অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আইআইআইডিইএম-কে বলেন, নির্বাচনী কর্মকর্তাদের জন্য অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু এবং প্রশিক্ষণের পদ্ধতি ডিজাইন করতে ৷ যাতে এটিকে আকর্ষক এবং স্ব-শিক্ষার মোডে ব্যবহার করা যায় ৷

রাজীব কুমার বলেন, "নির্বাচন প্রক্রিয়া এতটাই শক্তিশালী যে সমস্ত নির্দেশিকা, তথ্য এবং ফর্মগুলি কোডিফাইড এবং মানসম্মত করা হয়েছে । সহজ রেফারেন্স, অনুসন্ধান এবং ইন্টারঅ্যাক্টিভ প্রশিক্ষণের জন্য তাঁদের এআই টুলের মাধ্যমে সংঘবদ্ধ করা দরকার ৷" বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হওয়ায় আইআইআইডিইএম-কে অন্যান্য গণতন্ত্রেও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য সহযোগিতা প্রসারিত করতে হবে ।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েল আইআইআইডিইএম আধিকারিকদের অভিনন্দন জানাতে গিয়ে বলেন যে, নির্বাচনী কর্মীরা সরকারে 'সর্বোত্তম-প্রশিক্ষিত' কর্মী ছিলেন ৷ তবে আইআইআইডিইএম-কে এখন 2024 লোকসভা নির্বাচনের জন্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে লড়তে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতীকের আবেদন অনিত থাপার

নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে বলেন, ভারতে 10 লক্ষেরও বেশি ভোট কেন্দ্রে 1 কোটি নির্বাচনী আধিকারিকের সঙ্গে ঘড়ির কাঁটার মতো নির্ভুল ভাবে নির্বাচন পরিচালনা করা একমাত্র তখনই সম্ভব, যদি কর্মকর্তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় । ভারতে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের পাশাপাশি, আইআইআইডিইএম সারা বিশ্বে ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (EMBS) এর জন্য প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করে ।

এখনও পর্যন্ত, 117টি দেশের 2,478 জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী আইআইআইডিইএম দ্বারা পরিচালিত 122টি প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হয়েছেন । আইআইআইডিইএম টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) এর সঙ্গে সহযোগিতায় অনলাইনে 'ইন্টারন্যাশনাল ইলেক্টোরাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস' (MIEMP) এ মাস্টার্স প্রোগ্রামের প্রথম ব্যাচও শুরু করেছে । এটি একটি দুই বছরের মিশ্রিত মাস্টার্স প্রোগ্রাম, যাতে টিআইএসএস এবং আইআইআইডিইএম-এর ফিল্ড প্র্যাকটিস থেকে ক্লাসরুম টিচিং এবং ইন্টিগ্রেটেড লার্নিং শেখানো হয় ।

নয়াদিল্লি, 6 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনের এক বছর আগে, দেশের নির্বাচন কমিশন তাদের আধিকারিকদের কমিশনের প্রশিক্ষণ ও সক্ষমতা-নির্মাণের শাখা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ প্রশিক্ষণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে চলেছে । মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ কথা জানিয়েছেন ।

নয়াদিল্লির দ্বারকায় আইআইআইডিইএম-এর হস্টেল ব্লকের উদ্বোধন করার সময় রাজীব কুমার এ কথা জানান ৷ 2011 সালে আইআইআইডিইএম-এর প্রতিষ্ঠা করা হয় ৷ এর উদ্দেশ্য ছিল, নির্বাচনী কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত করা । অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আইআইআইডিইএম-কে বলেন, নির্বাচনী কর্মকর্তাদের জন্য অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু এবং প্রশিক্ষণের পদ্ধতি ডিজাইন করতে ৷ যাতে এটিকে আকর্ষক এবং স্ব-শিক্ষার মোডে ব্যবহার করা যায় ৷

রাজীব কুমার বলেন, "নির্বাচন প্রক্রিয়া এতটাই শক্তিশালী যে সমস্ত নির্দেশিকা, তথ্য এবং ফর্মগুলি কোডিফাইড এবং মানসম্মত করা হয়েছে । সহজ রেফারেন্স, অনুসন্ধান এবং ইন্টারঅ্যাক্টিভ প্রশিক্ষণের জন্য তাঁদের এআই টুলের মাধ্যমে সংঘবদ্ধ করা দরকার ৷" বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হওয়ায় আইআইআইডিইএম-কে অন্যান্য গণতন্ত্রেও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য সহযোগিতা প্রসারিত করতে হবে ।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েল আইআইআইডিইএম আধিকারিকদের অভিনন্দন জানাতে গিয়ে বলেন যে, নির্বাচনী কর্মীরা সরকারে 'সর্বোত্তম-প্রশিক্ষিত' কর্মী ছিলেন ৷ তবে আইআইআইডিইএম-কে এখন 2024 লোকসভা নির্বাচনের জন্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে লড়তে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতীকের আবেদন অনিত থাপার

নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে বলেন, ভারতে 10 লক্ষেরও বেশি ভোট কেন্দ্রে 1 কোটি নির্বাচনী আধিকারিকের সঙ্গে ঘড়ির কাঁটার মতো নির্ভুল ভাবে নির্বাচন পরিচালনা করা একমাত্র তখনই সম্ভব, যদি কর্মকর্তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় । ভারতে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের পাশাপাশি, আইআইআইডিইএম সারা বিশ্বে ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (EMBS) এর জন্য প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করে ।

এখনও পর্যন্ত, 117টি দেশের 2,478 জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী আইআইআইডিইএম দ্বারা পরিচালিত 122টি প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হয়েছেন । আইআইআইডিইএম টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) এর সঙ্গে সহযোগিতায় অনলাইনে 'ইন্টারন্যাশনাল ইলেক্টোরাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস' (MIEMP) এ মাস্টার্স প্রোগ্রামের প্রথম ব্যাচও শুরু করেছে । এটি একটি দুই বছরের মিশ্রিত মাস্টার্স প্রোগ্রাম, যাতে টিআইএসএস এবং আইআইআইডিইএম-এর ফিল্ড প্র্যাকটিস থেকে ক্লাসরুম টিচিং এবং ইন্টিগ্রেটেড লার্নিং শেখানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.