নয়াদিল্লি, 16 জানুয়ারি: কীভাবে কাজ করবে রিমোট ভোটিং মেশিন বা আরভিএম (RVM), আজ সোমবার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দেখাবে নির্বাচন কমিশন ৷ মূলত যাঁরা স্থায়ী ঠিকানা ছেড়ে দেশের অন্য জায়গায় থাকেন, তাঁদের ভোটদানে সুবিধা দেওয়ার জন্যই এই যন্ত্র ভোটে ব্য়বহার করতে চায় কমিশন ৷ সেই কারণেই এদিন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আমন্ত্রিতদের তালিকায় জাতীয় দলগুলি যেমন আছে, তেমনই আছে রাজ্যস্তরে স্বীকৃত 57টি রাজনৈতিক দল ৷
ওই বৈঠকে এই আরভিএম প্রদর্শনের সময় নির্বাচন কমিশনের কারিগরি বিশেষজ্ঞ কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন । কমিশন প্রযুক্তি নিয়ে একটি নোটও প্রকাশ করেছে ৷ যে নোট থেকে এই যন্ত্র সম্বন্ধে ধারণা করা যাবে ৷ আরভিএম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য আইনে প্রয়োজনীয় পরিবর্তন জরুরি ৷ তাই জানুয়ারির শেষের দিকে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে তাদের মতামত জমা দিতে বলা হয়েছিল । আলোচনা ফলপ্রসূ হলে এই যন্ত্রের ব্যবহারের পথে অনেকটাই এগিয়ে যাবে নির্বাচন কমিশন ৷
সরকার অধিগৃহীত সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ইসিআইএল-কে (ECIL) দিয়ে এই রিমোট ইভিএম তৈরি করেছে নির্বাচন কমিশন ৷ এই ধরনের একটি ইভিএম দিয়ে দূরবর্তী 72টি কেন্দ্রের জন্য ভোট দেওয়া যাবে ৷ কমিশনের মতে, এই যন্ত্র মান্যতা পেলে নির্বাচনী ক্ষেত্রে সামাজিক বদল আসবে ৷ কারণ, অনেকেই কাজের সূত্রে ভিটেমাটি ছেড়ে থাকেন ৷ ফলে ইচ্ছে থাকলেও ভোটের সময় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন না ৷ এক্ষেত্রে তাঁরাও ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ৷ যেখানে তাঁদের বাড়ি, সেখানকার জনপ্রতিনিধি বাছাইয়ে শরিক হতে পারবেন ৷
করোনা অতিমারীর সময়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পরিযায়ী শ্রমিকদের (Migrant Labours) দুর্দশার ছবি সামনে এসেছিল ৷ এই দুর্দশার জন্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন সকলে ৷ অভিযোগ ওঠে যে পরিযায়ী শ্রমিকরা অধিকাংশ ক্ষেত্রেই ভোটদানে বিরত থাকেন, তাই এই নিয়ে কোনও রাজনৈতিক দলেরই কোনও হেলদোল নেই ৷ এই যন্ত্র চালু হলে পরিযায়ী শ্রমিকরাও সহজে ভোটদানে অংশ নিতে পারবেন ৷ সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির অবস্থান কী হবে, তা নিয়ে জানতে আগ্রহী সকলেই ৷
এদিকে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানিয়েছেন, বেশিরভাগ বিরোধী দল নির্বাচন কমিশনের রিমোট ইভিএমের প্রস্তাবের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ কারণ, এটি অসম্পূর্ণ এবং সম্পূর্ণ নয় । এই নিয়ে কংগ্রেসের তরফে জেডিইউ, সিপিআই, সিপিএম-সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করা হয় ৷ তার পরই এই মন্তব্য করেছেন দিগ্বিজয় সিং ৷ অন্যদিকে এনসিপি সভাপতি শরদ পাওয়ার রবিবার জানান যে এই নিয়ে কমিশনের প্রস্তাবের বিষয়ে বিরোধীদের এক জোট হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ তবে তার আগে এই নিয়ে কমিশনের বক্তব্য জেনে নেওয়া জরুরি ৷
আরও পড়ুন: ভিনরাজ্যের পরিযায়ী ভোটারদের জন্য রিমোট ইভিএম, রাজনৈতিক দলগুলির মতামত চাইল কমিশন