ETV Bharat / bharat

প্রবীণ মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার, 'পাকিস্তানি চর' বলে কাটা হল দাড়ি

অভিযোগ, সন্ধ্যায় নমাজ পড়তে যাচ্ছিলেন প্রবীণ আবদুল সামাদ ৷ সেই সময় তাঁকে অটো থেকে জোর করে নামায় কয়েকজন যুবক ৷ টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা ৷ এরপরই চলে অত্য়াচার ৷

elderly-muslim-man-beaten-up-and-beard-cut-off-in-loni-uttar-pradesh
elderly-muslim-man-beaten-up-and-beard-cut-off-in-loni-uttar-pradesh
author img

By

Published : Jun 15, 2021, 8:06 AM IST

Updated : Jun 15, 2021, 9:04 AM IST

লোনি (উত্তরপ্রদেশ), 15 জুন: যোগীর রাজ্যে প্রবীণ মুসলিম ব্যক্তিকে অটো থেকে নামিয়ে মারধর ৷ 'জয় শ্রীরাম' স্লোগান দিতে বাধ্য করা হল ৷ এমনকী তাঁর দাড়ি কেটে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে ৷ গত 5 জুনের ওই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি এলাকায় ৷ অভিযোগ, সন্ধ্যায় নমাজ পড়তে যাচ্ছিলেন প্রবীণ আবদুল সামাদ ৷ সেই সময় তাঁকে অটো থেকে জোর করে নামায় কয়েকজন যুবক ৷ টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা ৷ 'জয় শ্রীরাম' ও 'বন্দে মাতরম' স্লোগান দিতে থাকে অভিযুক্তরা, আবদুল সামাদকেও স্লোগান দিতে বাধ্য করা হয় ৷ এই সঙ্গে চলে অত্যাচার ৷ শুরু হয় ঘুষি-লাথি-চড় ৷ এমনকি লাঠি দিয়ে একের পর এক আঘাত করা হয় বৃদ্ধকে ৷ হেনস্থাকারীদের দাবি, আবদলু সামাদ পাকিস্তানের গুপ্তচর ৷ যারা মারধর করছিল তাদের একজন সদা ফুল হাতা টি-শার্ট-নীল প্যান্ট পরা, সে ছুড়ি বের করে সামাদের দাড়ি কেটে নেয় ৷

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গোটা ঘটনার সময় অসহায় বৃদ্ধ যুবকদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করছেন ৷ যদিও সে কথাও কান দেয়নি অভিযুক্তরা ৷

আবদুল সামাদ বলেন, "মসজিদে যাচ্ছিলাম ৷ সেই সময় কয়েকজন যুবক অটোতে ওঠে ৷ মাঝপথে অটো থামায় ৷ এরপরই অটো থেকে আমাকে জোর করে নামায় ওরা ৷ জঙ্গলের দিকে একটি কুঁড়ে ঘরের কাছে নিয়ে যায় ৷ আমাকে স্লোগান দিতে বলে... ওরা আমার মোবাইল কেড়ে নেয় ৷ ছুড়ি বের করে আমার দাড়ি কেটে নেয় ৷"

আরও পড়ুন: 'জয় শ্রীরাম স্লোগানে ভয় কেন?' মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার

ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস গুজ্জরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজ চলছে ৷ লোনির বরিষ্ঠ পুলিশ আধিকারিক অতুল কুমার সোনকর জানিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

লোনি (উত্তরপ্রদেশ), 15 জুন: যোগীর রাজ্যে প্রবীণ মুসলিম ব্যক্তিকে অটো থেকে নামিয়ে মারধর ৷ 'জয় শ্রীরাম' স্লোগান দিতে বাধ্য করা হল ৷ এমনকী তাঁর দাড়ি কেটে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে ৷ গত 5 জুনের ওই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি এলাকায় ৷ অভিযোগ, সন্ধ্যায় নমাজ পড়তে যাচ্ছিলেন প্রবীণ আবদুল সামাদ ৷ সেই সময় তাঁকে অটো থেকে জোর করে নামায় কয়েকজন যুবক ৷ টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা ৷ 'জয় শ্রীরাম' ও 'বন্দে মাতরম' স্লোগান দিতে থাকে অভিযুক্তরা, আবদুল সামাদকেও স্লোগান দিতে বাধ্য করা হয় ৷ এই সঙ্গে চলে অত্যাচার ৷ শুরু হয় ঘুষি-লাথি-চড় ৷ এমনকি লাঠি দিয়ে একের পর এক আঘাত করা হয় বৃদ্ধকে ৷ হেনস্থাকারীদের দাবি, আবদলু সামাদ পাকিস্তানের গুপ্তচর ৷ যারা মারধর করছিল তাদের একজন সদা ফুল হাতা টি-শার্ট-নীল প্যান্ট পরা, সে ছুড়ি বের করে সামাদের দাড়ি কেটে নেয় ৷

ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গোটা ঘটনার সময় অসহায় বৃদ্ধ যুবকদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করছেন ৷ যদিও সে কথাও কান দেয়নি অভিযুক্তরা ৷

আবদুল সামাদ বলেন, "মসজিদে যাচ্ছিলাম ৷ সেই সময় কয়েকজন যুবক অটোতে ওঠে ৷ মাঝপথে অটো থামায় ৷ এরপরই অটো থেকে আমাকে জোর করে নামায় ওরা ৷ জঙ্গলের দিকে একটি কুঁড়ে ঘরের কাছে নিয়ে যায় ৷ আমাকে স্লোগান দিতে বলে... ওরা আমার মোবাইল কেড়ে নেয় ৷ ছুড়ি বের করে আমার দাড়ি কেটে নেয় ৷"

আরও পড়ুন: 'জয় শ্রীরাম স্লোগানে ভয় কেন?' মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার

ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস গুজ্জরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজ চলছে ৷ লোনির বরিষ্ঠ পুলিশ আধিকারিক অতুল কুমার সোনকর জানিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Jun 15, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.