ময়ূরভঞ্জ, 12 নভেম্বর: কালা জাদু করেন তিনি ৷ এই সন্দেহে প্রাণ হারালেন এক প্রৌঢ় ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জের উদালা ব্লকের একটি প্রত্যন্ত গ্রামে৷ মৃত ব্যক্তির নাম থুনগুরু সিং ৷ তিনি খুন্তা থানা এলাকার সরাজামাদিহি গ্রামে থাকতেন ৷ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আত্মীয়রা সন্দেহ করে যে, তিনি কালা জাদু করে তাঁদের ক্ষতি করতে চাইছেন ৷ শুধুমাত্র এই ধারণার বশে ওই ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে ৷ গ্রামের বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ তাঁরা পুলিশে খবর দেন (Elderly man killed on suspicion of using black magic in Odisha's Mayurbhanj) ৷
Black Magic Murder: 'কালা জাদু করেন প্রৌঢ়', সন্দেহের বশে খুন - Odishas Mayurbhanj
তিনি নাকি কালা জাদু করে আত্মীয়দের ক্ষতি করবেন ৷ এই ধারণায় প্রৌঢ়কে হত্যার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে (Elderly man killed on suspicion of using black magic) ৷
ময়ূরভঞ্জ, 12 নভেম্বর: কালা জাদু করেন তিনি ৷ এই সন্দেহে প্রাণ হারালেন এক প্রৌঢ় ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জের উদালা ব্লকের একটি প্রত্যন্ত গ্রামে৷ মৃত ব্যক্তির নাম থুনগুরু সিং ৷ তিনি খুন্তা থানা এলাকার সরাজামাদিহি গ্রামে থাকতেন ৷ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আত্মীয়রা সন্দেহ করে যে, তিনি কালা জাদু করে তাঁদের ক্ষতি করতে চাইছেন ৷ শুধুমাত্র এই ধারণার বশে ওই ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে ৷ গ্রামের বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ তাঁরা পুলিশে খবর দেন (Elderly man killed on suspicion of using black magic in Odisha's Mayurbhanj) ৷