ছাতারপুর, 17 ডিসেম্বর: হাত জোড় করে নমস্কার না-করায় দলিত প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে ৷ 59 বছর বয়সি প্রৌঢ় নাথুরাম রেশনের দোকানে যাওয়ার পথে এলাকার উচ্চবর্ণের ব্যক্তিকে হাত জোড় করে নমস্কার করেননি ৷ তাই তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল এলাকার দুই বাসিন্দার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের ছাতারপুরে ৷
এই ঘটনায় প্রৌঢ় নাথুরাম গুরুতর আহত হয়েছেন ৷ তাঁর অভিযোগ, "আমি বাড়ি থেকে রেশনের দোকানে যাচ্ছিলাম ৷ রেশনের দোকানে যেতে গেলে অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় ৷ রেশন দোকানে গিয়ে জানতে পারি, দোকান বন্ধ হয়ে গিয়েছে ৷ ফিরে আসার পথে রামজী পাণ্ডে আর অবধেশ দুবে আমার রাস্তা আটকায় ৷ তাঁরা বলেন, তোমার এত সাহস যে আমাদের সামনে দিয়ে চলে গেলে, অথচ হাতজোড় করে নমস্কারও করলে না ৷ এই কথা বলতে বলতে দু'জনে আমায় জোর করে তাঁদের বাড়িতে নিয়ে যান ৷ আমাকে মারধর করতে থাকে ৷"
খাজুরাহো থানার পুলিশ আধিকারিক মার্কণ্ডেয় মিশ্র বলেন, "ওঁরা ভয় পেয়ে পুলিশ স্টেশনে না গিয়ে সোজা এসপি-র অফিসে চলে যান এবং দ্রুত পদক্ষেপ করার দাবি জানান ৷ এই খবর পেয়ে ছাতারপুরের এসপি অমিত সন্ধি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন ৷"
নাথুরামের অভিযোগ, তাঁকে প্রায় 3 ঘণ্টা ধরে মারধর করা হয়েছে ৷ তাঁর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করে ৷ আহত নাথুরামকেও থানায় নিয়ে যাওয়া হয় ৷ তবে তিনি হাঁটতে পারছিলেন না ৷ থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ নাথুরামের ছেলে হরিশঙ্কর বলেন, "আমার বাবা রেশন নিতে গিয়েছিলেন ৷ ফিরে আসার সময় গ্রামের দু'জন আমার বাবাকে বেঁধে মারধর করে ৷"
আরও পড়ুন: