ETV Bharat / bharat

Son Kills Father: খুন করে বাবার দেহ লোপাটের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে, পুলিশে অভিযোগ দায়ের ছোট ছেলের - বাবাকে খুন করে দেহ লুকিয়ে রাখল বড় ছেলে

ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় বাবাকে খুনের অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে (elder son kills father and hides body) ৷ অভিযুক্ত ঈশ্বর গুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
ওড়িশায় ছেলের হাতে বাবা খুন
author img

By

Published : Jan 5, 2023, 8:04 PM IST

ময়ূরভঞ্জ, 5 জানুয়ারি: চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পলশাগাদিয়া ৷ এখানে এক প্রৌঢ়কে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দেহ 24 ঘণ্টা ধরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম নন্দকিশোর গুইয়া (50) ৷ অভিযুক্তের নাম ঈশ্বর গুইয়া (elder son kills father)৷

পুলিশ জানিয়েছে, মৃতের ছোট ছেলে মঙ্গল সিং মঙ্গলবার থানায় অভিযোগ জানায় বাড়ির সামনেই রাস্তার উপর বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ৷ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে যশীপুর পুলিশ স্টেশনের পুলিশ ৷ গ্রেফতার করা হয় প্রৌঢ়ের বড় ছেলে ঈশ্বর গুইয়াকে ৷ এর পরেই পুরো ঘটনাটি সামনে আসে (Son Kills father) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন: ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে জখম দিল্লি পুলিশের এএসআই

জানা যায় সোমবার বিকেল 5টা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে ৷ নন্দকিশোর গুইয়াকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর বড় ছেলে ঈশ্বর গুইয়া (son kills father in Odisa) ৷ তারপর বাবার মৃত দেহ লুকিয়ে রাখে সে ৷ পরে মঙ্গলবার ঘটনাটি সামনে আসে ৷ এই প্রসঙ্গে, যশীপুর পুলিশ স্টেশনের তদন্তকারী অফিসার পঞ্চম মোহান্তি জানিয়েছেন, ফরান্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে (elder son kills father and hides body) ৷ অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে ৷ তবে ঠিক কী কারণে বাবাকে খুন করল ঈশ্বর গুইয়া তা এখনও পরিষ্কার নয় ৷

ময়ূরভঞ্জ, 5 জানুয়ারি: চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পলশাগাদিয়া ৷ এখানে এক প্রৌঢ়কে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দেহ 24 ঘণ্টা ধরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম নন্দকিশোর গুইয়া (50) ৷ অভিযুক্তের নাম ঈশ্বর গুইয়া (elder son kills father)৷

পুলিশ জানিয়েছে, মৃতের ছোট ছেলে মঙ্গল সিং মঙ্গলবার থানায় অভিযোগ জানায় বাড়ির সামনেই রাস্তার উপর বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ৷ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে যশীপুর পুলিশ স্টেশনের পুলিশ ৷ গ্রেফতার করা হয় প্রৌঢ়ের বড় ছেলে ঈশ্বর গুইয়াকে ৷ এর পরেই পুরো ঘটনাটি সামনে আসে (Son Kills father) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন: ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে জখম দিল্লি পুলিশের এএসআই

জানা যায় সোমবার বিকেল 5টা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে ৷ নন্দকিশোর গুইয়াকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর বড় ছেলে ঈশ্বর গুইয়া (son kills father in Odisa) ৷ তারপর বাবার মৃত দেহ লুকিয়ে রাখে সে ৷ পরে মঙ্গলবার ঘটনাটি সামনে আসে ৷ এই প্রসঙ্গে, যশীপুর পুলিশ স্টেশনের তদন্তকারী অফিসার পঞ্চম মোহান্তি জানিয়েছেন, ফরান্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে (elder son kills father and hides body) ৷ অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে ৷ তবে ঠিক কী কারণে বাবাকে খুন করল ঈশ্বর গুইয়া তা এখনও পরিষ্কার নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.