ETV Bharat / bharat

Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিতের দাদাকে খুনের হুমকি - ভোট পরবর্তী হিংসা

ভাইয়ের মৃত্যুর পরেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বজিৎ ৷ সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হলে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন তিনি । ঘটনায় লালবাজারের দ্বারস্থ হয়েছে গোটা পরিবার ।

Post Poll Violence
এবার কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিতের দাদাকে খুনের হুমকি
author img

By

Published : Nov 11, 2021, 10:53 PM IST

কলকাতা, 11 নভেম্বর : বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের খুনের ঘটনা এখনও টাটকা শহরবাসীর মনে ৷ এবার সেই অভিজিতের দাদাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । ঘটনায় লালবাজারের দ্বারস্থ হয়েছে গোটা পরিবার ।

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

বিধানসভা ভোটের পরেই খুন হন বিজেপি সমর্থক অভিজিৎ সরকার ৷ কাঁকুরগাছিতে হওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে রীতিমতো শিউরে উঠেছিল রাজ্যবাসী ৷ ঘটনায় অভিযোগের তীর ছিল শাসকদলের দিকে ৷ এবার তাঁর দাদাকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । পরিবারসূত্রে জানা গিয়েছে, বাড়িতে গিয়ে বিশ্বজিতকে মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে । এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

আরও পড়ুন : সংঘাতের ইতিহাস দীর্ঘ, রাজ্যপাল পদ কি সত্যিই বিলোপ করা উচিত ?

ভাইয়ের মৃত্যুর পরেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বজিৎ ৷ সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হলে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন তিনি । এই ঘটনায় লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । লালবাজার সূত্রের খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 11 নভেম্বর : বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের খুনের ঘটনা এখনও টাটকা শহরবাসীর মনে ৷ এবার সেই অভিজিতের দাদাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । ঘটনায় লালবাজারের দ্বারস্থ হয়েছে গোটা পরিবার ।

আরও পড়ুন : Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

বিধানসভা ভোটের পরেই খুন হন বিজেপি সমর্থক অভিজিৎ সরকার ৷ কাঁকুরগাছিতে হওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে রীতিমতো শিউরে উঠেছিল রাজ্যবাসী ৷ ঘটনায় অভিযোগের তীর ছিল শাসকদলের দিকে ৷ এবার তাঁর দাদাকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল । পরিবারসূত্রে জানা গিয়েছে, বাড়িতে গিয়ে বিশ্বজিতকে মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে । এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

আরও পড়ুন : সংঘাতের ইতিহাস দীর্ঘ, রাজ্যপাল পদ কি সত্যিই বিলোপ করা উচিত ?

ভাইয়ের মৃত্যুর পরেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বজিৎ ৷ সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হলে তাঁকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন তিনি । এই ঘটনায় লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । লালবাজার সূত্রের খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.