জয়পুর, 30 নভেম্বর : কিশোরীকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন এবং প্রমাণ লোপাট করতে দেহ ফেলে দেওয়া হল শুকনো পরিত্য়ক্ত একটি কুয়োয় ৷ গত শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের প্রতাপগড় জেলায় ৷ গত শনিবার রাতে ওই কুয়ো থেকে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ ৷
স্থানীয় থানার তদন্তকারী অফিসার রবীন্দ্র প্রতাপ সিং জানান, অভিযুক্তরা মেয়েটিকে শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যায় ৷ সেই সময় সে মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল ৷ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং সব শেষে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷
মেরে ফেলার পর একটি পরিত্য়ক্ত কুয়োয় তার দেহ ফেলে দেয় অভিযুক্তরা ৷ যে পরিত্য়ক্ত কুয়োয় কিশোরীর দেহ মিলেছে, সেটি তার বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে ৷ এই ঘটনায় ছ’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৷