ETV Bharat / bharat

পুণেতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক-অটোয় ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত একই পরিবারের 4 সদস্য-সহ 8

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 10:33 AM IST

Updated : Dec 18, 2023, 10:49 AM IST

Eight People Die in Accident in Pune: পুণের আহমেদনগর-কল্যাণ জাতীয় সড়কে ট্রাক ও অটোরিক্সায় ধাক্কা যাত্রীবাহী পিকআপ ভ্যানের ৷ রবিবার রাত 10টা থেকে 11টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় একই পরিবারের 4 সদস্য-সহ 8 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

পুণে, 18 ডিসেম্বর: পুণের আজিরাঞ্চিবাগে আহমেদনগর-কল্যাণ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা ও ট্রাকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় মোট তিন গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ এর জেরে মোট 8 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 2টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের চারজনের পরিচয় আপাতত জানতে পেরেছে পুলিশ ৷ তারা একই পরিবারের সদস্য। রবিবার রাত 10টা থেকে 11টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, আহমেদনগর-কল্যাণ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায় ৷ এরপর সেটি গিয়ে একটি অটোরিক্সা ও পরে একটি ট্রাকে ধাক্কা মারে ৷ পিকআপ ভ্যানটি ওটুর থেকে কল্যাণের দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনাস্থলেই একই পরিবারের চার সদস্য-সহ আটজনের মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন গণেশ মাসকরে (30 বছর), তাঁর স্ত্রী কমল মাসকরে (25 বছর) এবং তাঁদের দুই সন্তান হর্ষদ মাসকরে (4 বছর) ও কাব্য মাসকরে (6 বছর) ৷ জানা গিয়েছে, গণেশ মাসকরের সবজির ব্যবসা ছিল ৷

তবে, এই ঘটনায় মৃত বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনায় মৃত 8 জনের দেহ ময়নাতদন্তের জন্য ওটুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, কীভাবে পিকআপ ভ্যানের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালেন, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, গাড়িতে বাড়তি যাত্রী তোলা হয়েছিল ৷ আর জাতীয় সড়কে গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারান চালক ৷ তবে, ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার রাতের এই ঘটনায় পুণের আহমেদনগর-কল্যাণ জাতীয় সড়কে যানজট তৈরি হয় ৷ একদিকের লেনে গাড়ির লম্বা লাইন লেগে যায় ৷ পুলিশ মৃতদেহগুলি উদ্ধারের পর দ্রুত ঘাতক পিকআপ ভ্যান, অটোরিক্সা ও ট্রাকটিকে সরিয়ে রাস্তা যান চলাচল শুরুর ব্যবস্থা করে ৷ তবে, প্রায় ঘণ্টাখানেক ওই এলাকায় জাতীয় সড়কে গাড়ি চলাচলে সমস্যা হয় ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন
  2. দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8
  3. লরির ধাক্কায় মৃত্যু পিসির, আশঙ্কাজনক ভাইপো ! ঘাতক লরি ভাঙচুর করে পথ অবরোধ ক্ষিপ্ত জনতার

পুণে, 18 ডিসেম্বর: পুণের আজিরাঞ্চিবাগে আহমেদনগর-কল্যাণ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা ও ট্রাকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় মোট তিন গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ এর জেরে মোট 8 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 2টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতদের চারজনের পরিচয় আপাতত জানতে পেরেছে পুলিশ ৷ তারা একই পরিবারের সদস্য। রবিবার রাত 10টা থেকে 11টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, আহমেদনগর-কল্যাণ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায় ৷ এরপর সেটি গিয়ে একটি অটোরিক্সা ও পরে একটি ট্রাকে ধাক্কা মারে ৷ পিকআপ ভ্যানটি ওটুর থেকে কল্যাণের দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনাস্থলেই একই পরিবারের চার সদস্য-সহ আটজনের মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন গণেশ মাসকরে (30 বছর), তাঁর স্ত্রী কমল মাসকরে (25 বছর) এবং তাঁদের দুই সন্তান হর্ষদ মাসকরে (4 বছর) ও কাব্য মাসকরে (6 বছর) ৷ জানা গিয়েছে, গণেশ মাসকরের সবজির ব্যবসা ছিল ৷

তবে, এই ঘটনায় মৃত বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনায় মৃত 8 জনের দেহ ময়নাতদন্তের জন্য ওটুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, কীভাবে পিকআপ ভ্যানের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালেন, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, গাড়িতে বাড়তি যাত্রী তোলা হয়েছিল ৷ আর জাতীয় সড়কে গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারান চালক ৷ তবে, ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার রাতের এই ঘটনায় পুণের আহমেদনগর-কল্যাণ জাতীয় সড়কে যানজট তৈরি হয় ৷ একদিকের লেনে গাড়ির লম্বা লাইন লেগে যায় ৷ পুলিশ মৃতদেহগুলি উদ্ধারের পর দ্রুত ঘাতক পিকআপ ভ্যান, অটোরিক্সা ও ট্রাকটিকে সরিয়ে রাস্তা যান চলাচল শুরুর ব্যবস্থা করে ৷ তবে, প্রায় ঘণ্টাখানেক ওই এলাকায় জাতীয় সড়কে গাড়ি চলাচলে সমস্যা হয় ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন
  2. দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8
  3. লরির ধাক্কায় মৃত্যু পিসির, আশঙ্কাজনক ভাইপো ! ঘাতক লরি ভাঙচুর করে পথ অবরোধ ক্ষিপ্ত জনতার
Last Updated : Dec 18, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.