ETV Bharat / bharat

8 Fetuses in Newborn Girl: চিকিৎসাবিজ্ঞানে বিরলতম ! সদ্যোজাত শিশুকন্যার পেটে মিলল 8টি ভ্রূণ ! - ঝাড়খণ্ড

এক নবজাতকের পেট থেকে 8টি ভ্রূণ বের করেছেন চিকিৎসকেরা ৷ অবিশ্বাস্য হলেও সত্যি ! এমনটা ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে (Eight fetuses removed from stomach of newborn girl in Ranchi) ৷

Newborn Girl 8 Fetuses News
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 9:40 AM IST

Updated : Nov 3, 2022, 10:20 AM IST

রাঁচি, 3 নভেম্বর: নবজাতকের পেট থেকে ভ্রূণ পাওয়ার মতো অস্বাভাবিক ঘটনা নিয়ে মাঝমধ্যে খবর হয় ৷ তবে চিকিৎসা বিজ্ঞানে বিরলের মধ্যেও বিরলতম ঘটনা ঘটল রাঁচিতে ৷ সদ্যোজাতের শরীর থেকে ভ্রূণ তো মিলেছেই, কিন্তু তার সংখ্যাটা 1 বা 2 নয়, আট-আটটি (Eight fetuses removed from stomach of 21-day-old newborn girl in Ranchi) ৷

হ্যাঁ, বুধবার রাঁচির একটি বেসরকারি হাসপাতালে এক সদ্যোজাত শিশুকন্যার পেট থেকে 8টি ভ্রূণ বের করেছেন চিকিৎসকেরা ৷ তার বয়স মাত্র 21 দিন ৷ নবজাত ওই শিশুকন্যাটি 10 অক্টোবর রামগড়ে জন্মায়৷ তারপর পেটের ব্যথার জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷

প্রথমে চিকিৎসকেরা সন্দেহ করেছিলেন সদ্যোজাতের পেটে টিউমার হয়েছে ৷ সেই জন্য সিটিস্ক্যান করা হয় ৷ এরপর প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনার অধীনে 1 নভেম্বর সদ্যোজাতের অস্ত্রোপচার হয় ৷ একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'ফেটাস-ইন-ফেটা' (Fetus-in-Fetu, FIF) অর্থাৎ 'ভ্রূণের মধ্যে ভ্রূণ' বলা হয় ৷

আরও পড়ুন: শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেশ কুমার বলেন, "সিটি স্ক্যান করে দেখা যায় শিশুকন্যাটির পেটে একটি টিউমার আছে ৷ কিন্তু অস্ত্রোপচারের সময় 8টি অবিকশিত ভ্রূণ একসঙ্গে বের করা হয়েছে ৷" তিনি আরও বলেন, "বিশ্বে 100টি 'ফেটাস-ইন-ফেটা' কেসের সন্ধান পাওয়া যেতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে একটা ভ্রূণ পাওয়ার খবর মিলেছে ৷ আর এখানে 21 দিনের এক নবজাত শিশুকন্যার পেটে 8টি ভ্রূণ ! এই ঘটনা খুবই আশ্চর্যজনক ৷"

শিশুরোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাঃ মহম্মদ ইমরান বলেন, "শিশুকন্যার পরিবার হাসপাতালে এসে জানিয়েছিল নবজাতকের পেটে টিউমার রয়েছে ৷ 21 দিন ধরে বাচ্চাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তারপর অস্ত্রোপচার করা হয় ৷ আমরা এটা নিয়ে গবেষণা করব ৷ ঝাড়খণ্ডে যে বিরলতম ঘটনা ঘটেছে সেটা সারা দুনিয়ার জানা উচিত ৷"

ডাঃ ইমরানের নেতৃত্বে এই অস্ত্রোপচার করতে দেড় ঘণ্টা সময় লেগেছিল ৷ এই চিকিৎসক দলের মধ্যে একজন অ্যানেস্থেটিস্ট ডাঃ বিকাশ গুপ্তা, ডিএনবির চিকিৎসক পড়ুয়া ডাঃ উদয় ছিলেন ৷ তাছাড়া, শিশুকন্যাটির প্রাণ বাঁচাতে নার্সরাও অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷

আরও পড়ুন: চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

রাঁচি, 3 নভেম্বর: নবজাতকের পেট থেকে ভ্রূণ পাওয়ার মতো অস্বাভাবিক ঘটনা নিয়ে মাঝমধ্যে খবর হয় ৷ তবে চিকিৎসা বিজ্ঞানে বিরলের মধ্যেও বিরলতম ঘটনা ঘটল রাঁচিতে ৷ সদ্যোজাতের শরীর থেকে ভ্রূণ তো মিলেছেই, কিন্তু তার সংখ্যাটা 1 বা 2 নয়, আট-আটটি (Eight fetuses removed from stomach of 21-day-old newborn girl in Ranchi) ৷

হ্যাঁ, বুধবার রাঁচির একটি বেসরকারি হাসপাতালে এক সদ্যোজাত শিশুকন্যার পেট থেকে 8টি ভ্রূণ বের করেছেন চিকিৎসকেরা ৷ তার বয়স মাত্র 21 দিন ৷ নবজাত ওই শিশুকন্যাটি 10 অক্টোবর রামগড়ে জন্মায়৷ তারপর পেটের ব্যথার জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷

প্রথমে চিকিৎসকেরা সন্দেহ করেছিলেন সদ্যোজাতের পেটে টিউমার হয়েছে ৷ সেই জন্য সিটিস্ক্যান করা হয় ৷ এরপর প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনার অধীনে 1 নভেম্বর সদ্যোজাতের অস্ত্রোপচার হয় ৷ একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'ফেটাস-ইন-ফেটা' (Fetus-in-Fetu, FIF) অর্থাৎ 'ভ্রূণের মধ্যে ভ্রূণ' বলা হয় ৷

আরও পড়ুন: শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেশ কুমার বলেন, "সিটি স্ক্যান করে দেখা যায় শিশুকন্যাটির পেটে একটি টিউমার আছে ৷ কিন্তু অস্ত্রোপচারের সময় 8টি অবিকশিত ভ্রূণ একসঙ্গে বের করা হয়েছে ৷" তিনি আরও বলেন, "বিশ্বে 100টি 'ফেটাস-ইন-ফেটা' কেসের সন্ধান পাওয়া যেতে পারে ৷ কিন্তু সেক্ষেত্রে একটা ভ্রূণ পাওয়ার খবর মিলেছে ৷ আর এখানে 21 দিনের এক নবজাত শিশুকন্যার পেটে 8টি ভ্রূণ ! এই ঘটনা খুবই আশ্চর্যজনক ৷"

শিশুরোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাঃ মহম্মদ ইমরান বলেন, "শিশুকন্যার পরিবার হাসপাতালে এসে জানিয়েছিল নবজাতকের পেটে টিউমার রয়েছে ৷ 21 দিন ধরে বাচ্চাটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তারপর অস্ত্রোপচার করা হয় ৷ আমরা এটা নিয়ে গবেষণা করব ৷ ঝাড়খণ্ডে যে বিরলতম ঘটনা ঘটেছে সেটা সারা দুনিয়ার জানা উচিত ৷"

ডাঃ ইমরানের নেতৃত্বে এই অস্ত্রোপচার করতে দেড় ঘণ্টা সময় লেগেছিল ৷ এই চিকিৎসক দলের মধ্যে একজন অ্যানেস্থেটিস্ট ডাঃ বিকাশ গুপ্তা, ডিএনবির চিকিৎসক পড়ুয়া ডাঃ উদয় ছিলেন ৷ তাছাড়া, শিশুকন্যাটির প্রাণ বাঁচাতে নার্সরাও অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷

আরও পড়ুন: চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

Last Updated : Nov 3, 2022, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.