ETV Bharat / bharat

Tomato Price Hike: চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার - টমেটোর মূল্যবৃদ্ধি

বাণারসীতে প্রতি কেজি টমেটোর দাম 160 টাকা পার করে গিয়েছে ৷ এই অবস্থায় টমেটো চুরি যাওয়া আটকাতে বাউন্সার মোতায়েন করেছেন এক সবজি বিক্রেতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 9, 2023, 11:04 PM IST

Updated : Jul 10, 2023, 8:34 AM IST

বারাণসী, 9 জুলাই: আকাশ ছুঁয়েছে টমেটোর দাম ৷ পেরিয়ে গিয়েছে কেজি প্রতি 150 টাকা ৷ পরিস্থিতি এমনই যে টমেটো কেনার কথা তো দূর, এই সবজির কথা মাথায় আনতেও দু'বার ভাবতে হচ্ছে সাধারণ মধ্যবিত্তকে ৷ দেশের প্রায় সর্বত্রই এমনই দৃশ্য ৷ তবে উত্তরপ্রদেশের বারণসী যা ঘটেছে তা আরও আকর্ষণীয় ৷ এখানে টমেটো লুট হওয়া আটকাতে নিরাপত্তারক্ষী বা বাউন্সার মোতায়েন করতে হয়েছে এক সবজি বিক্রেতাকে ৷

টমেটোর দাম ছ্যাঁকা ধরাচ্ছে গৃহস্থকে ৷ তা বলে টমোটো বাঁচাতে নিরাপত্তারক্ষী মোতায়েন ! এই প্রসঙ্গে বারাণসীর এই সবজি বিক্রেতা অজয় ফৌজি জানিয়েছেন, টমেটোর মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজন টমেটো চুরি করে পালাচ্ছে ৷ তাই টমেটো ও ব্যবসা বাঁচাতে তাঁকে বাউন্সার মোতায়েন করতে হয়েছে ৷ এই সবজি বিক্রেতার দাবি, টমেটোর দাম তাঁর এলাকায় 160 টাকা প্রতি কেজি পেরিয়ে গিয়েছে ৷

টমেটো নিয়ে হাহাকার এমন পর্যায়ে পৌঁছেছে যে দোকানদাররা টমেটোতে হাত দিতেও বাধা দিচ্ছেন ক্রেতাদের, পাছে তা চুরি হয়ে যায় ৷ অনেক দোকানদারই নাকি বলছেন, না-কিনলে টমেটোতে হাতও দেওয়া যাবে না ৷ এমনকি টমেটোর ঝুড়ির কাছেও যেতে দেওয়া হচ্ছে না ক্রেতাদের ৷ জগনরাম নামে এক সবজি বিক্রেতার কথায়, এখন সব থেকে মূল্যবান হল টমেটো ৷ গত 3 দিনে তা লাফিয়ে বেড়েছে ৷ ক্রেতারা টমেটো কিনতে এসে দরাদরি করছেন, কিন্তু লোকসানের ভয়ে কম দামে তা বেচা যাচ্ছে না ৷

আরও পড়ুন: 150 টাকা পার টমেটোর দর! নিরাপত্তা পেল মহার্ঘ্য সবজি

অন্যদিকে, অজয় ফৌজির দোকানে এসে এক ক্রেতার অভিযোগ, বাউন্সাররা টমেটোতে হাতও দিতে দিচ্ছেন না ৷ তাঁর প্রশ্ন, বেছে না-দেখলে টমেটো কেনা হবে কী করে? 3টে টমেটোর দাম 35 টাকা চাওয়া হচ্ছে বলেও আক্ষেপ তাঁর গলায় ৷ উল্লেখ্য, গত সপ্তাহ থেকে দেশের নানা প্রান্তে টমেটোর দাম কার্যত উল্কা গতিতে বেড়েছে ৷ কবে এই দাম কমবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না বিক্রেতারা ৷

বারাণসী, 9 জুলাই: আকাশ ছুঁয়েছে টমেটোর দাম ৷ পেরিয়ে গিয়েছে কেজি প্রতি 150 টাকা ৷ পরিস্থিতি এমনই যে টমেটো কেনার কথা তো দূর, এই সবজির কথা মাথায় আনতেও দু'বার ভাবতে হচ্ছে সাধারণ মধ্যবিত্তকে ৷ দেশের প্রায় সর্বত্রই এমনই দৃশ্য ৷ তবে উত্তরপ্রদেশের বারণসী যা ঘটেছে তা আরও আকর্ষণীয় ৷ এখানে টমেটো লুট হওয়া আটকাতে নিরাপত্তারক্ষী বা বাউন্সার মোতায়েন করতে হয়েছে এক সবজি বিক্রেতাকে ৷

টমেটোর দাম ছ্যাঁকা ধরাচ্ছে গৃহস্থকে ৷ তা বলে টমোটো বাঁচাতে নিরাপত্তারক্ষী মোতায়েন ! এই প্রসঙ্গে বারাণসীর এই সবজি বিক্রেতা অজয় ফৌজি জানিয়েছেন, টমেটোর মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজন টমেটো চুরি করে পালাচ্ছে ৷ তাই টমেটো ও ব্যবসা বাঁচাতে তাঁকে বাউন্সার মোতায়েন করতে হয়েছে ৷ এই সবজি বিক্রেতার দাবি, টমেটোর দাম তাঁর এলাকায় 160 টাকা প্রতি কেজি পেরিয়ে গিয়েছে ৷

টমেটো নিয়ে হাহাকার এমন পর্যায়ে পৌঁছেছে যে দোকানদাররা টমেটোতে হাত দিতেও বাধা দিচ্ছেন ক্রেতাদের, পাছে তা চুরি হয়ে যায় ৷ অনেক দোকানদারই নাকি বলছেন, না-কিনলে টমেটোতে হাতও দেওয়া যাবে না ৷ এমনকি টমেটোর ঝুড়ির কাছেও যেতে দেওয়া হচ্ছে না ক্রেতাদের ৷ জগনরাম নামে এক সবজি বিক্রেতার কথায়, এখন সব থেকে মূল্যবান হল টমেটো ৷ গত 3 দিনে তা লাফিয়ে বেড়েছে ৷ ক্রেতারা টমেটো কিনতে এসে দরাদরি করছেন, কিন্তু লোকসানের ভয়ে কম দামে তা বেচা যাচ্ছে না ৷

আরও পড়ুন: 150 টাকা পার টমেটোর দর! নিরাপত্তা পেল মহার্ঘ্য সবজি

অন্যদিকে, অজয় ফৌজির দোকানে এসে এক ক্রেতার অভিযোগ, বাউন্সাররা টমেটোতে হাতও দিতে দিচ্ছেন না ৷ তাঁর প্রশ্ন, বেছে না-দেখলে টমেটো কেনা হবে কী করে? 3টে টমেটোর দাম 35 টাকা চাওয়া হচ্ছে বলেও আক্ষেপ তাঁর গলায় ৷ উল্লেখ্য, গত সপ্তাহ থেকে দেশের নানা প্রান্তে টমেটোর দাম কার্যত উল্কা গতিতে বেড়েছে ৷ কবে এই দাম কমবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না বিক্রেতারা ৷

Last Updated : Jul 10, 2023, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.