ETV Bharat / bharat

Azadi ka Amrit Mahotsav: স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে এনাডু গোষ্ঠীর বিশেষ বই, প্রশংসায় হেমন্ত সোরেন - Jharkhand CM Hemant Soren

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হাতে (Jharkhand CM Hemant Soren) তুলে দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে এনাডু গোষ্ঠীর বিশেষ বই 'ইমমোর্টাল সাগা-ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম' (Immortal Saga India's Struggle for Freedom) ৷

ETV Bharat
hemant soren
author img

By

Published : Dec 8, 2022, 10:53 AM IST

রাঁচি, 8 ডিসেম্বর: ভারতের স্বাধীনতার 75 তম বর্ষ উপলক্ষে বিশেষ বই প্রকাশ করেছে হায়দরাবাদের এনাডু গোষ্ঠী ৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিরগাথা সংকলিত 'ইমমোর্টাল সাগা-ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম' (Immortal Saga Indias Struggle for Freedom) নামে সেই বইটি তুলে দেওয়া হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হাতে (Jharkhand CM Hemant Soren) ৷ রামোজি গোষ্ঠীর চেয়ারম্যান রামোজি রাওয়ের তরফ থেকে এই বইটি মঙ্গলবার তাঁর হাতে তুলে দেন ইটিভি ভারতের ঝাড়খণ্ড ব্যুরোর প্রধান রাজেশকুমার সিং ৷

এই বইটিতে একটি বিশেষ অধ্যায় রয়েছে যেখানে বিরসা মুন্ডা ও জয়পাল সিং মুন্ডার মতো আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের কথা বলে হয়েছে৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইনাডু গোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাড়খণ্ডের সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেছেন তিনি ৷ স্মরণ করেছেন সিধু কানহু, তিলকা মাঝি, বীর বুধু ভগত, বিরসা মুন্ডার মতো বিল্পবীদের ৷

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

এনাডু গোষ্ঠীর এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তাঁকে এই বিশেষ বইয়ের একটি সংখ্যা উপহার দেওয়া হয়েছে ৷ আজাদি কা অমৃত মহোৎসব (Azadi ka Amrit Mahotsav) পর্বে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ৷

রাঁচি, 8 ডিসেম্বর: ভারতের স্বাধীনতার 75 তম বর্ষ উপলক্ষে বিশেষ বই প্রকাশ করেছে হায়দরাবাদের এনাডু গোষ্ঠী ৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিরগাথা সংকলিত 'ইমমোর্টাল সাগা-ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম' (Immortal Saga Indias Struggle for Freedom) নামে সেই বইটি তুলে দেওয়া হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হাতে (Jharkhand CM Hemant Soren) ৷ রামোজি গোষ্ঠীর চেয়ারম্যান রামোজি রাওয়ের তরফ থেকে এই বইটি মঙ্গলবার তাঁর হাতে তুলে দেন ইটিভি ভারতের ঝাড়খণ্ড ব্যুরোর প্রধান রাজেশকুমার সিং ৷

এই বইটিতে একটি বিশেষ অধ্যায় রয়েছে যেখানে বিরসা মুন্ডা ও জয়পাল সিং মুন্ডার মতো আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের কথা বলে হয়েছে৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইনাডু গোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাড়খণ্ডের সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেছেন তিনি ৷ স্মরণ করেছেন সিধু কানহু, তিলকা মাঝি, বীর বুধু ভগত, বিরসা মুন্ডার মতো বিল্পবীদের ৷

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

এনাডু গোষ্ঠীর এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তাঁকে এই বিশেষ বইয়ের একটি সংখ্যা উপহার দেওয়া হয়েছে ৷ আজাদি কা অমৃত মহোৎসব (Azadi ka Amrit Mahotsav) পর্বে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.