ETV Bharat / bharat

কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

হাসপাতালে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেরে উঠেছিলেন ৷ তবে এদিন করোনা পরবর্তী সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছেন তিনি ৷

author img

By

Published : Jun 1, 2021, 12:37 PM IST

Updated : Jun 1, 2021, 1:11 PM IST

শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

নয়া দিল্লি, 1 জুন : হাসপাতালে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ কোভিড পরবর্তী সমস্যাজনিত কারণে এইমসে ভর্তি করা হল শিক্ষামন্ত্রীকে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই প্রাইভেট ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে ৷

মাস দেড়েক আগেই এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ কোভিডে আক্রান্ত হয়েছিলেন একষট্টি বছর বয়সী এই মন্ত্রী ৷ তখনও তাঁকে এইমসেই ভর্তি করা হয় ৷ তারপর সেরেও ওঠেন ৷ তবে ফের সমস্যা শুরু হয় ৷ তারপর এদিন বেলার দিকে তাঁকে ফের এইমসে ভর্তি করা হয়েছে ৷

দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের উদ্দেশে এদিন তাঁর বক্তব্য রাখার কথা ছিল ৷ গোটা দেশের কয়েক লক্ষ স্কুল পড়ুয়া তার অপেক্ষাতেই ছিল ৷ করোনা পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা নিয়ে নানা ধন্দ তৈরি হয়েছে ৷ পোখরিয়াল 23 মে পড়ুয়াদের উদ্দেশে টুইটারে একটি ভিডিয়ো বার্তা দেন ৷ সেখানেই তিনি 1 জুন অর্থাৎ আজ পরবর্তী পদক্ষেপ এবং সে সংক্রান্ত পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দেবেন বলে কথা দিয়েছিলেন ৷ তবে তার আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল ৷

  • विद्यार्थियों की सुरक्षा एवं अकादमिक हित और शिक्षा प्रणाली का सुचारू संचालन सुनिश्चित करने के लिए पूरा देश एकजुट हो गया है।

    Entire country has come together to ensure the safety and academic welfare of the students and smooth functioning of the education system. pic.twitter.com/ezhtvZ3jLH

    — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

নয়া দিল্লি, 1 জুন : হাসপাতালে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ কোভিড পরবর্তী সমস্যাজনিত কারণে এইমসে ভর্তি করা হল শিক্ষামন্ত্রীকে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই প্রাইভেট ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে ৷

মাস দেড়েক আগেই এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ কোভিডে আক্রান্ত হয়েছিলেন একষট্টি বছর বয়সী এই মন্ত্রী ৷ তখনও তাঁকে এইমসেই ভর্তি করা হয় ৷ তারপর সেরেও ওঠেন ৷ তবে ফের সমস্যা শুরু হয় ৷ তারপর এদিন বেলার দিকে তাঁকে ফের এইমসে ভর্তি করা হয়েছে ৷

দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের উদ্দেশে এদিন তাঁর বক্তব্য রাখার কথা ছিল ৷ গোটা দেশের কয়েক লক্ষ স্কুল পড়ুয়া তার অপেক্ষাতেই ছিল ৷ করোনা পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা নিয়ে নানা ধন্দ তৈরি হয়েছে ৷ পোখরিয়াল 23 মে পড়ুয়াদের উদ্দেশে টুইটারে একটি ভিডিয়ো বার্তা দেন ৷ সেখানেই তিনি 1 জুন অর্থাৎ আজ পরবর্তী পদক্ষেপ এবং সে সংক্রান্ত পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দেবেন বলে কথা দিয়েছিলেন ৷ তবে তার আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল ৷

  • विद्यार्थियों की सुरक्षा एवं अकादमिक हित और शिक्षा प्रणाली का सुचारू संचालन सुनिश्चित करने के लिए पूरा देश एकजुट हो गया है।

    Entire country has come together to ensure the safety and academic welfare of the students and smooth functioning of the education system. pic.twitter.com/ezhtvZ3jLH

    — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 9 এপ্রিলের পর দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

Last Updated : Jun 1, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.