ETV Bharat / bharat

আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক - Mehul Choksi latest news today

বিজয় মালিয়া, মেহুল চোকসি ও নীরব মোদি, এই তিন ব্যবসায়ীর প্রতারণার আর্থিক পরিমাণ সব মিলিয়ে 22585.83 কোটি টাকা ৷ তার মধ্যে 80.45 শতাংশ উদ্ধার করেছে ইডি ৷

ed transfer rs 9371 crore asset of vijay mallay nirav modi mehul choksi to bank
আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক
author img

By

Published : Jun 23, 2021, 3:36 PM IST

নয়াদিল্লি, 23 জুন : বিজয় মালিয়া (Vijay Mallya), মেহুল চোকসি (Mehul Choksi) ও নীরব মোদির (Nirav Modi) বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির একটা অংশ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হল ৷ এই সম্পত্তির পরিমাণ প্রায় 9 হাজার 371 কোটি টাকা ৷ এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate) ৷ তারাই ব্যাঙ্কের হাতে এই সম্পত্তি তুলে দিল ৷ এই তিন পলাতক ব্যবসায়ী যে ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণায় (Money Laundering Case) অভিযুক্ত, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককেই এই টাকা দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে যে বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসির ব্যাঙ্ক প্রতারণার আর্থিক পরিমাণ সব মিলিয়ে 22585.83 কোটি টাকা ৷ ইডি ইতিমধ্যে 18170.02 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷ এর মধ্যে বিদেশে থাকা সম্পত্তির পরিমাণ 969 কোটি টাকা ৷ সব মিলিয়ে ব্যাঙ্কের থেকে প্রতারণা করে নেওয়া অর্থের 80.45 শতাংশ উদ্ধার করা গিয়েছে ৷

আরও পড়ুন : Vijay Mallya : ব্যাঙ্কগুলিকে মালিয়ার সম্পত্তি বেচার অনুমতি বিশেষ আদালতের

এই তিনজনই আর্থিক প্রতারণার পর ভারত থেকে পালিয়ে যান ৷ তার পর তাঁরা গা ঢাকা দেন বিশ্বের বিভিন্ন দেশে ৷ এই মুহূর্তে তাঁদের ব্রিটেন, অ্যান্টিগা ও বারবুডা থেকে ভারতে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে ৷ এর মধ্যে বিজয় মলিয়াকে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ কারণ, তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ৷ সেই নির্দেশে সিলমোহর দিয়েছে ব্রিটেনের হাইকোর্ট ৷ আর বিজয় মালিয়াকে এর বিরুদ্ধে ওই দেশের সুপ্রিম কোর্টে আবেদন করার অনুমতি দেওয়া হয়নি ৷

বিজয় মালিয়াকে যে আদালত প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে, ওই একই আদালত নীরব মোদিকেও প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ৷ নীরব আপাতত ব্রিটেনের জেলে বন্দি ৷ আর মেহুল চোকসি সম্প্রতি ধরা পড়েছেন ডোমিনিকাতে ৷ সেখানকার আদালতে তাঁর প্রত্যর্পণের বিষয়টি নিয়ে মামলা চলছে ৷

আরও পড়ুন : ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের অনুমতি চাইলেন নীরব

উল্লেখ্য, বিজয় মালিয়াদের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ বেশ কয়েক বছর আগে ওঠে ৷ বিজয় মালিয়ার বিরুদ্ধে আলাদা অভিযোগ হয় ৷ আর নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে আলাদা অভিযোগ রয়েছে ৷ অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার আগেই ওই তিন জন দেশ ছেড়ে পালিয়ে যান ৷ মুম্বইয়ের পিএমএল-এ আদালত তিনজনকেই আর্থিক প্রতারণায় পলাতক বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

নয়াদিল্লি, 23 জুন : বিজয় মালিয়া (Vijay Mallya), মেহুল চোকসি (Mehul Choksi) ও নীরব মোদির (Nirav Modi) বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির একটা অংশ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হল ৷ এই সম্পত্তির পরিমাণ প্রায় 9 হাজার 371 কোটি টাকা ৷ এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate) ৷ তারাই ব্যাঙ্কের হাতে এই সম্পত্তি তুলে দিল ৷ এই তিন পলাতক ব্যবসায়ী যে ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণায় (Money Laundering Case) অভিযুক্ত, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককেই এই টাকা দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে যে বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসির ব্যাঙ্ক প্রতারণার আর্থিক পরিমাণ সব মিলিয়ে 22585.83 কোটি টাকা ৷ ইডি ইতিমধ্যে 18170.02 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷ এর মধ্যে বিদেশে থাকা সম্পত্তির পরিমাণ 969 কোটি টাকা ৷ সব মিলিয়ে ব্যাঙ্কের থেকে প্রতারণা করে নেওয়া অর্থের 80.45 শতাংশ উদ্ধার করা গিয়েছে ৷

আরও পড়ুন : Vijay Mallya : ব্যাঙ্কগুলিকে মালিয়ার সম্পত্তি বেচার অনুমতি বিশেষ আদালতের

এই তিনজনই আর্থিক প্রতারণার পর ভারত থেকে পালিয়ে যান ৷ তার পর তাঁরা গা ঢাকা দেন বিশ্বের বিভিন্ন দেশে ৷ এই মুহূর্তে তাঁদের ব্রিটেন, অ্যান্টিগা ও বারবুডা থেকে ভারতে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে ৷ এর মধ্যে বিজয় মলিয়াকে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ কারণ, তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ৷ সেই নির্দেশে সিলমোহর দিয়েছে ব্রিটেনের হাইকোর্ট ৷ আর বিজয় মালিয়াকে এর বিরুদ্ধে ওই দেশের সুপ্রিম কোর্টে আবেদন করার অনুমতি দেওয়া হয়নি ৷

বিজয় মালিয়াকে যে আদালত প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে, ওই একই আদালত নীরব মোদিকেও প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ৷ নীরব আপাতত ব্রিটেনের জেলে বন্দি ৷ আর মেহুল চোকসি সম্প্রতি ধরা পড়েছেন ডোমিনিকাতে ৷ সেখানকার আদালতে তাঁর প্রত্যর্পণের বিষয়টি নিয়ে মামলা চলছে ৷

আরও পড়ুন : ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের অনুমতি চাইলেন নীরব

উল্লেখ্য, বিজয় মালিয়াদের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ বেশ কয়েক বছর আগে ওঠে ৷ বিজয় মালিয়ার বিরুদ্ধে আলাদা অভিযোগ হয় ৷ আর নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে আলাদা অভিযোগ রয়েছে ৷ অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার আগেই ওই তিন জন দেশ ছেড়ে পালিয়ে যান ৷ মুম্বইয়ের পিএমএল-এ আদালত তিনজনকেই আর্থিক প্রতারণায় পলাতক বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.