ETV Bharat / bharat

ED Summons Sonia-Rahul : আর্থিক প্রতারণা মামলায় সোনিয়া-রাহুলকে তলব ইডির - ED summons Sonia Gandhi and son Rahul Gandhi

ন্যাশনাল হেরাল্ড মামলটির তদন্ত বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অথচ আজ সেই মামলায় অর্থ প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধিকে ডেকে পাঠিয়ে ইডি (ED Summons Sonia-Rahul) ৷

Sonia Gandhi and Rahul Gandhi
সোনিয়া ও রাহুলকে তলব
author img

By

Published : Jun 1, 2022, 1:59 PM IST

নয়াদিল্লি, 1 জুন : কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহু গান্ধিকে অর্থ জালিয়াতির মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED summons Sonia Gandhi and son Rahul Gandhi in money laundering case) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই মামলাটা 2015 সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা ৷

সোনিয়া গান্ধিকে (75) 8 জুন হাজিরা দিতে হবে ইডির অফিসে ৷ রাহুল গান্ধিকে তার আগেই দেখা করার কথা জানিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কংগ্রেস অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) একটা সাংবাদিক সম্মেলনে বলেন, "রাহুল গান্ধি যদি এখানে থাকেন, তাহলে যাবেন ৷ নয়তো নতুন তারিখ নিতে হবে ৷" ন্যাশনাল হেরাল্ড কাগজটি কংগ্রেসের ৷ ভারতের তরুণ প্রজন্মের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই এই কাগজ চালু হয়েছিল ৷ কাগজটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (Associated Journals Limited, AJL) এবং এর মালিকানা 'ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড'-এর নামে ৷
এর সঙ্গে অর্থ জালিয়াতি জড়িয়ে আছে, এই অভিযোগে সম্প্রতি মামলাটি রেজিস্টার করা হয়েছে ৷

  • Enforcement Directorate summons Congress interim president Sonia Gandhi and party MP Rahul Gandhi over the National Herald case, which was closed by the investigating agency in 2015: Official Sources pic.twitter.com/RKqVNpEDXE

    — ANI (@ANI) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul Gandhi in Controversy : রাজনৈতিক অনুমোদন ছাড়াই লন্ডন সফরে, ফের বিতর্কে রাহুল গান্ধি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'প্রিভেনশন অফ মানি লনডারিং অ্যাক্ট'-এর (Prevention of Money Laundering Act, PMLA) আওতায় আধিকারিকরা সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বয়ান রেকর্ড করতে চান ৷

2013 সালে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সুব্রহ্মনিয়ান স্বামী ৷ দিল্লির একটি ট্রায়াল কোর্টে ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে নতুন করে পিএমএলএ-র অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ সোনিয়া ও রাহুল ইয়ং ইন্ডিয়ার অংশীদারি ৷ এর আগে মল্লিকার্জুন খাড়গেকে তলব করেছিল ইডি ৷

নয়াদিল্লি, 1 জুন : কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহু গান্ধিকে অর্থ জালিয়াতির মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED summons Sonia Gandhi and son Rahul Gandhi in money laundering case) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই মামলাটা 2015 সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা ৷

সোনিয়া গান্ধিকে (75) 8 জুন হাজিরা দিতে হবে ইডির অফিসে ৷ রাহুল গান্ধিকে তার আগেই দেখা করার কথা জানিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কংগ্রেস অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) একটা সাংবাদিক সম্মেলনে বলেন, "রাহুল গান্ধি যদি এখানে থাকেন, তাহলে যাবেন ৷ নয়তো নতুন তারিখ নিতে হবে ৷" ন্যাশনাল হেরাল্ড কাগজটি কংগ্রেসের ৷ ভারতের তরুণ প্রজন্মের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই এই কাগজ চালু হয়েছিল ৷ কাগজটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (Associated Journals Limited, AJL) এবং এর মালিকানা 'ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড'-এর নামে ৷
এর সঙ্গে অর্থ জালিয়াতি জড়িয়ে আছে, এই অভিযোগে সম্প্রতি মামলাটি রেজিস্টার করা হয়েছে ৷

  • Enforcement Directorate summons Congress interim president Sonia Gandhi and party MP Rahul Gandhi over the National Herald case, which was closed by the investigating agency in 2015: Official Sources pic.twitter.com/RKqVNpEDXE

    — ANI (@ANI) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul Gandhi in Controversy : রাজনৈতিক অনুমোদন ছাড়াই লন্ডন সফরে, ফের বিতর্কে রাহুল গান্ধি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'প্রিভেনশন অফ মানি লনডারিং অ্যাক্ট'-এর (Prevention of Money Laundering Act, PMLA) আওতায় আধিকারিকরা সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বয়ান রেকর্ড করতে চান ৷

2013 সালে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সুব্রহ্মনিয়ান স্বামী ৷ দিল্লির একটি ট্রায়াল কোর্টে ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে নতুন করে পিএমএলএ-র অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ সোনিয়া ও রাহুল ইয়ং ইন্ডিয়ার অংশীদারি ৷ এর আগে মল্লিকার্জুন খাড়গেকে তলব করেছিল ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.