ETV Bharat / bharat

ED summons Jharkhand CM: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তলব করল ইডি - charge sheet

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে (Jharkhand CM Hemant Soren) তলব ইডির (ED) ৷ অবৈধ খনন ও তোলাবাজি সংক্রান্ত টাকা তছরুপের মামলায় (Money Laundering Case) বৃহস্পতিবার ইডির সামনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ৷ এর আগে এই মামালায় তিনজনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা ৷

ED summons Jharkhand CM Hemant Soren tomorrow
ED summons Jharkhand CM Hemant Soren tomorrow in Money Laundering Case
author img

By

Published : Nov 2, 2022, 9:39 AM IST

Updated : Nov 2, 2022, 10:33 AM IST

রাঁচি, 2 নভেম্বর: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে (Jharkhand CM Hemant Soren) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বৃহস্পতিবার ইডির (ED) সামনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । অবৈধ খনন ও তোলাবাজি সংক্রান্ত ঘটনায় টাকা তছরুপের মামলায় তাঁকে (Money Laundering Case) তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, হেমন্ত সরেনকে বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে ইডির রাঁচির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে (ED summons Jharkhand CM) । সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের পুলিশ কমিশনারকে (Jharkhand Police Commissioner) চিঠিও লিখেছে ৷ যাতে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের আগে তাঁর যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় ।

ইডি সম্প্রতি রাঁচির বিশেষ আদালতে সরেন 'ঘনিষ্ঠ' বলে পরিচিত পঙ্কজ মিশ্র (Pankaj Mishra), বাচ্চু যাদব (Bachhu Yadav) এবং প্রেম প্রকাশের (Prem Prakash) বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ৷ আদালত ইতিমধ্যে সেই চার্জশিট (charge sheet) গ্রহণ করেছে । ইডি চার্জশিটে জানিয়েছে, এই মামলার তদন্তের সময় সারা ভারত জুড়ে বেশ কয়েকদিনে মোট 47 বার তল্লাশি চালানো হয়েছে ৷ যার থেকে 5.34 কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ব্যাঙ্কে থাকা 13.32 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে ৷ এছাড়াও একটি ছোট জাহাজ,পাঁচটি স্টোন ক্রাশার, দুটি হাইভা ট্রাক এবং দুটি একে-47 রাইফেল-সহ কিছু অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে । প্রসঙ্গত, এর আগে পঙ্কজ মিশ্র, বাচ্চু যাদব এবং প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ইডি । তাঁরা আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন । মিশ্র এবং অন্যান্যদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারওয়া থানায় একটি এফআইআরের ভিত্তিতে ইডি টাকা তছরুপের তদন্ত শুরু করে ।

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের

পিএমএলএ তদন্তে জানা গিয়েছে, পঙ্কজ মিশ্র মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে রাজনৈতিক দাপট দেখাতেন ৷ তিনি তাঁর সহযোগীদের মাধ্যমে সাহেবগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে অবৈধ খনন ব্যবসাও করতেন বলে অভিযোগ ৷ এর পাশাপাশি অভ্যন্তরীণ ফেরি পরিষেবাগুলি নাকি তাঁর নিয়ন্ত্রণেই ছিল ।

রাঁচি, 2 নভেম্বর: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে (Jharkhand CM Hemant Soren) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বৃহস্পতিবার ইডির (ED) সামনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । অবৈধ খনন ও তোলাবাজি সংক্রান্ত ঘটনায় টাকা তছরুপের মামলায় তাঁকে (Money Laundering Case) তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, হেমন্ত সরেনকে বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে ইডির রাঁচির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে (ED summons Jharkhand CM) । সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের পুলিশ কমিশনারকে (Jharkhand Police Commissioner) চিঠিও লিখেছে ৷ যাতে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের আগে তাঁর যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় ।

ইডি সম্প্রতি রাঁচির বিশেষ আদালতে সরেন 'ঘনিষ্ঠ' বলে পরিচিত পঙ্কজ মিশ্র (Pankaj Mishra), বাচ্চু যাদব (Bachhu Yadav) এবং প্রেম প্রকাশের (Prem Prakash) বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ৷ আদালত ইতিমধ্যে সেই চার্জশিট (charge sheet) গ্রহণ করেছে । ইডি চার্জশিটে জানিয়েছে, এই মামলার তদন্তের সময় সারা ভারত জুড়ে বেশ কয়েকদিনে মোট 47 বার তল্লাশি চালানো হয়েছে ৷ যার থেকে 5.34 কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ব্যাঙ্কে থাকা 13.32 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে ৷ এছাড়াও একটি ছোট জাহাজ,পাঁচটি স্টোন ক্রাশার, দুটি হাইভা ট্রাক এবং দুটি একে-47 রাইফেল-সহ কিছু অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে । প্রসঙ্গত, এর আগে পঙ্কজ মিশ্র, বাচ্চু যাদব এবং প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ইডি । তাঁরা আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন । মিশ্র এবং অন্যান্যদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারওয়া থানায় একটি এফআইআরের ভিত্তিতে ইডি টাকা তছরুপের তদন্ত শুরু করে ।

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের

পিএমএলএ তদন্তে জানা গিয়েছে, পঙ্কজ মিশ্র মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে রাজনৈতিক দাপট দেখাতেন ৷ তিনি তাঁর সহযোগীদের মাধ্যমে সাহেবগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে অবৈধ খনন ব্যবসাও করতেন বলে অভিযোগ ৷ এর পাশাপাশি অভ্যন্তরীণ ফেরি পরিষেবাগুলি নাকি তাঁর নিয়ন্ত্রণেই ছিল ।

Last Updated : Nov 2, 2022, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.