ETV Bharat / bharat

ED Summons Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এর আগে সিবিআই তলব করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে ৷ এবার তাঁকে ডেকে পাঠাল ইডি ৷

ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:07 PM IST

Updated : Oct 30, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি ৷ 2 নভেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে এই মামলাতেই চলতি বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ এই মামলাতেই এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ এদিনই সুপ্রিম কোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে ৷

দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় প্রায় 338 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সিবিআই-এর তরফে এর আগেই আদালতে দাবি করা হয়েছে, দিল্লি সরকারের শীর্ষ কর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ মণীশ সিসোদিয়া এই দুর্নীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ ৷ তদন্তকারীদের দাবি, আপ সরকারের আমলে দিল্লির আবগারি নীতি এমনভাবে করা হয় যাতে কিছু ব্যবসায়ী সুবিধা পান ৷ ঘুষের বদলে ওই সুবিধা পাইয়ে দেওয়া হয় কিছু মদ ব্যবসায়ীকে ৷ ঘুষ বাবাদ ওই আর্থিক সুবিধা পেয়েছিলেন আপ সরকারের শীর্ষ কর্তারা ৷

  • ED (Enforcement Directorate) summons Delhi CM and AAP national convener Arvind Kejriwal, asking him to appear before them on 2nd November in connection with the Delhi excise policy case.

    (File photo) pic.twitter.com/ZAyJsOPVZa

    — ANI (@ANI) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরবিন্দ কেজরিওয়ালকে এই ইডি তলবের তীব্র বিরোধিতা করা হয়েছে আম আদমি পার্টির তরফে ৷ এদিন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য হল আপ'কে শেষ করা ৷ সেই উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ এনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানোর চক্রান্ত করা হচ্ছে ৷"

  • #WATCH | Delhi: On ED summoning CM Arvind Kejriwal, Delhi Minister Saurabh Bhardwaj says, "As per the news that the Central Government's ED has sent summon to Delhi CM, it gets clear that the Centre has only one aim to somehow finish AAP. They are not leaving a stone unturned in… pic.twitter.com/QHvgBbHrts

    — ANI (@ANI) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কেরলে বিস্ফোরণে দায়ী বিজয়নের মৌলবাদী-তোষণ নীতি,' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

অন্যদিকে দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানার দাবি, এই দুর্নীতি মামলায় মূল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ ইডি ডেকে পাঠানোয় এবার তাঁকে এই দুর্নীতি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ৷ সোমবার মণীশ সিসোদিয়ার জামিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি'র এই তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

নয়াদিল্লি, 30 অক্টোবর: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি ৷ 2 নভেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে এই মামলাতেই চলতি বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ এই মামলাতেই এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ এদিনই সুপ্রিম কোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে ৷

দিল্লির এই আবগারি দুর্নীতি মামলায় প্রায় 338 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সিবিআই-এর তরফে এর আগেই আদালতে দাবি করা হয়েছে, দিল্লি সরকারের শীর্ষ কর্তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ মণীশ সিসোদিয়া এই দুর্নীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ ৷ তদন্তকারীদের দাবি, আপ সরকারের আমলে দিল্লির আবগারি নীতি এমনভাবে করা হয় যাতে কিছু ব্যবসায়ী সুবিধা পান ৷ ঘুষের বদলে ওই সুবিধা পাইয়ে দেওয়া হয় কিছু মদ ব্যবসায়ীকে ৷ ঘুষ বাবাদ ওই আর্থিক সুবিধা পেয়েছিলেন আপ সরকারের শীর্ষ কর্তারা ৷

  • ED (Enforcement Directorate) summons Delhi CM and AAP national convener Arvind Kejriwal, asking him to appear before them on 2nd November in connection with the Delhi excise policy case.

    (File photo) pic.twitter.com/ZAyJsOPVZa

    — ANI (@ANI) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরবিন্দ কেজরিওয়ালকে এই ইডি তলবের তীব্র বিরোধিতা করা হয়েছে আম আদমি পার্টির তরফে ৷ এদিন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য হল আপ'কে শেষ করা ৷ সেই উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ এনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানোর চক্রান্ত করা হচ্ছে ৷"

  • #WATCH | Delhi: On ED summoning CM Arvind Kejriwal, Delhi Minister Saurabh Bhardwaj says, "As per the news that the Central Government's ED has sent summon to Delhi CM, it gets clear that the Centre has only one aim to somehow finish AAP. They are not leaving a stone unturned in… pic.twitter.com/QHvgBbHrts

    — ANI (@ANI) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কেরলে বিস্ফোরণে দায়ী বিজয়নের মৌলবাদী-তোষণ নীতি,' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

অন্যদিকে দিল্লির বিজেপি নেতা হরিশ খুরানার দাবি, এই দুর্নীতি মামলায় মূল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ ইডি ডেকে পাঠানোয় এবার তাঁকে এই দুর্নীতি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ৷ সোমবার মণীশ সিসোদিয়ার জামিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি'র এই তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Oct 30, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.